- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আরব বিশ্ব: বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভাবনা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, কুয়েত, প্যালেস্টাইন, বাহরাইন, স. আরব আমিরাত, সৌদি আরব, খেলাধুলা, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম

গণক অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছে এবং স্পেন ২০১০ বিশ্বকাপের ফাইনালে জয়ী হয়ে শিরোপা জিতেছে। আরব বিশ্বের কয়েকজন টুইটার ব্যবহারকারী বিশ্বকাপের ফাইনাল খেলা এবং পুরো প্রতিযোগিতা নিয়ে তাদের চিন্তা কি ছিল তা আমাদের জানাচ্ছে।

বিশ্বকাপের ফাইনাল খেলায় স্পেন মুখোমুখি হয় নেদারল্যান্ডের যে খেলাটি অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায়, অতিরিক্ত সময়ের আন্দ্রেস ইনিয়েস্তার করা গোলে স্পেন জয়লাভ করে।

একজন টুইটার ব্যবহারকারীর কাছে বিশ্বকাপের আওয়াজের-এর ইতি ঘটা এক গুরুত্বপূর্ণ উন্নতি। মানসুর ফেকরি বড় হাতের অক্ষরে টুইট [1] করেছেন:

আর ভুভুজেলার আওয়াজ শোনা যাবে না।

এই বিশ্বকাপে ভুভুজেলার [2] ব্যবহার তীব্র বিতর্কের সৃষ্টি করে, এটি দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের খেলা দেখতে আসা উপস্থিতি দর্শক ও সারা বিশ্বের টিভি দর্শকদের মাঝে বিভক্তি সৃষ্টি করে [3]

ইজরায়েলি নাগরিক কারমেল ভাসিমান খেলার পূর্বে বাজীর দর বাড়িয়ে দিয়ে ঘোষণা দিয়েছিলেন [4]:

এর আগের লেখায় জানিয়েছিলাম বিশ্বকাপের এই দুটি দেশের একটিকে সম্ভব্য বিজয়ী হিসেবে বিবেচনা করেছিলাম। চলুন বাজীর পরিমাণ বাড়িয়ে দেই। আজ রাতে কে জিতবে তার উপর আমি তা প্রয়োগ করব।

ইনিয়েস্তার জয়সূচক গোল ভালো সংবাদ ঘোষণা এবং বিজয় উল্লাস সৃস্টি করেছে, এবং কারমেল টুইট করেছে [5]:

আমি তা জানতাম। এর আগের লেখায় এটি ছিল বার্সেলোনার কথা। ইনিয়েস্তা তোমাকে ধন্যবাদ।

সংযুক্ত আরব আমিরাত থেকে সুলতান আল কাশেমি টুইট করেছে [6]:

নিরাপদ এবং সুন্দর গোছানো এক বিশ্বকাপের আয়োজন করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি রইলো শ্রদ্ধা। যদিও এর খেলাগুলো ছিল বিরক্তিকর, কিন্তু এটাতো দক্ষিণ আফ্রিকার দোষ না।

বাহরাইন থেকে উত্তেজিত ফারুক বশির জোরে আওয়াজ তুলেছে [7]:

স্পেনননননননননননন বিজয়ী!!!

প্যালেস্টাইনের রাশেদ বেদুসি আরব বিশ্বের স্বপ্নের কথা জানাচ্ছে [8]:

مبروك فوز اسبانيا اتوقع فوز مستحق وعقبال يكون عندنا بطل عالم عربي
যোগ্যদল হিসেবে বিশ্বকাপ বিজয়ী স্পেনকে অভিনন্দন এবং আমি আশা করছি একদিন আরব দেশের মাঝ থেকে আমি কাউকে বিশ্বকাপ বিজয়ী হিসেবে পাব।

পল নামের অক্টোপাসটি আলোচনায় উঠে এসেছে। সউদি আরবের টুইটার ব্যবহারকারী সালেহ আলশেবলি বিস্মিত [9]:

আমি বিস্মত যে পল নামের অক্টোপাসটির ক্ষেত্রে অনলাইন নিলাম প্রতিষ্ঠান ইবেইতে তার জন্য কত টাকা মূল্য প্রদান করা হবে?

পাশ্চাত্যের দৃষ্টিতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের রূপকার হিসেব যাকে উল্লেখ করা হয় সেই ওসামা বিন লাদেনকে উল্লেখ করে মিচু১০ জিজ্ঞেস করেছে [10]:

পল ওসামা কোথায়?

তবে কুয়েতি রাশেদ আলরুমি ইতোমধ্যে পরবর্তী বিশ্বকাপের খোঁজ খবর করছে। তিনি জিজ্ঞেস করেছেন [11]:

বন্ধুরা পরবর্তী বিশ্বকাপ যেন কোথায় অনুষ্ঠিত হবে ???