- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আমেরিকা: সৈন্যের বাড়ি ফেরা ইউটিউব ভিডিওতে

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, সরকার

কারও কারও জন্যে কয়মাস বা কারও জন্যে কয়েক বছরের যুদ্ধক্ষেত্রে ডিউটি দেবার পরে একজন সৈন্য যখন ঘরে ফিরে আসে সে সময়কার আবেগ কিছুতেই ধরে রাখা যায় না। তবে গত কয়েক বছরে ইউটিউবে সেনাদের বাড়ি আসার অনেক ভিডিও পাওয়া যাচ্ছে।

নিচের এই ভিডিওতে একজন মা কাঁদছেন যখন তার ছেলে আফঘানিস্তানে ৬ মাস ডিউটি করে বাড়ি ফিরে আসে। তার মায়ের কথা অনুযায়ী তার ছেলে বড় হয়ে গেছে।

মায়েদের চমকে দেয়া ছেলেদের কাজ, অবশ্যই কিছু সেনাদের জন্যে এটা খাটে। নীচের ভিডিওতে এই সেনা তার মায়ের জন্মদিনে সবচেয়ে চমৎকার উপহারটি নিয়ে আসে।

আরেকজন সেনা তার ছেলেকে চমকে দেন তার স্কুলে গিয়ে। এই ভিডিওতে তেমন কথা নেই তবে “বাবা” শব্দটি অনেক দর্শকের জন্যই সবকিছু বলে দেয়।

বাচ্চারাই একমাত্র নয় যারা দেখছে যে তাদের ভালবাসার মানুষেরা দেশের সেবা করতে দুরে যাচ্ছেন। এই শেষ ভিডিওতে বাড়ি ফেরাটি ছিল মধুরের চেয়েও মধুর। এই সেনাটি তার কুকুরের কাছ থেকে খুব ভাল আদর পায়।