- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাংলাদেশ: মৃত্যু ফাঁদগুলো

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ছবি তোলা, দুর্যোগ, নাগরিক মাধ্যম, সরকার

শহিদুল নিউজ ব্লগে পুরোনো ঢাকার একটি বিল্ডিংয়ে আগুণ লাগার ঘটনার উপর ফটো সাংবাদিক আবির আবদুল্লাহ একটি ছবি রচনা প্রকাশ করেছেন [1]। যথাযথ বাসভবনের নীতিমালা এবং অগ্নিনির্বাপক যন্ত্রের অপ্রতুলতার কারণে এইসব বিল্ডিংগুলো উন্মুক্ত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।