গত কয়েক সপ্তাহ ধরে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে পল নামের এক অল্পবয়স্ক জার্মান অক্টোপাস ওবেরহাউসেন এলাকার মধ্যে সমুদ্রের মত গভীর করে তৈরি তার অ্যাকুরিয়ামের ট্যাঙ্কের (চৌবাচ্চা) ভেতর থেকে কোন খেলায় কে জয়ী হবে সে ব্যাপারে সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করে যাচ্ছে। সেমিফাইনালে জার্মানি বনাম স্পেনের খেলায় তার ভবিষ্যদ্বাণীর ব্যতিক্রম হয়নি: পল জার্মানিকে বাদ দিয়ে স্পেনকে বেছে নিয়েছিল এবং নির্ভুল ভবিষ্যৎ বলে দিয়ে পল তার সমালোচকদের আরো একবার ভুল প্রমাণিত করল:
আজ টুইটার জগৎ পলকে নিয়ে সরস, সমালোচনামূলক এবং উৎসাহ প্রদান করা গুঞ্জনে মুখরিত হয়ে উঠে। স্থানীয় পর্যায়ে অনেক “অলৌকিক ক্ষমতাসম্পন্ন অক্টোপাসদের” কাজে লাগানোর একটা ধারা তৈরি করেছে (যেমন, যুক্তরাজ্য)। ভারতের মোজোরোজো একটি লিমেরিক বা পাঁচ মাত্রার বিশেষ ছড়া আমাদের শোনাচ্ছেন:
খেলার ফলাফলের কারণে কয়েকজন টুইটার ব্যবহারকারী জার্মানীতে বাস করা পলের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন। নেদারল্যান্ডের ডিজে টিয়েস্টো সরস মন্তব্য করেছে:
যদি জার্মানি হারে, তারা পল নামের অক্টোপাসকে ভাজি করে খাবে! হাহা
অন্যেরা পলের প্রতি শ্রদ্ধা প্রকাশ করার প্রস্তাব দিয়েছে, যেমন প্যারিস ও জাকার্তায় বাস করা নারিজ্জা:
অন্যরা পলের যোগ্যতার বিষয়ে পরিষ্কার ভাবে সন্দেহ প্রকাশ করছে। দুবাই ভিত্তিক ডগুজ্জেলে এই শুঁড়ওয়ালা নরম দেহ প্রাণীটির করা ভবিষ্যদ্বাণীর ব্যাপারে এই তীব্র ব্যাঙ্গাত্মক মন্তব্য আমাদের জানাচ্ছে:
কেনিয়া ভিত্তিক ব্লগার আঙ্কেলটিজের কাছে এই আট শুঁড়ের প্রাণীটির কোন বিশেষ ব্যবহারের প্রয়োজনীয়তা থাকতে পারে, তবে তার ব্যাপারে তিনি জটিল এক পরিকল্পনার পরামর্শ দিচ্ছেন:
জাপানী ভেজে খাওয়ার পদ্ধতি টাকোয়াকি হিসেবে তাকে খাওয়া হোক আর না হোক.. এখন দেখা যাক বিশ্বকাপের ফাইনাল খেলার বিজয়ী হিসেবে পল কাকে বেছে নেয়… (তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ফলাফলও পল সঠিক ভাবে ভবিষ্যদ্বাণী করেছে, আর পলের মত এবারের বিশ্বকাপ বিজয়ী দলের নাম স্পেন)।