আলজেরিয়া: স্লোভেনিয়ার বিরুদ্ধে পরাজয়ে হতাশা আর ক্ষোভ

ফুটবলপ্রেমীরা উদ্বেগের সাথে খেলা দেখছে

ফুটবলপ্রেমীরা উদ্বেগের সাথে খেলা দেখছে। ছবি তুলেছেন আমেকইনফো – ফ্লিকার থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় প্রকাশিত।

২৪ বছরের দীর্ঘ অপেক্ষার পরে, আলজেরিয়ার জাতীয় ফুটবল দল আবার বিশ্বকাপে অংশগ্রহন করেছে। যেহেতু মিডিয়াতে (রেডিও আর টেলিভিশনে) অফিসিয়াল প্রচারণা স্থানীয় ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে, আলজেরিয়াবাসী তাদের মনোযোগ বিশ্বকাপের দিকে দিয়েছেন, হতাশা আরো বেশী জোরালো ছিল স্লোভেনিয়ার বিরুদ্ধে তাদের দলের পরাজয়ের পরে।

Une équipe de foot à l'image du pays: boiteuse et poussive…Félicitations pour la Slovénie, qui s'est assurée une place confortable pour passer au 2ème tour

একটা ফুটবল দল তার দেশের ভাবমূর্তি নিয়ে চলে: ফাঁপিয়ে তোলা আর খোড়া যেটা …স্লোভেনিয়াকে শুভেচ্ছা, যারা দ্বিতীয় পর্যায়ে নিজের জন্য নিরাপদ স্থান নিশ্চিত করেছে।

উপরের এই কথাগুলো লিখেছেনআহশিন, আলজেরিয়ার এক তরুণ মানবাধিকার কর্মী, তার ফেসবুক প্রোফাইলে [ফরাসী ভাষায়]।

আব্দের রাহমানে নামে একজন সাংবাদিকও খুবই হতাশ, আর তার ফেসবুকের পাতায় তিনি নীচের বক্রাত্মক মন্তব্যটি করেছেন [ফরাসী ভাষায়]:

Le coaching de Saâdane est merveilleux !! Il laisse Boudebouz, une perle rare, sur le banc et fait jouer un nullard comme Ghezzal, et Saifi qu'est-ce qu'il est rentré foutre sur le terrain ?

সাদানের কোচিং অপূর্ব! তিনি বুদেবুজকে বাদ দেন, খেলোয়াড় হিসাবে যে একটা ঐশ্বর্য। তাকে বেঞ্চে বসিয়ে রাখেন আর গেজাল ও সাইফির মতো ফালতু খেলোয়াড় দিয়ে খেলান। আর কি করতে মাঠে তিনি আছেন?

সামির নামে একজন ছাত্র, ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন করেছেন গেজালের ভূমিকার, যে খেলোয়াড় খেলার সময়ে লাল কার্ড পান:

Abdelkader Ghezzal…tu es sélectionné contre l'Ireland comme joueur de rugby…et contre la Slovénie, t'es devenu un handballeur….et quand tu joueras au football

আব্দেলকাদের গেজাল…আয়ারল্যান্ডের বিরুদ্ধে আপনি রাগবি খেলোয়াড়ের মতো খেলেছেন আর স্লোভেনিয়ার বিরুদ্ধে আপনি হ্যান্ডবল খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন…আপনি ফুটবল কখন খেলবেন?

একই ধরনের তিক্ততা রয়েছে ইয়াহিয়া নামে প্যারিসের একজন তরুণ ছাত্রের, যিনি সম্ভবত কোচ সাদানের জন্য একটা ধাঁধা লিখেছেন:

Un mec avec une roche à la place de la cervelle c'est qui ??? A vous de deviner

বলুন তো কার মগজের পরিবর্তে পাথর আছে???

আলজেরিয়া দলের সম্ভাবনা নিয়ে তৌফিক আশাবাদী না:

Alors que nous n’arrivons pas à gagner contre la Slovénie, comment voulez-vous qu’on batte les Anglais avec un Rooney percutant et les missiles de Steven Gerrard et Lampard

আমরা যদি স্লোভেনিয়ার সাথে জিততে না পারি, আমরা কি করে রুনির ক্ষমতা সম্পন্ন আর স্টিভেন জেরার্ড আর লাম্পার্ডের ইংলিশ দলকে হারাবো!

ব্লগার আরজে কোচ সাদানেকে নিয়ে মজা করতে চেয়েছেন:

En plus du fait de ne rien apporter à l'équipe dans les moments difficiles du match, en matière de coaching, puisque, comme il l'a affirmé il y a quelques jours, «J'ai un bon banc de touche» Il n'a pas tort… Le «Cheikh» suit le match de son «banc de touche» comme tout spectateur… «Sollicité à donner son impression à la fin de la rencontre face à la Slovénie, le «cheikh» a déclaré ni plus ni moins: «El hamdou li Llah !» Louange à Dieu ! S'il y a un sélectionneur qui puisse louer Dieu, c'est bien celui de la Slovénie, puisqu'il a réussi à damer le pion à Saâdane qui se dissimule derrière ce titre de “Cheikh”.

তিনি কোচিং এর অবস্থান থেকে দলে ভালো কিছু আনতে ব্যর্থ হন খেলার কঠিন মুহূর্তে, কারণ, কয়েক দিনে আগে তিনি বলেছিলেন: ”তার ভালো বেঞ্চের খেলোয়ার আছে আছে”। আসলে তিনি অনেকটাই ঠিক, এই ‘শেখ’ তার ‘বেঞ্চ’ থেকে খেলা দেখেছেন যেন তিনি আর একজন দর্শক… “খেলা শেষে স্লোভেনিয়ার বিরুদ্ধে তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ‘শেখ’ কিছুই বলেননি’ আলহামদুলিল্লাহ’ “ইশ্বরকে প্রশংসা!’ ছাড়া। যদি কোন কোচ থাকেন যার ঈশ্বরকে প্রশংসা করা দরকার, সেটা স্লোভেনিয়ার কোচ, যেহেতু তিনি সক্ষম হয়েছেন সাদানে কে ছাড়িয়ে যেতে যিনি তার ‘শেখ’ উপাধির পিছনে লুকিয়ে থাকেন।

অন্য বিষয়ে, ব্লগার আর সাংবাদিক জামেল বেঞ্চেনুফ অবাক হয়েছেন যে আলজেরীয় দল কি পরিমাণ সাড়া জাগাতে পারে কিন্তু তারপরেও সাধারণ জনগণ কতো কম উৎসাহিত কোন সামাজিক কারনে একত্র হতে:

Un peuple qui ne se mobilise pas pour les plus faibles d’entre ses citoyens, qui subit l’oppression sans se révolter, qui se laisse dépouiller de ses richesses par des malfaiteurs de la pire espèce, qui se détourne du sort affreux qui est fait à toute la nation, et même de l’avenir de ses propres enfants, mais qu’un match de football fait vibrer, dans un incommensurable enthousiasme, ce peuple là doit craindre le pire

যে জাতি তার সব থেকে দুর্বল নাগরিককে রক্ষার জন্য একত্র হয়ে পদক্ষেপ নেয় না, সেটা প্রতিবাদ না করে ধরা দেয়ার সামিল, সেটা খুব খারাপ প্রকৃতির অপরাধীর কাছে নিজের সম্পদ তুলে দেয়ার সামিল। এটা ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে সরে যাওয়া যা জাতির জন্য অপেক্ষা করছে আর সন্তানদের ভবিষ্যৎ থেকেও, কিন্তু তারা একত্র হতে পারে উৎসাহিত হয়ে একটা ফুটবল খেলার জন্য, সেই জাতির খারাপের জন্য ভীত হওয়া উচিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .