- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরান: রাষ্ট্রপতি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে বিক্ষোভ প্রদর্শন করা, বা না করা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, মানবাধিকার, রাজনীতি, সরকার

[1]

মীর হোসেন মুসাভি [2] এবং মেহেদি কারোবি [3] ইরানের দুই অন্যতম বিরোধী নেতা আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান [4] যেন তারা ১২ জুন তারিখে ত্রুটিপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের [5]বর্ষপূর্তি উপলক্ষে এক শোভাযাত্রা বের করার অনুমতি প্রদান করে। এক যৌথ বিবৃতিতে তারা প্রতিবাদকারীদের নিরাপত্তার ব্যাপারে চিন্তা ব্যক্ত করেন।

অনলাইনে অনেক ইরানী নাগরিক এই সতর্ক আচরণের বিষয়ে দ্বিমত পোষণ করেছে এবং অনেকে আগামীকালের বিক্ষোভ প্রদর্শনের বিষয়ে উৎসাহ প্রদান করে ব্লগ বা ওয়েবসাইটে পোস্টার প্রকাশ করেছে (উপরে এ ধরনের একটি পোস্টার দেখতে পাচ্ছেন)।

ওয়েবনেবেশতেহাহা লোকজনকে আজ তাদের ছাদের উপর দাঁড়িয়ে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে আল্লাহ আকবর (আল্লাহ মহান) ধ্বনি দিতে উৎসাহ প্রদান করছে [6]ন [ফারসী ভাষায়], যেমনটা তারা নির্বাচন পরবর্তী সঙ্কটের সময় প্রতিবাদের প্রতীক হিসেবে উচ্চারণ করেছিল। ব্লগার এর সাথে যোগ করেছেন:

যদি আপনি আপনার ঘরের জানালা খোলেন এবং কোন আওয়াজ শুনতে না পান, তাহলে আপনার ছাদে চলে যান এবং আল্লাহ আকবর আওয়াজ তুলন। এক্ষেত্রে আপনি প্রচার মাধ্যম।

দৌলাতমেলি লিখেছে [ফারসী ভাষায়]:

আমরা একে একে মাতৃভূমির শহীদদের পাশে এসে দাঁড়াবো। জনাব, মৌসাভি ও জনাব কারোবি আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। যদি আমরা ১২ জুনে নিজেদের প্রদর্শিত না করি, তাহলে রাজনৈতিক বন্দীদের উপর চাপ বাড়তেই থাকবে। শনিবারের বিক্ষোভ প্রদর্শন একটা সুযোগ নয়, এক নৈতিক বাধ্যবাধকতা। আমাদের উদ্বিগ্ন হয়ে ঘরে বসে থাকা উচিত নয়। যদি আমরা তা করি তাহলে আমরা আমাদের মাতৃভূমিকে ধ্বংস করব।

আফকারে ফারডা লিখেছে [7] [ফারসী ভাষায়] যে লোকজনের দুটি বাস্তবতা রয়েছে, হয় তাদের এই শাসনের অধীনে অপমান সয়ে বাস করতে হবে অথবা তাদের এই শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে। এই শাসন এমন এক শাসন ব্যবস্থা, যে তার বৈধতা হারিয়েছে

সিঘাত বলছে [8]: আমি এক সাধারণ নাগরিক এবং আমি এই আন্দালনের একজন নেতা। আগামীকাল আমি তেহরানের তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত যাব। আপনারা কি আমার সাথে আসবেন? স্বাধীনতার জন্য মূল্য দিতে হয়।