- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

দক্ষিণ আফ্রিকা: ভুভুজেলার সামাজিক মিডিয়া বিশ্ব

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, কৌতুক, খেলাধুলা, নাগরিক মাধ্যম, প্রযুক্তি

ভুভুজেলা [1] নামক বাশী নিয়ে এত মাতামাতি নিয়ে আপনি বিরক্ত? না কি এর বিপরীত অবস্থা আপনার? এখানে বেশ কটি সামাজিক মিডিয়ার লিঙ্ক দেয়া হচ্ছে যেগুলো ভুভুজেলা নিয়ে আলোচনা করছে।

রেডস হোয়াইটস এন্ড ব্ল্যাকস [2] হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভুভুজেলা নিয়ে সমস্ত সংবাদ সংগ্রহকারী একটি ব্লগ। এই ব্লগের সাম্প্রতিক এক সংবাদে জানা যাচ্ছে যে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন বলেছেন যে তিনি ভুভুজেলার একজন ফ্যান।

ভুভুজেলার রেডিও (ভুভুজেলার এফ এম) [3] একটি অনলাইন রেডিও যা শুধু ভুভজেলার শব্দ শোনায়।

ব্লো মি [4] ওয়েবসাইটটি ভুভুজেলাপ্রেমীদের সুযোগ দেয় একটি আসল ভুভুজেলা বাজাতে। আপনি এখানে [5] ভার্চুয়াল ভুভুজেলারও সন্ধান পাবেন।

ভুভুজেলা টাইম এর মাধ্যমে [6] আপনি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন ২০১০ সালের ওয়ার্ল্ড কাপের স্টেডিয়ামের পরিবেশে। আপনি যে কোন ওয়েবসাইটের ঠিকানা দিন এবং এর ভুভুজেলার শব্দ শুনুন।

আরও রয়েছে “ব্রেকিং বলস সোনাটা ফর ভুভুজেলা”। [7]

আর যদি ভুভুজেলা আপনাকে অনেক বিরক্ত করে থাকে তবে ভুভুজেলার অফিশিয়াল শব্দনিরোধক ব্যবহার করুন – ভুভুজেলা আনপ্লাগড [8]

ওদিকে ভুভুজেলা বিরোধী আন্দোলনও রয়েছে। এ ধরণের সাইট হচ্ছে ব্যান ভুভুজেলা [9], স্টপ ভুভুজেলা [10] আর অ্যান্টি ভুভুজেলা [11]

আপনি যদি কম্পিউটার গেম খেলে থাকেন তাহলে আপনি খেলতে পারেন ভুভুজেলা হিরো: লিজেন্ড অফ আফ্রিকা [12]। আপনি হয়ত ভুভুজেলা অ্যাপ [13] ডাউনলোড করতে চাইবেন আপনার আইফোন বা আইপ্যাডের জন্যে। অথবা দেখুন ইউটিউব ভুভুজেলা বাটন [14]

ভুভুজেলা নিয়ে টুইটার জগৎ:
স্টপ ভুভুজেলা [15], দ্যা ভুভুজেলা [16], ভুভুজেলোনা [17], লাইভ ভুভুজেলা [18], ভুভুনি [19] (ডাচ ভাষায়), ভুভুনিলা [20], ভুভুআনপ্লাগড [21], ভুভুজেলা রেডিও [22] আর ভুভুজেলা বাঁশী [23]

ভুভুজেলা ফেসবুকে:

ভুভুজেলা রেডিও [24], ভার্চুয়াল ভুভুজেলা ফেসবুক গিফ্ট [25], দ্যা ভুভুজেলা [26]