সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস পত্রিকা একটি প্রশ্ন পোস্ট করেছে“ কেন চীনের ফুটবলে এতটা পিছিয়ে, যেখানে চীন অলিম্পিকের অন্য খেলাগুলোতে সে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে অংশগ্রহণ করে? এই পত্রিকাটি বেশ কয়েকজন ফুটবল বিশেষজ্ঞর কাছ থেকে এই প্রশ্নের উত্তর আহ্বান করেছিল। তবে বিশ্বকাপের শুরুতে বিভিন্ন কিউএ ফোরামে (প্রশ্ন উত্তরের মাধ্যমে চলা আলোচনা সভা) একই প্রশ্ন চীনের নেট নাগরিকরাও উত্থাপন করে এবং এ বিষয়ে সাধারণ চীনা জনতার প্রদান করা নির্বাচিত কিছু উত্তর নিচে দেওয়া হল।
বাস্তবতা বনাম. স্বপ্ন
এক্সএনসিএসএস.অর্গ.সিন-এ বিশ্বকাপের শুরুতে একজন ফুটবল ভক্ত প্রশ্ন করেছিল, ” কেন চীনের ফুটবল এতটা দুর্বল“?। নিচে এই প্রশ্নের সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটি দেওয়া হল।
中国足球为何烂泥扶不上墙?一个重要的原因也许是没有“市场退路”。由于没有“市场退路”,爱好者只能破釜沉舟,只能通过自己的努力,成为“猩猩”级人 物,才能杀出一条血路来,过上较为体面的生活。一旦失败,再回头已是百年身:青春期过了,先前百分百地投入足球运动,则百分百地影响了学习其他知识和记 忆,失败后的足球爱好者其社会谋生能力相当于一个小学生学历的成年人——因为市场不需要这些二三流的足球球员,他们就只能到足球以外的市场觅食!即是说足 球爱好者一旦失败,将陷入万劫不复的深渊,爱好足球风险之高可以以想见。
১৬৩.কম একগাদা ছবি ব্যবহার করেছে, যে সব ছবিতে চীনের ফুটবল নিয়ে জনগণের হতাশা ফুটে উঠেছে, “কখন আমরা বিশ্বকাপে আমাদের গর্ব প্রদর্শন করতে পারব“?। এই আলোচনায়, দেখা যাচ্ছে অনেক লোক বিশ্বাস করে, এক্ উত্তেজনাপূর্ণ ফুটবল সংস্কৃতি তৈরির ক্ষেত্রে এই সমাজ অনেক দরিদ্র্য:
房价那么贵,物价老在涨,压力那么大,我没其他心思:没有心思被感动,也没有心思感动,我只想着能多挣点钱,因为在中国钱才是万万能的:能有住的,能有吃的,能有尊严,能养活亲人。我没心思踢球,梦想和现实的差距谁来买单?
প্রাতিষ্ঠানিক সমস্যা
সোসোতে, ব্যবহারকারী মেমরিজ গট ফ্রাস্টেটে এবাউট দি ফুটবল সিন এন্ড একই ধরনের প্রশ্ন করেছে:
中国足球怎么就这么差劲呢,连朝鲜都不如呢,我们这么大的中国,怎么就找不出22个踢足球好的人才呢?
এই বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর প্রাতিষ্ঠানিক পরিবেশ-এর কথা ইঙ্গিত করে:
足球体制“`中国的足球 如果不改变现在体制 / 中国足球的现状大家都是知道的“““改变是很难的““只有从最基本开始改变“““中国足球的氛围到欧洲是很难的““`只有当足球成为中国的国球的时候““那时候才有可能的““`只有达到那种程度 才能一步一步考虑去争夺世界杯的冠军““否则都是扯蛋“““中国在国际的地位造成我们的球员很难出过门去踢比赛,很难有提高,不是来的外籍较量就能有提高,而是要自己的球员自己去提高的。
ব্যবহারকারী ওয়েনওয়েন ফ্যামিলি, বিস্তারিতভাবে প্রাতিষ্ঠানিক সমস্যার কথা বলছে:
1、漠视现实,自以为是
中超联赛各队,除了某只不计成本的国企球队,实际都在亏损。中国足协却出台什么中超准入标准。什么盈利3000万等等。我 敢断言,中国球队没一只达到这些标准的。足协明知不可为,各队都是弄虚作假,偏偏定这么高的门槛。欧洲五大联赛的准入标准也没这么高,基本只有两条:1、 成绩合格 2、债务不超标
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যারা সহায়তা পায়, তারা ব্যতিত চীনের ফুটবল সুপার লীগের বেশির ভাগ খেলোয়াড় দুর্বল। তাছাড়া, চীনের ফুটবল সংস্থা এমন নীতি চালু করেছে যার জন্য এই লীগের সদস্যদের বছরে ৩০ মিলিয়ন ইয়ান লাভ করতে হবে। আমি নিশ্চিত যে কোন দল এই পরিমাণ লাভ করতে পারে না এবং তারা তাদের বাজেট নিয়ে ভূয়া তথ্য প্রদান করে। এই রকম আদর্শ মান তৈরি করা, এমনকি ইউরোপের সেরা পাঁচটি লীগের ক্লাবগুলোকে এমন মান অর্জন করতে হয়না । তাদের কেবল দুটি মৌলিক শর্ত পুরণ করতে হয়: ১)খেলায় ভালো ফলাফল, ২) ক্লাবের ঋণের পরিমাণকে সীমাবদ্ধ রাখা।
2、足协的“赌”
中国足协自2000年后就酷爱豪赌,先是豪赌世界杯,结果世界杯倒是参与了一 回,但中国足球却至少倒退了十年。2000年以前,好歹中国队还算是亚洲准强队,常年的亚洲老五。经此一赌,现在中国队充其量算亚洲2流,而且还是2流下 游。连8强赛都混不进去了。…
চীনা ফুটবল সংস্থা জুয়া খেলতে ভালোবাসে। তারা বিশ্বকাপ নিয়ে জুয়া খেলতে ভালোবাসে এবং একবার সেখানে প্রবেশ করতে সমর্থ হয়েছে। তবে এরপর চীনা ফুটবলের উন্নয়ন আবার ১০ বছর পিছিয়ে গেছে। ২০০০ সালের আগে চীনের ফুটবল দল এশিয়ার অন্যতম এক শক্তি ছিল এবং এশিয়ার মধ্যে সে পাঁচ নাম্বার অবস্থান করছিল। তারা এই জুয়াতে হেরে যাবার পর, এখন আমরা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছি…
3、鲁能的“嘴”
山东足球扰乱市场 秩序,逆市而上,本无可厚非,谁叫人家是国企,不计成本呢。但鲁能从总经理到球迷都是能吹的了。动不动就中国最强队,中国皇马之类的言谈。今年四大皆空…中国足球之所以不好,就是山东这样好大喜功,不愿自我反省的人太多了。
সানডং ফুটবল ক্লাব চীনের ফুটবলের বাজারটাকে নষ্ট করে দিয়েছে, কারণ তাদের পেছনে রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের শক্তিশালী সমর্থন রয়েছে। সানডং লুনেঙ্গ এর কোচ বলেছ যাচ্ছে যে তাদের দলটি চীনের সবচেয়ে শক্তিশালী দল। সানডং চীনের রিয়াল মাদ্রিদ। তবে এ বছর তারা এমনকি শেষ চারে পৌঁছাতে ব্যর্থ হয়..চীনের ফুটবলের রঙ্গমঞ্চে গর্ব প্রকাশ করা এত সাধারণ একটা ব্যাপার। তবে তাদের ব্যর্থতায় তা প্রতিফলিত হয় না।
4、体育总局的“令”
中国足球区别于其他国家最大的特点,就是足协并不能领导中国足球,足协上面还有体育总局这位大爷,没事就发一个莫名其妙的大令,足协的下官们,就德不管对错的执行下去。
চীনের ফুটবল সংস্থা দেশটির ফুটবল উন্নয়নের নেতৃত্ব প্রদান করছে না। এ দেশে ফুটবল সংস্থার উপরে রয়েছে ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্থা কেবল তার আদেশ পালন করে যায়। ঠিক বা ভুল যাই হোক না কেন, তারা কেবল মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া নির্দেশ ফুটবলে সরবরাহ করে।
7、政策的早令夕改
中国联赛的升降级改来改去就是明证。不知明年会不会再次宣布取消降级,可能性很大悠。以前联赛都快踢完了都敢改,何况明年联赛还没踢呢?
চীনের সুপার ফুটবল লীগের র্যাঙ্কিং বা স্থান বিন্যাস ব্যবস্থা পরিবর্তিত হতে খাকে। এখনো নিশ্চিত না যে সামনের বছরে “নিচের দিকে অবনমন” বা ডাউন গ্রেডিং পদ্ধতি চালু থাকবে কি না। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, তারা এমনকি সেরা খেলা বা সুপার ম্যাচের সময়ও তাদের নীতি পরিবর্তন করে।
8、球迷的利益永远是无关紧要的
每年足协的政策都是先维护自己的利益,然后是俱乐部的利益。每次到最后都是损害球迷的利益。难道足协就怕球迷太多。
চীনা ফুটবল সংস্থার নীতি হচ্ছে নিজের আগ্রহকে রক্ষা করা, যা তাদের ক্লাবের আগ্রহকে অনুসরণ করে, এ ব্যাপার ফুটবল ভক্তদের আশা যাই হোক না কেন, তারা তা রক্ষা করতে চায় না। দেখে মনে হচ্ছে চীনের ফুটবল সংস্থা চীনে খুব বেশি ফুটবল ভক্ত চায় না।
সংস্কৃতি, ভাগ্য এবং অন্যান্য বিষয়
প্রতিষ্ঠানিক ব্যাখ্যার বাইরে, এই ব্যর্থতার এক সংস্কৃতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। বুদ্ধিমান ব্যক্তিরা বিশ্বাস করে যে এই সমস্যা প্রকৃতি/ চীনা সংস্কৃতির সাথে সর্ম্পকিত:
因为中国人不有外国人那么有激情 体力没他们好 没有他们团结
সোসোর অন্য এক প্রশ্ন উত্তর থ্রেডে (ব্লগের ক্ষেত্রে থ্রেড মানে বিষয় ভিত্তিক ধারাবাহিক আলোচনা) এই প্রশ্নের আরো কিছু উত্তর রয়েছে:
সীন ফারিস বলছে:
进了世界杯,上帝就哭了,为了让上帝开心,所以就进不了
ড্রিম টক এই ক্ষেত্রে চারটি যুক্তি তুলে ধরেছে:
1 中国 教练不行 没 别人那 经验 与 素质
2 中国 道德 品行 有 待 发展 黑哨太多 更别谈好的方面了!
3 球员 深入思想不够 且 踢球 并不尽全力去踢!
4 中国 足球的 长期 堕落 使得 国家 并不关心 中国 足球了!
২ আমাদের এখনো চীনা জনগণের ভেতরে সদগুণের এবং নৈতিকতার মান গড়ে তুলতে হবে। এখানে অনেকে রয়েছে যারা অন্ধকারে কাজ করে….
৩ ফুটবল খেলোয়াড়রা গভীর মনোযোগের সাথে ফুটবল খেলে না, কারণ অন্য বিষয়গুলোকে মাথায় রাখার, তাদের অন্য দিকে মনোযোগ দিতে হয়
৫ চীনের ফুটবল লম্বা সময় ধরে অন্ধকারের অতলে তলিয়ে গেছে এবং দেশটি আর এই বিষয়ে দেশটির কোন ভাবনা নেই।