- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

র‍্যাচেল কোরি জাহাজের মিশনের মাধ্যমে ‘অমর’ হয়েছেন

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উ. আ., আয়ারল্যান্ড, তুরস্ক, প্যালেস্টাইন, মালয়েশিয়া, মিশর, যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক, ডিজিটাল অ্যাক্টিভিজম, তাজা খবর, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, মানবতামূলক কার্যক্রম, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, সরকার

র‍্যাচেল কোরি [1] এক তরুণ আমেরিকান শান্তিকর্মী ছিলেন যিনি ২০০৩ সালে আন্তর্জাতিক সংহতি মুভমেন্টের [2] সাথে কাজ করার সময়ে গাজাতে নিহত হন। কোরি যখন একটা ফিলিস্তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ওটাকে ইজরায়েলি বাহিনীর ভেঙ্গে ফেলা থেকে রক্ষার জন্য, তার উপর দিয়ে ইজরায়েলি সামরিক বাহিনীর বুলডোজার চালিয়ে দিলে তিনি নিহত হন। কোরি অনেকের কাছে শান্তির চিহ্নে পরিনত হয়েছেন, যার উপরে ৩০টার বেশী গান, একটা কান্তাতা, একটি নাটক হয়েছে আর এখন একটা জাহাজের নামকরণ হয়েছে।

এই জাহাজটির নাম এমভি র‍্যাচেল কোরি যেটি আয়ারল্যান্ড থেকে ১১ জন যাত্রী আর ৫ দেশের ৯ জন ক্রু নিয়ে যাত্রা করেছিল। ক্রুদের বেশীরভাগ আয়ারল্যান্ড আর মালয়েশিয়ার। যাত্রীদের মধ্যে ছিলেন নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মাইরিড মাগুয়ার, মালয়েশিয়ার সংসদের প্যারিট সদস্য মোহাম্মদ নিজার জাকারিয়া আর জাতিসংঘের ভূতপূর্ব সহকারী সেক্রেটারি জেনারেল ডেনিস হালিডে।

যখন এমভি র‍্যাচেল কোরি গাজার কাছে এসে পৌঁছায় এটা পরিষ্কার হয়ে যায় যে ইজরায়েল আবার বাধা দেবে সাহায্য দেয়াতে আর এর ফলে গাজায় অবরোধ ভাঙ্গাতে। প্রায় ১০:০০ ইউটিসি+৩ এর সময় আমেরিকাবাসী রেমরুম জানায় [3] যে ইজরায়েল চেয়েছে জাহাজ যাতে তার পথ পাল্টায়:

[4]

ইজরায়েল র‍্যাচেল কোরিকে বলছে গতিপথ পাল্টাতে। তোমরা কেন গতিপথ পাল্টাও না? বর্ণবাদ, বর্ণবিদ্বেষ, দখল ইত্যাদি শেষ করে শরণার্থিদের ফিরতে দাও।

এর পরেই রিপোর্ট আস্তে থাকে যে র‍্যাচেল কোরিকে আইডিএফ (ইজরায়েলি বাহিনী) থামিয়েছে আর জোর করে ইজরায়েলি বন্দর আশদোদে নোঙ্গর ফেলিয়েছে [5]। টুইটারে, মালয়েশিয়ার কর্মী জুয়ানা জাফর [6] জানিয়েছেন:

[7]

অনুগ্রহপূর্বক জানবেন যে ইজরায়েলি বন্দর আশদোদে নোঙ্গর ফেলার কোন ইচ্ছাই ছিল না র‍্যাচেল কোরি জাহাজের। তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। #র‍্যাচেল কোরি

গাজা আন্ডার সিজ (অবরোধের ভেতর গাজা) একটি ভিডিও সম্পর্কে টুইট করেছে [8]:

এমভি র‍্যাচেল কোরি আইডিএফ দ্বারা থামানোর কিছু পরেই ইরানী সমর্থক প্রেস টিভি তা দেখায়। এই ভিডিও, যাতে সাংবাদিকদের মন্তব্য আছে, জাহাজ থামানোর দৃশ্য আছে:

তুরস্ক থেকে ইফে মোরাল [9] ফ্লোটিলার অনেক ঘটনাই সরাসরি টুইট করেছেন আর জানিয়েছেন যে জাহাজ থামানোর পরে, সাহায্য গাজায় নিয়ে যাওয়া হবে:

[10]

আল জাজিরা আরও রিপোর্ট করছে যে #আইডিএফ এর পর তল্লাশী করবে এবং র‍্যাচেল কোরির মালামাল পরিশেষে #গাজায় নিয়ে যাবে #গাজায় #ফ্লোটিলার যাত্রীদের তত্ত্বাবধানে।

রিপোর্ট এমনও শোনা গেছে যে ইজরায়েলি বাহিনী এই জাহাজকে তার নিবন্ধন করা নামে ডাকতে মানা করেছেন -এমভি র‍্যাচেল কোরিকে এখন তার আগের নাম ‘লিন্ডা’ বলে ডাকছে। র‍্যাচেল কোরি ফাউন্ডেশন [11] এটা টুইট করেছেন:

[12]

রিপোর্ট এসেছে যে ইজরায়েলি নৌবাহিনী এই ত্রাণবাহী জাহাজকে ‘র‍্যাচেল কোরি’ নামে ডাকতে অস্বীকৃতি জানিয়েছেন। একে আসল নাম ‘লিন্ডা’ বলে ডেকেছে। #ফ্লোটিলা

আইডিএফের তুলো দেয়া একটা ভিডিও একে নিশ্চিত করেছে (০০:৩১ মিনিটে দেখুন):

এমভি র‍্যাচেল কোরিকে থামানো নিয়ে অনেক ক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু একই সাথে স্বস্তির আভাস পাওয়া গেছে যে যাত্রীরা নিরাপদ আছেন। শেষে সাংবাদিক হোসাম এল হামালাউ টুইটারে জানিয়েছেন [13], র‍্যাচেল কোরি নিজে অমর হয়ে গেছেন এমভি র‍্যাচেল কোরির মিশনের কারনে:

[14]

#র‍্যাচেল কোরি নামটি অমর হয়ে গেল। যখনই এটি কোন সংবাদে উল্লেখিত হয় একটি করে ইজরায়েলের পয়েন্ট কাটা যায়।