গাজায় পথে যাত্রাকারী ফ্রোটিলার উপর আক্রমণের পরে সকলের প্রশ্ন

যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে আরও কিছু ‘সত্য’ বেরিয়ে আসছে – গাজায় পথে যাত্রাকারী ফ্রোটিলার উপর ইজরায়েলের আক্রমণের ব্যাপারে ইন্টারনেটে নতুন করে টুইট আসছে। এখানে টুইট জগৎ থেকে কয়েকটা প্রতিক্রিয়া উল্লেখ করা হল যেখানে বিশ্বব্যাপী টু্ইটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানা যাচ্ছে। এদের কেউ কেউ এমন প্রশ্ন করছেন যার উত্তর এখনো পাওয়া যায়নি।

বিলেদনা সশব্দে ভাবছেন:

আইডিএফের কাছে জাহাজটি (আটক), তাহলে তারা কেন সকল নিরাপত্তা ক্যামেরার ছবি দেখাচ্ছে না যাতে আমরা বুঝতে পারি আসলে কি হয়েছিল #flotilla

মাদাম মিয়াও বলেছেন:

ইজরায়েলিরা #ফ্লোটিলাতে ওঠার আগে থেকেই গুলি করছিল। http://nyti.ms/98H0SF মিডিয়া কাভারেজ প্রোপাগান্ডার আদল নিয়েছে http://bit.ly/a7mAfj

এন্ড ফ্লোটিংস্টোন জিজ্ঞাসা করেছেন:

তাহলে কোনটা সত্যি ইজরায়েল? তোমরা বলো আইডিএফ ৯মিলিমিটার হাত বন্দুক ব্যবহার করেনা কিন্তু আইডিএফের সেনারা বলে তারা করে। আরো মিথ্যাচার।#flotilla

সামি পারিসিস যোগ করেছেন:

ত্রাণ কর্মীদের গল্প সব একই ধারার আর খুবই সঠিক। আইডিএফ সেনাদের কথা সব ভিন্ন ভিন্ন আর ভুলে ভরা। #Flotilla #ফ্লোটিলার জয় সব স্থানে!

আর একটি টুইটে, পারিসিস দাবি করেছেন:

#israel #ইজরায়েল টুইটারকারিদের নিয়োগ করেছে ভালো কথা বলার জন্য। #Flotilla #ফ্লোটিলা যারা বিশ্বাস করে এমন মানুষ দ্বারা নিরাপদ রাখা হচ্ছে। তাদের দ্বারা না যাদের অর্থ দেয়া হচ্ছে। এটাই পার্থক্য।

আর আমনা সাঈদ মন্তব্য করেছেন:

আমেরিকা আর #ইজরায়েল #Israel মনে হয় পৃথিবীর অনন্য দেশ যারা সন্ত্রাসবাদে সক্ষম না। #গাজা #ফ্লোটিলা #gaza #flotilla

ইতোমধ্যে, ওয়ার্ল্ডপিস২ডে বেশ কিছু টুইট প্রকাশ করছে- যা নেটওয়ার্ক ব্যাপী পুন:প্রচার হচ্ছে- সারা দিন ধরে ঘটনার প্রবাহ অনুযায়ী। তাদের সাম্প্রতিক টুইটগুলোর মধ্যে একটি প্রশ্ন তুলে ধরা পর পর দুটো টুইট আছে:

ইজরায়েল কেন গাজা ফ্লোটিলাকে আন্তর্জাতিক পানিতে আক্রমণ করলো? এটা তো জলদস্যুতার কাজ যার জন্য শাস্তি হওয়া উচিত।

ইজরায়েলকে প্রশ্নের উত্তর দেয়া থেকে বিরত থাকতে দেবেন না: ”কেন আন্তর্জাতিক সমুদ্রসীমায় আপনারা মানুষকে আক্রমণ করে হত্যা করেছেন?” #ফ্রিডমফ্লোটিলা #freedomflotilla

আর একটি টুইটে, ওয়ার্ল্ডপিস২ডে জিজ্ঞাসা করেছেন:

চিন্তার বিষয়: ইজরায়েলের যদি অধিকার থাকে নিজেকে রক্ষা করার তাহলে কেন তারা প্যালেস্টাইন বা গাজাকে উস্কিয়ে দেয় নিজেকে রক্ষা করার জন্য আর তারপরে এটা আক্রমণ বলে?

আর আত্মরক্ষার কথায় সারা জ্যানেট বলেছেন বিস্ময় সহকারে:

এখন আমি স্বীকার করি। ইজরায়েলি সেনারা খুব ভয়ঙ্কর পিকাচু অস্ত্র থেকে নিজেকে বাঁচাচ্ছিল: http://bit.ly/9QKXDV #flotilla #FreedomFlotilla

এই সমালোচনা অন্যান্য টুইটেও চলছে নেটওয়ার্ক ব্যাপী। কিলিফে ইজরায়েলি অভিজানের উপর আর একটা তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করেছেন। তিনি টুইট করেছেন:

দালাই লামা যদি #flotilla #ফ্লোটিলার আক্রমণের ব্যাপারে তদন্ত করেন, তাতেও কিছু যায় আসে না, ইজরায়েল তারপরেও ওই রিপোর্টকে জঞ্জাল বলবে।

আর সব শেষে জেনুবিয়েহ বলেছেন:

যদি কারো #Zionist জিওনিস্ট শাসকদের শয়তানী, অসুস্থ আর আত্মঘাতিমূলক স্বভাবের পরিচয়ের প্রমাণের দরকার থাকে তাহলে তারা সেটা এই সপ্তাহে পেয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .