পেরু: প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়নদ্বয়ের পেরু ভ্রমণ

প্রাক্তন দুই বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভআনাতোলি কারপভ দুদিনের এক ভ্রমণে পেরুর রাজধানী লিমায় আসেন। তারা উভয়ে এক প্রদর্শনী খেলায় অংশ নেয়, যেখানে তারা ২৫ জন শিশুর সাথে দাবা খেলেন; এই ২৫ জন প্রতিযোগির মধ্যে পেরুর দাবা সংস্থা ২০ জনকে নির্বাচিত করেছিল এবং উপস্থিত দর্শকদের মধ্যে থেকে বাকি ৫ জনকে বেছে নেওয়া হয়। পেরুতে সকল খেলার রাজা বলতে ফুটবলকেই বোঝায় এবং আন্তর্জাতিক দাবা সংস্থা পেরুর দাবা সংস্থাকে সকল আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও, বিশ্বচ্যাম্পিয়ন এই দুই দাবাড়ুর পেরু আগমনের সংবাদ অনেক ব্লগারের নজর এড়িয়ে যায়নি।

মে মাসে, এল এজাডেরেজ এস কালটুরা ব্লগের (দাবা একটি সংস্কৃতি) হুগো মেলো এই ভ্রমণ নিয়ে তার ব্লগে এক ঘটনার কথা উদ্ধৃত করেন [স্প্যানিশ ভাষায়]:

[El Instituto Peruano de Deportes (IPD)] destacó que la llegada de estas “dos leyendas vivas del ajedrez”, cuya fecha de arribo no precisó, “será de mucho provecho para los ajedrecistas nacionales”.
[…]
“Sus experiencias como campeones mundiales sin duda serán captadas por nuestros jóvenes deportistas”, acotó.

[পেরু ক্রীড়া প্রতিষ্ঠান (সরকারের ক্রীড়া মন্ত্রণালয়, স্প্যানিশ ভাষায় তার নামের প্রথম অক্ষরগুলো নিয়ে যাকে আইপিডি নামে ডাকা হয়)] “এই দুই জীবন্ত কিংবদন্তির” আগমনের কথা গুরুত্বের সাথে উল্লেখ করে, যাদের আগমনের তারিখ তখন সবার অজানা ছিল। বলা যায় যাদের আগমন স্থানীয় দাবাড়ুদের জন্য অনেক কাজে আসবে।
[…]
“বিশ্ব বিজেতা হিসেবে এই দুই দাবাড়ুর অভিজ্ঞতা নিঃসন্দেহে আমাদের তরুণ খেলোয়াড়দের অনেক কাজে লাগবে”। তিনি উল্লেখ করেন

কার্লোস টাভোর তার ব্লগ নিডো ডে এররাটাস [স্প্যানিশ ভাষায়] এই উভয় খেলোয়াড়ের কিছু ইতিহাস আমাদের জানাচ্ছেন:

Karpov y Kasparov protagonizaron la más prolongada rivalidad sobre el tablero en la historia del ajedrez. El estilo de Karpov, racional y lógico, con una marcada tendencia hacia posiciones claras en las cuales un cálculo preciso permitía encontrar la variante ganadora, contrastaba notoriamente con el estilo de Kasparov, marcadamente táctico y dinámico, con tendencia hacia posiciones complicadas, en las cuales el cálculo no bastaba para orientarse durante el juego, sino que debía ser auxiliado por la intuición.

দাবার ইতিহাসে কারপভ এবং কাসপারভ ছিলেন দীর্ঘ সময়ের দুই প্রতিদ্বন্দ্বী। কারপভের খেলার ধরণ ছিল যৌক্তিক এবং সুশৃঙ্খল। যা পরিষ্কার এক চালের প্রমাণ, যার মধ্যে দিয়ে সে যথাযথ হিসেব করে সম্ভাব্য জয়ের রাস্তা তৈরি করত। এটি ছিল কাসপারভ খেলার ধারার একেবারে বিপরীত, কাসপারভ ছিল দুর্দান্ত কৌশলি এবং তার চাল দেবার ধরন ছিল প্রাণবন্ত। তার খেলার ধারা ছিল চালের ক্ষেত্রে জটিল অবস্থান তৈরি করা। এই ধারায় সম্ভাব্য জয়ের জন্য চালের ক্ষেত্রে কোন হিসেব নিকেশ ছিল না, তার বদলে এই ধারা বিশ্লেষণ ছাড়াই ধারণা তৈরিতে সাহায্য করত।

দাবা বোর্ডের এক সময়ের এই দুই শত্রু এখন চমৎকার বন্ধুতে রুপান্তরিত হয়েছে। যেমনটা ব্লগ ওরটাস টারডেস এ-মন্টি পাইথন এর সারাংশ তৈরি করেছে [স্প্যানিশ ভাষায়] :

Karpov también aprovechará su estadía en Perú para promover su candidatura a la presidencia de la Federación Internacional de Ajedrez (FIDE), que cuenta con el apoyo de su ex rival Kasparov.

পেরুতে থাকার সময় কারপভ বিশ্ব দাবা সংস্থা বা ফিদের সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রচারণায় চালানোর সুবিধা লাভ করেন। এই প্রচারণায় তাকে সমর্থন প্রদান করছে তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী গ্যারি কাসপারভ।

২২ জুন মঙ্গলবারে অনুষ্ঠিত প্রদর্শনী খেলায় এই দুই বিশ্ব বিজয়ী নির্বাচিত ২৫ জন শিশু প্রতিদ্বন্দ্বীর সকলকে পরাজিত করতে মাত্র দুই ঘন্টা সময় নেন। খানিকটা বিচলিত বোধ করা সত্ত্বেও, এই সমস্ত শিশুরা আত্মবিশ্বাসের সাথে তাদের চাল দিয়েছিল। একই দিনে কারপভ এবং কাসপারভ বলিভিয়ার উদ্দেশ্য রওনা দেন।

টুইটারের মাধ্যমে ক্রিস্টিয়ান টরেস (@ভারগাটো) এই দুই তারকা দাবাড়ুকে ধন্যবাদ জানান:

Maestros gracias por venir!!! 2 Genios en Peru …

দাবার মাস্টাররা, এখানে আসার জন্য আপনাদের ধন্যবাদ!!! দুই অসাধারণ মেধাবী ব্যক্তি এখন পেরুতে …
থাম্বনেইল ছবি ফ্লিকার ব্যবহারকারী মুকুমবরুরা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .