ফিলিপাইন্স: মাইকেল জ্যাকসনের জন্যে নৃত্যরত কয়েদিদের ভালবাসা প্রদর্শন

তারা আবার এটি করেছে। গত ২৭শে জুন সেবুর সাজাপ্রাপ্ত কয়েদিরা জনপ্রিয় সঙ্গীত তারকা মরহুম মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি নৃত্য পরিবেশনা করে

২০০৭ সালে ফিলিপাইন্সের সেবু দ্বীপের এই দুর্ভেদ্য কারাগারের এক হাজারেরও বেশী কয়েদী মাইকেল জ্যাকসনের থ্রিলার গানটি পরিবেশন করার পর তার ভিডিও ইন্টারনেটে তুলে দিলে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

ইউটিউবে কয়েদিদের এই মিউজিক ভিডিওটি এখন পর্যন্ত চার কোটি বিশ লাখ বার দেখা হয়েছে – যা এ যাবৎকালের সবচেয়ে বেশী দেখা ভিডিওর অন্যতম।

লিন্ডসেইজ এডভেন্চার ইন ফিলিপাইন্স ব্লগের এই নৃত্যরত কয়েদিদের দেখে অন্যরকম মনে হয়েছে:

গত কয়েকবছর ধরে তারা এই নৃত্যানুষ্ঠানগুলো তাদের পুনর্বাসনের একটি অংশ, ভাল কিছু করার নিদর্শন হিসেবে পালন করে আসছিল। সত্যিই অন্যরকম লাগছিল। এই হাজারেরও বেশী কয়েদিদের কমলা প্যান্ট পরে নৃত্য প্রদর্শন দেখতে সত্যিই অদ্ভুত লেগেছিল। তাদের মধ্যে একদল আবার বাকী সবার মধ্যে থেকে বেশি পারদর্শী তাই তারা সবার মাঝখানে থেকে তাদের পরিবেশনা দেখিয়েছে।

দ্যা ফাউন্টেইন ঈল্ড এই নৃত্য পরিবেশনাকে কয়েদিদের জন্যে একটি থেরাপী বলে অভিহিত করেছেন

আমাদের সবারই ভাল হওয়া দরকার, সবারই দরকার দ্বিতীয় একটি সুযোগ। আমাদের সেরে ওঠার ভাল উপায় হচ্ছে শৈল্পিক পরিবেশনা। শিল্প আত্মাকে স্বাধীনভাবে মেলে ধরতে সাহায্য করে। এই লোকেরা তাদের জীবনে হয়ত কোন ঝামেলায় পরেছিল বা স্খলন হয়েছিল যার জন্যে কারাগারে ঠাঁই হয়েছে তাদের। তাদের জন্য নৃত্য হচ্ছে পরিবর্তনের আভাস। এছাড়াও এটি তাদের নৈতিকতাকে চাঙ্গা করতে পারে। যখন তারা জেল থেকে বের হবে এই শৈল্পিক পরিবেশনা তাদের অনুপ্রেরণা দিতে পারবে।

এর মধ্যে, হেল্লাগুড এড উইজ ওয়েবলগ কয়েদিদের পুনর্বাসনে সঙ্গীতের ভূমিকা নিয়ে কথা বলেছে।

কয়েদিদের বিপ্লব ঠেকানো বা তাদের প্রতিটি পদক্ষেপের নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে এইসব প্রচেষ্টা মানবাধিকারের দিক দিয়ে কতটা যুক্তিযুক্ত? যদি কয়েদিদের সাজার রকমভেদ উপেক্ষা করে সবাইকে একসাথে একই রুটিনে এরকম কাজে নিয়োজিত করা হয় তাহলে খুনী থেকে সাধারণ চোরের সাজার মধ্যে তফাৎ থাকল কই? যদি কয়েদিদের নৃত্য পরিবেশনায় বাধ্য করা হয় তাহলে তাদের পুনর্বাসনের আকাঙ্খাটি কতটি যুক্তিযুক্ত?

গত বছর মাইকেল জ্যাকসন মারা যাবার মাত্র দু'দিন আগে এই একই দল আরেকটি নৃত্য পরিবেশন করে। সেই ভিডিওটির সরকারী সংস্করণ এখনও অনলাইনে তুলে দেয়া হয় নি। তবে এর একটি ব্যক্তিগত চিত্রায়ন নীচে দেখা যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .