- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরান: রাষ্ট্রপতি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে প্রতিবাদকারীরা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি, সরকার

[1]

তেহরানের প্রত্যক্ষদর্শীরা বলছে [2] শনিবার ইরানের নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে যারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় জড়ো হয়েছিল। এটি দেখে মনে হচ্ছে ইরানের প্রধান বিরোধী নেতাদের প্রতিবাদ সমাবেশ বাতিল করার [3]আহ্বান সত্ত্বেও বেশ কয়েকটি এলাকায় প্রতিবাদ হয়েছে, যার মধ্যে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো অন্যতম, যেখানে আরো একবার ইরান ইসলামী প্রজাতন্ত্রের নিন্দা জানানো হয়।

তেহরানের ফেরদৌসি স্কোয়ারে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী উপস্থিতি ছিল:

ফ্রেন্ডফিডে বেহদাব্রা লিখেছে [4] যে ভালি আসর রাস্তায় প্রতিবাদকারীরা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এবং বাতিল হয়ে যাওয়া টিনের পাত্র আগুনে ফেলে আগুন উসকে দেয়। .

প্রতিবাদকারীর সংখ্যা নিয়ে বিতর্ক:

যখন ইরান গ্রীন ভয়েসে পোস্ট করে [5] যে তেহরান বিশ্ববিদ্যালয়ে ১০০০ জন প্রতিবাদকারী ছাত্র নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন একজন পাঠক মন্তব্য করে: “কেন আমরা মিথ্যা বলছি। এক্ষেত্রে তো আমরা তাদের মত হয়ে গেলাম [ইরানের ইসলামী সরকারে মত]। প্রতিবাদের সময় আমি সেখানে ছিলাম এবং প্রতিবাদকারী ছাত্রের সংখ্যা ছিল বড়জোর ৫০ জনের মত”।

অন্যদিকে ইউনাইটে৪(ফর)ইরান, একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানী ও ইরানী নয়, এমন ব্যক্তি এবং মানবাধিকার কর্মীদের যোগাযোগ ঘটিয়ে থাকে, তারা এই দিবস উপলক্ষে সারা বিশ্বের ৭০টির মত শহরে প্রতিবাদের আয়োজন করেছিল [6]:

তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত প্রতিবাদ

প্রতিবাদকারীরা স্লোগান দেয় আল্লাহো আকবার (আল্লাহ মহান)।