- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস-এর সাথে সরাসরি বিশ্বকাপ দেখুন: উরুগুয়ে বনাম ফ্রান্সের খেলার আড্ডায় সরাসরি অংশ নিন

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, ল্যাটিন আমেরিকা, সাব সাহারান আফ্রিকা, উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, খেলাধুলা, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

বিশ্বকাপ ফুটবল, যৌক্তিকভাবে যাকে বলা যায় বিশ্বের সবচেয়ে সার্বজনীন ক্রীড়া, তা এই প্রথমবারের মত আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্লোবাল ভয়েসেস অনেক নাগরিকদের কণ্ঠকে গুরুত্বের সাথে তুলে ধরেছে যারা এই অনুষ্ঠান এবং সারা বিশ্বে তার প্রভাব নিয়ে আলোচনা করছে [1]

এই আলাপচারিতাকে চালিয়ে যাবার প্রচেষ্টা হিসেবে, আমার চিন্তা করেছিলাম, যখন বিশ্বকাপের খেলা চলতে থাকবে ঠিক সেই সময়ের (রিয়াল টাইম ) কথপোকথন চালিয়ে নিয়ে যাবার চেষ্টা করব। এটা আমার শুরু করব ফ্রান্স-উরুগুয়ে খেলার মধ্য দিয়ে যা অনুষ্ঠানের উদ্বোধনী দিন ১১ জুনে দক্ষিণ আফ্রিকার সময় ২০.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে [ নিউ ইয়র্ক সময় ১৪.৩০ মিনিট। বুয়েনস আইরেসে -এর সময় অনুসারে ১৫.৩০ মিনিট। বৈরুতে সময় ২১.৩০ মিনিট। বাংলাদেশ সময় ০০.৩০ বা রাত ১২.৩০ মিনিট]

ফিফার খেলার সময়সূচির তালিকায় [1] (ম্যাচ ইনডেক্স) প্রবেশ করে আপনার নিজের দেশে কোন সময় খেলা শুরু হচ্ছে তা জানতে পারবেন।

ফ্রান্স ও উরুগুয়ে পরস্পরের চেনা শত্রু, যারা এর আগে ২০০২ সালের বিশ্বকাপে পরস্পরে মুখোমুখি হয়েছিল, সে খেলায় উরুগুয়ে ০-০ গোলে ফ্রান্সের সাথে অমীমাংসিতভাবে খেলা শেষ করে [2], ফ্রান্স ছিল এর আগের বিশ্বকাপের শিরোপা জয়ী দল।

দয়া করে আমাদের সাথে এই খেলা দেখা ও আলোচনায় যোগ দিন, খেলা শুরু হবার কয়েক মিনিট আগে (স্থানীয় সময় ২০.৩০ মিনিটে) সরাসরি আমরা এই কাজে যুক্ত হব, তখন এ সব কাজে অংশ নেবার জন্য আমাদের সাথে যোগ দিন। উরুগুয়ে এবং ফ্রান্সের দর্শকরা এতে অংশ নেবে, তবে তাদের সাথে আফ্রিকার অনেক দেশের নাগরিক এবং দক্ষিণ আফ্রিকার দর্শকেরাও যুক্ত হবে। বেশ কয়েকজন ব্লগার এবং গ্লোবাল ভয়েসেস-এর অনুবাদকের সরাসরি খেলাটি দেখবে। আমাদের সাথে যোগ দিন!

এই আলোচনা গ্লোবাল ভয়েসেস অঁ ফ্রাসেঁতে [3] (গ্লোবাল ভয়েসেস-এর ফরাসী পাতায়) দেখা যাবে।