গ্লোবাল ভয়েসেস-এর সাথে সরাসরি বিশ্বকাপ দেখুন: উরুগুয়ে বনাম ঘানার খেলার আড্ডায় সরাসরি অংশ নিন

বিগত কয়েক সপ্তাহ ধরে, আমরা বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা নিয়ে বিশ্বজুড়ে যে আলাপচারিতা সেসব অনুসরণ করে আসছি। ২০১০ বিশ্বকাপের চূড়ান্ত প্রতিযোগিতা এখন আটটি দলে নেমে এসেছে, আমরা মনে করি এই বিশ্বকাপ নিয়ে আমাদের প্রথম সরাসরি আলাপচারিতার ফলাফল অনুসরণ করে তার প্রেক্ষাপটে ঘানা ও উরুগুয়ের খেলায় আরেকটি সরাসরি আলোচনা (চ্যাট) চালানোর বিষয়টি বেশ কৌতুহলজনক হবে।

ঘানা হচ্ছে আফ্রিকা মহাদেশের একমাত্র দল যারা শেষ আটে পৌঁছতে সমর্থ হয়েছে এবং “কালো তারা” বা “ব্লাক স্টার” নামে পরিচিত এই দলটির পেছনে পুরো আফ্রিকা মহাদেশ এসে দাঁড়িয়েছে। ঘানা এবার উরুগুয়ের মুখোমুখি হবে। উরুগুয়ে, দক্ষিণ আমেরিকার চতুর্থ দল যারা এই বিশ্বকাপের শিরোপা দৌড়ে টিকে রয়েছে। দেশটি আশা করছে, ১৯৩০ ও ১৯৫০ এর পর এবারের বিশ্বকাপে তারা আরেকটি শিরোপা ঘরে তুলবে।

এই খেলাটি ২ জুলাই শুক্রবারে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।[খেলাটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় ২০.৩০ মিনিটে/ গ্রীনিচ মিন টাইম বা জিএমটি সময়+২ ঘন্টা, মন্টিভিডিও ১৫.৩০/আক্রায় ১৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ১২.৩০ মিনিটে]

যেহেতু আমরা খেলা শুরুর কয়েক মিনিট আগে সরাসরি খেলায় চলে যাব, তাই একসাথে খেলা দেখা ও এই অনুষ্ঠান নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিন। গ্লোবাল ভয়েসেস-এর বেশ কয়েকজন ব্লগার ও অনুবাদক সরাসরি এই খেলাটি দেখবে, আসুন খেলা দেখায় আমাদের সাথে যোগ দিন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .