সিয়েরা লিয়ন-এ, ভিকি রেমো প্রযোজিত ও উপস্থাপিত একটি ম্যাগাজিন ধর্মী অনুষ্ঠান বিভিন্ন বিষয়বস্তুতে পরিপূর্ণ থাকে। এই শোতে অনাবিষ্কৃত সুরেলা কণ্ঠের অধিকারী থেকে শুরু করে, বিভিন্ন কর্মজীবী মানুষের জীবনের একটা দিন, বর্তমান সময়ের খেলাধূলার মত বিষয় উঠে আসে। অতিসাম্প্রতিক এক অনুষ্ঠানে ভিকি মহাবিদ্যালয়ের ছাত্রদের মাঝে যৌন এবং এসটিডি (সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন পরিবাহী রোগ) শিক্ষার বিষয়টি তুলে এনেছেন।
এমনকি, যদিও ভিকি উল্লেখ করেছে, একটি ৫ মিনিটের একটি ভিডিও আপলোড করতে বা অনলাইনে প্রকাশ করতে ৫ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, তারপরেও ভিকি রেমো শো এর অংশ ব্লিপ.টিভিতে পাওয়া যাবে। সুতরাং এর ফলে আমরা সিয়েরা লিয়নের তারুণ্যের সংস্কৃতি কেমন, তার এক ঝলক দেখতে সক্ষম হব।
এই অনুষ্ঠানের চারটি পর্বের মাধ্যমে আমরা ভিকির যাত্রাকে অনুসরণ করতে পারি, যেমন সে মাউন্ট, অরুয়েল-এ অবস্থিত ফোরাহ বে কলেজের ছাত্রদের সাথে কথা বলে, এটি অত্র এলাকার অন্যতম সেরা এক শিক্ষা প্রতিষ্ঠান। তার কথোপকথন এবং প্রথম ভিডিওর কিছু উপাদান-এর মাধ্যমে জনগণের যৌন বিষয়ে বিভিন্ন ধারণা আমাদের নজর আসে। বোধ সম্পন্ন যে সমস্ত মহিলা এবং পুরুষ যারা নিরাপদ যৌন মিলনে বিশ্বাসী এবং যে সমস্ত মহিলারা সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক, তারা নিজেদের নিরাপদ রাখতে চায় তবে সঠিক পদ্ধতিগুলো সম্বন্ধে জানে না। তার গ্রহণ করা অনেকগুলো সাক্ষাৎকারের মধ্যে একজনের এই মন্তব্যের চেয়ে আর কোন কিছুই বিষয়টির গুরুত্ব তুলে ধরতে পারে না, যে মন্তব্যে বলা হয়েছে, বেশির ভাগ ছাত্র কনডম ব্যবহারের মধ্যে দিয়ে নিজেদের নিরাপদ রাখতে আগ্রহী, তবে যদি ঐ মুহূর্তে তাদের কাছে ব্যাক্তিগত ভাবে তা না থাকে, তাহলে সে মিলিত হওয়া বন্ধ রেখে একটি কনডমের সন্ধানে বের হয়না।
যখন ভিকি জানতে পারে যে অনেক ছাত্রছাত্রী জন্মনিয়ন্ত্রণ এবং সুরক্ষা পদ্ধতি সম্পর্কে ভূল তথ্য পায় তখন তার পরবর্তী গন্তব্য হয়ে দাঁড়ায় মেরি স্টোপস ক্লিনিক যেটি ব্লু স্টার নেটওয়ার্কের মাধ্যমে পরিবার পরিকল্পনা পরিসেবা এবং এ সম্বন্ধে তথ্য জোগান দেয়। সুরক্ষার জন্য ভিন্ন ধরণের পদ্ধতি কি কি তাকে তা প্রদর্শন করানো হয় এবং এগুলোর বাস্তবায়নের বিষয়গুলো সে বেছে নেয়, এবং এটা একটি পরীক্ষার পরে প্রয়োগের জন্য রাখা হয়।
পরবর্তী খণ্ডে ভিকি এক তরুণের সাথে কথা বলছে, যার ঝুঁকিপূর্ণ আচরণ বার বার তাকে যৌন পরিবাহী রোগের দ্বারা অসুস্থ করে তোলে। এখানে কৌতুহল জনক বিষয় হচ্ছে যে কোন একবারও অসুস্থ হওয়ার পরে এই তরুণটি মাঝে এই চিন্তা তৈরি হয় না যে, একই ধরনের কাজের মধ্য দিয়ে সে আবার নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।
এই ধারার শেষ ভিডিওতে, ভিকি এক ডাক্তার এর সাথে সাক্ষাৎ করে এবং যৌন পরিবাহী রোগ সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করে। উপসংহার: যে কেউ যৌন পরিবাহী রোগে আক্রান্ত হতে পারে যদি তাদের যৌন আচরণ ঝুঁকিপূর্ণ হয় এবং কনডম একমাত্র পদ্ধতি যা যৌন পরিবাহী রোগ বা এসটিডি ও অবাঞ্ছিত গর্ভধারণ থেকে নিরাপত্তা প্রদান করতে পারে।