আলজেরিয়া: সৌভাগ্যের প্রতীক এক ঘুঘুকে আলজেরিয়রা এখনো তাদের পাশে আশা করছে

স্লোভেনিয়ার কাছে হারের পর আলজেরিয়া দল ১৮ জুন অনুষ্ঠিত ফুটবল খেলায় ইংরেজ দলের বিরুদ্ধে তাদের শক্তির খানিকটা পুনরুদ্ধার করে যা ছিল জয় লাভের জন্য এক ইতিবাচক খেলা। একটি বড় দলের বিরুদ্ধে অমীমাংসিত ভাবে খেলা শেষ করার ফলে তা আলজেরিয়া দলের লক্ষ লক্ষ সমর্থকদের মনে পুনরায় আশা জাগিয়েছে যারা এখন এই স্বপ্ন দেখছে সবুজ জামাধারী দলটি হয়ত প্রথম পর্ব পার হতে পারবে:
একজন আলজেরিয়ার ব্লগার তার পোস্টের শিরোনাম দিয়েছে যোগ্যভাবে ভাবে শেষ হওয়া এক অমীমাংসিত খেলা (উন নাল ইকুইটেবেল) [ফরাসী ভাষায়]:

L’Algérie et l'Angleterre se quittent dos à dos après 90 minutes où les Verts ont produit une prestation honorable, en faisant jeu égal avec les Anglais, en tous les cas, rien à avoir avec celle contre la Slovénie.

আলজেরিয়া এবং ইংল্যান্ড সমানে তালে খেলেছে, যে খেলার ৯০ মিনিট গোলশূন্য অবস্থায় অমীমাংসিতভাবে শেষ হয়। এই খেলায় সবুজ জার্সিধারী দলটি অনেক সম্মানজনক খেলা প্রদর্শন করে, যা তার পূর্বের খেলায় ছিঁটেফোঁটাও দেখা যায়নি।

তিনি এর যোগ করেন:

Alors qu'une défaite contre les Anglais lui aurait coûté une élimination du Mondial, l'équipe d'Algérie prolonge son sursis et, pour prétendre à une qualification historique au 8e, ce qui est jouable, doit arracher une victoire contre les USA lors de sa troisième rencontre (…).

এই খেলায় পরাজয় মানেই ছিল দলটির হয়ত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া। আলজেরিয়া ফুটবল দল বিশ্বকাপে তাদের টিকে থাকার সময়টি বাড়াতে সমর্থ হল। যদি তা ঘটে, তবে সেটি হবে একটি ঐতিহাসিক ঘটনা, কিন্তু তা সম্ভব, সেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য দলটিকে তাদের তৃতীয় খেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় লাভ করতে হবে (…)।

রাচিদা একজন আলজেরিয়ার নাগরিক, যে বর্তমানে ফ্রান্সে বাস করে। ভদ্রমহিলা আলজেরিয় দলের প্রতি তার অনুরাগের কথা প্রকাশ করেছেন [ফরাসী ভাষায়]:

Tenir tête durant plus de 90 minutes, non pas à la meilleure équipe, mais aux meilleurs joueurs au monde, relève d'un défi et ils l'ont fait. Chapeau bas à l'équipe algérienne!!!

বিশ্বের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে ৯০ মিনিট ধরে একইভাবে সমান তালে খেলা, যদিও তা সেরা দল নয়, তারপরেও তাদের সাথে খেলা এই দলের জন্য ছিল অন্যতম এক চ্যালেঞ্জ, কিন্তু তারা তা করে দেখিয়েছে। আলজেরিয়া দলকে টুপি খুলে সম্মান জানাই!

এই খেলার ফলাফলের উপর মন্তব্য করতে গিয়ে এসপেরানসে আলাপ করা সভায় বা একটি চ্যাটিং ফোরামে লিখছে [ফরাসী ভাষায়]:

Ils ont bien joué contre la Slovénie mais là c'était mieux, beaucoup mieux. Il n'y avait pas d'erreurs fatales heureusement et je suis sûre qu'il peuvent faire encore mieux.

তারা স্লোভেনিয়ার বিরুদ্ধে ভালো খেলেছিল, কিন্তু এই পরের খেলাটি ছিল তার চেয়ে অনেক ভালো। এই খেলায় কোন মারাত্মক ভুল হয়নি। এরজন্য তাদের ধন্যবাদ এবং আমি নিশ্চিত যে তারা পরের খেলায় অনেক ভালো করবে।

ফুটবল বিশেষজ্ঞ নয় এমন পরিচয় দিয়ে এসপেরানসে নামের ভদ্রমহিলা এই উপদেশ প্রদান করেছে:

le joueur Abdounne devrait pas remplacer Ziani, certes blessé, lors du prochain match.

জিয়ানির বদলে আবদুনকে নামানো উচিত নয়, এমনকি যদি পরবর্তী খেলায় সে আহত হয় তারপরেও

খেলা চলা সময়কার একটি দৃশ্যের ছবি বা স্ত্রীনশট।

খেলা চলার এক মুহূর্তে একটি ঘুঘুকে আলজেরিয়ার গোলপোস্টের উপর বসে থাকতে দেখা যায় এবং এটি আলজেরিয়ার অনেকের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এই দৃশ্যের উপর ফেসবুকে ডেজামাল ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছে:

Le pigeon porteur de message de guerre pour l'Algérie était en fait un grigri concocté par le duo Defoe-Heskey. C'était là la tactique de Capello ! Les Anglais nous ont pris pour des pigeons. Mboulhi (gardien algérien) volait plus haut que ce Columba et s'est avéré plus puissant que ce dopage aérien.

এই ঘুঘু আলজেরিয়ার জন্য একটি যুদ্ধের বার্তা বয়ে আনে বাস্তবে যা ডিফো এবং হেস্কির চালাকি। এটা ছিল ক্যাপেলোর এক কৌশল! ইংরেজরা ভেবেছিল যে আমরা সরল ঘুঘু। আমাদের গোলরক্ষক মো'বিহিলি এই পাখির চেয়েও উপড়ে উড়তে সক্ষম হয়েছে এবং আকাশ পথে আসা যে কোন সাহায্যকে মোকাবেলা করার জন্য সে যথেষ্ট শক্তিশালী ছিল।

আলজেরিয়ার লোকেরা তাদের আশা ত্যাগ করেনি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের দলটি যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে হারাতে পারবে। প্রশ্ন হচ্ছে সেদিনও কি ঘুঘুটি উপস্থিত থাকবে।?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .