ফুটবল মরোক্কোর প্রচণ্ড জনপ্রিয় এক খেলা। কাজেই মরোক্কোর ফুটবল সংস্থা দেশটির জাতীয় ফুটবল দলের (যে দলটি লায়ন অফ দি এটলাস বা এটলাসের সিংহ নামে পরিচিত) জন্য একজন নতুন কোচ নিয়োগ করতে যাচ্ছে বিশাল অঙ্কের টাকা দিয়ে। ২০১০ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে জাতীয় দলের খারাপ ফলাফলের পর, স্থানীয় ফুটবল সংস্থা দলটির ব্যর্থতার উপশম খোঁজার এবং তার মান উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। কোচ হিসেবে নিযুক্তির জন্য বেলজিয়ামের নাগরিক এরিক গেরেটস এর সাথে আলোচনা শুরু হয়, পরে যাকে আনুষ্ঠানিকভাব মরোক্কোর জাতীয় ফুটবল দলের কোচ ঘোষণা করা হয় [ফরাসী ভাষায়]। তবে ফুটবল কর্মকর্তারা চুক্তির শর্ত কি কি তা জানাতে অস্বীকার করে এবং বিশেষ করে বলা যায় সংস্থাটি নতুন কোচকে কি পরিমাণ অর্থ প্রদান করবে সেটি প্রকাশ করতে অস্বীকার করে। মরোক্কোর সংসদে ক্রীড়া মন্ত্রীকে নতুন কোচের বেতনের ব্যাপারে প্রশ্ন করা হলে প্রচার মাধ্যমে যে অর্থের কথা উল্লেখ করা হয়েছে তিনি তা অস্বীকার করেন [আরবী ভাষায়]। গুজব রয়েছে যে রেকর্ড পরিমাণ অর্থে তার সাথে চুক্তি করা হয়েছে। এর ফলে গেরেটস বিশ্বের বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতন প্রাপ্ত কোচে পরিণত হতে যাচ্ছেন, যার আগে রয়েছে ব্রিটেনের জাতীয় দলের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো। বেশ কয়েকজন ব্লগার এই সংবাদের উপর মন্তব্য করতে গিয়ে হতাশা ব্যক্ত করেছেন। যতদিন খেলা নিয়ে নিয়ে দেশটিতে মাতামাতি চলবে ততদিন এই বিষয়ের উপর বুদ্ধিমানের মত খরচ করার উচিত।
কালাম তা’হির এর আব্দেলহামিদ নতুন কোচকে যে পরিমাণ বেতন প্রদান করতে যাওয়া হচ্ছে, তাতে ধাক্কা খেয়েছেন:
بعد تسرب أولى أخبار التفاوض مع البلجيكي علت أصوات الإعلاميين و المهتمين و المواطنين المغاربة منددة بهاته الخطوة، و لم تكن كفاءة الربان الجديد هي ما أجج نار الاعتراض, لأن الرجل و الحق يقال يملك سيرة ذاتية متميزة […] و لكن الجميع توقف عند قيمة الأجر الذي سيتقاضاه وفقا لعقده مع الجامعة، و الذي سيصل إلى 3 ملايير من السنتيمات سنويا [أي ما يعادل 3,4 مليون دولار أمريكي سنوياً].
صحيح أننا شعب يعشق كرة القدم حتى النخاع و يعتبرها أهم من أي شيء آخر كيفما كانت قيمته، و لكننا في نفس الوقت أمة تنتمي لبلدان العالم الثالث يرزح معظم سكانها تحت عتبة الفقر و تعاني من مظاهر البطالة و الفقر و الجهل المتجذرين منذ الأزل.
من المفارقات العجيبة التي تثير الضحك أكثر من أي شيء آخر هو أن كل مدربي منتخبات العالم باستثناء كابيلو يتقاضون أقل بكثير مما سيتقاضاه جيريتس، حتى إيطاليا و ألمانيا و إسبانيا و الأرجنتين و البرازيل تخصص ميزانيات أقل للتعاقد مع مدربيها رغم أنها تملك من الإمكانيات ما يتجاوزنا بكثير، و لكن الفرق هو أنها اتحادات تفكر بطريقة احترافية و تحترم أساسيات الممارسة الكروية السليمة، و تحترم – و هذا هو المهم – عقول مواطنيها.
এটা সত্যি যে মরোক্কোর জনগণ ফুটবল বলতে পাগল এবং সেইদিক বিবেচনা করলে ফুটবল যে কোন জিনিসের চেয়ে অমূল্য এবং গুরুত্বপূর্ণ। কিন্তু, অন্যদিকে মরোক্কো তৃতীয় বিশ্বের একটি দেশ এবং এখানকার বেশির ভাগ জনগণ দারিদ্র্য সীমার নীচে বাস করে, যারা বেকারত্ব, অর্থ সঙ্কটে ভুগে থাকে এবং লম্বা সময় ধরে তাদের উপেক্ষার এক বীজ এখানে বপণ করা রয়েছে। পরিহাসের বিষয় হলো ক্যাপেলো [যুক্তরাজ্যের জাতীয় ফুটবল দলের কোচ] ব্যতিত বিশ্বের সকল দেশের ফুটবল কোচ গেরেটস এর চেয়ে কম বেতন পায়। এমনকি ইতালি, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা ও ব্রাজিল, সকলেই তাদের জাতীয় দলের প্রশিক্ষককে এর চেয়ে কম বেতন দিয়ে থাকে, যদিও তাদের এর চেয়ে বেশি বেতন দেবার ক্ষমতা রয়েছে। তবে পার্থক্য হচ্ছে এই সমস্ত দেশ, মৌলিক এবং সুন্দর ফুটবলের অনুশীলনের জন্য এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাদের দেশের নাগরিকদের বুদ্ধিমত্তার সম্মানে, ক্রীড়া সংস্থাগুলোকে পেশাদারভাবে পরিচালনা করে
বিগ ব্রাদার মারাক এর আনাস বিস্মিত, কেন কোচের বেতন নিয়ে এত লুকোচুরি [ফরাসী ভাষায়], তিনি লিখেছেন:
Quel est le point commun entre le salaire d'Eric Gerets et les nouveaux avions de l'armée Marocaine ? Le secret défense ? Même pas ! On connait le budget des avions, mais pas de Gerets ! […]
Mais pourquoi donc tout le monde évite de parler de ce salaire ? ou est le mal en nous disant, chiffres à l'appui, voici combien nous coutera Gerets ?
কেন তার বেতনের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে? সত্যি বলার মধ্যে সমস্যা কোথায়, সংখ্যা উল্লেখ করুন এবং ব্যাখ্যা করুন শেষ পর্যন্ত গেরেটের জন্য আমাদের কতটা মূল্য প্রদান করতে হবে?
সিটোয়েন হামিদা [ফরাসী ভাষায়] মনে করে তার দেশের প্রধান ফুটবল কর্মকর্তার উচিত বাস্তবতা যাচাই করে দেখা। তিনি লিখেছেন:
A ce tarif, le nouvel entraîneur des « Lions » de l’Atlas sera payé :
Cinq fois plus que Raymond Domemech, coach de l’équipe de France.
Autant que Marcello Lipi, entraîneur de la Squadra Azzura.
Mieux que 29 des 32 entraîneurs nationaux présents au Mondial 2010.
Donc à vue d’œil, l’élu de la FRMF aura largement de quoi être « heureux » !
[…]
Le football national est malade de l’intérieur. Il souffre d’une gestion calamiteuse au niveau des clubs et de la fédération ! Il est victime de l’argent et des magouilles ! Il a perdu ses repères et son âme ! Ce n’est pas la venue d’un nouveau « messie » étranger qui le sauvera.
[…]
মরোক্কোর ফুটবল ভেতরে ভেতরে অসুস্থ।দুর্বল ব্যবস্থাপনার কারণে এটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভুগতে থাকে, এখনকার ফুটবল অর্থ এবং নোংরা কৌশলের শিকার! এটি তার আদর্শ এবং আত্মাকে হারিয়ে ফেলেছে! নিশ্চিত করে বলা যায় বিদেশ থেকে একজন “ত্রাতা” বা মসিহা এসে এর সমস্যার সমাধান করতে পারবে না।