- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পাকিস্তান: ধর্মের সাথে রাষ্ট্রের সংমিশ্রণের বিপদ

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, পাকিস্তান, ধর্ম, নাগরিক মাধ্যম, মানবাধিকার, সরকার

পাক টি হাউজ ব্লগে পাকিস্তানী ব্লগার আয়েশা রশিদ মন্তব্য করেছেন [1] যে “১৯৭৪ সালের সিদ্ধান্ত যে ধর্মকে সাথে রাষ্ট্রের সাথে জুড়ে দেয়া হবে – এই ব্যাপারটিই পরে দেশে (পাকিস্তানে) একটি অসহিষ্ণু সমাজ গঠন করে দেয়”।