নাইজেরিয়া: ২০১০-নাইজেরিয় ব্লগ পুরস্কারের জন্য আপনার ভোট প্রদান করুন

আবার সময় এসেছে নাইজেরিয়ার ব্লগ পুরস্কারের জন্য ভোট প্রদানের! এটি শুরু হয়েছে সোমবার (৩১শে মে) থেকে। ৩০ টি ভিন্ন ভিন্ন বিভাগের সেরা ব্লগকে ভোটাররা তাদের ভোট প্রদান করে নির্বাচিত করবে। এইবার “সেরা ফ্যাশন ব্লগ” থেকে “সবচেয়ে বিতর্কিত ব্লগ” থেকে “সেরা ছাত্র ব্লগ” এবং এ রকম আরো অনেক বিভাগ রয়েছে। যারা নাইজেরিয়ার ব্লগ সম্প্রদায়ের সাথে পরিচিত নয়, তাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে, এই পুরস্কার একটি গ্রহণযোগ্য অবস্থায় রয়েছে, যেখানে পরিচিত করা হয় এখানকার সমস্ত ব্লগকে, যে ব্লগ জগৎকে যৌক্তিকভাবে বলা যায় সাব-সাহারান আফ্রিকার সবচেয়ে বড় এবং সক্রিয়।

মে মাসের ১০ থেকে ২৪ তারিখের মধ্যে প্রায় ২০০ নেট নাগরিক ৩০টি বিভাগে সেরা ব্লগের জন্য তাদের মনোনয়ন জমা দেয়। ভোটাররা সংগঠকদের সরবরাহ করা এক তালিকার প্রায় ৫০০ ব্লগের মধ্যে থেকে মনোনয়নের জন্য ব্লগারদের বেছে নিতে পারে অথবা তারা তালিকার বাইরে থেকে পছন্দের একটি ব্লগকে বেছে নিতে পারে। মনোনয়নের এলাকা ছিল সর্বস্তরে; সারা বিশ্বের নাইজেরিয় ব্লগারদের এতে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে (হিসেব করা দেখা গেছে যে প্রতি ১০ জন নাইজেরিয়াবাসীর ১ জন দেশের বাইরে বাস করে) এবং নাইজেরীয় নয় এমন ব্যক্তি, যাদের ব্লগ নাইজেরিয়ার উপর মনোযোগ দেয়, তাদের এই প্রতিযোগিতায় অংশ নেবার আহ্বান জানানো হয়। আপনি কি নাইজেরিয় ব্লগার এবং আপনার ব্লগ কি নাইজেরিয়ার উপর মনোযোগ প্রদান করে? গত ছয় মাস ধরে আপনার ব্লগ কি সব সময় লেখা হয়েছে, বা এটিকে তাজা রাখা হয়েছে? আপনার ব্লগে কি জনতা সহজেই প্রবেশ করতে পারে? ওয়েবসাইটে এইসব প্রশ্ন করা হয়েছে। যদি আপনি এই শর্তগুলো পূরণ করতে সক্ষম, তা হলে আপনি এই পুরস্কারে ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করা বিভাগ “নাইজেরিয়ান ব্লগ অফ দ্যা ইয়ার” (নাইজেরিয়া বর্ষসেরা ব্লগ)-এর ক্ষেত্রে মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হচ্ছে,

বেডাজ্জেলেড ফটোগ্রাফি
বেলা নেইজা
ফেমে লোনঞ্জে
ইন মাই ড্রিম ইট ওয়াজ সিম্পলার
কেটিরাভুলা
মাইন হোয়াইটম্যান রাইটস
নাইজেরিয়ান কিউরিসিটি
দি টকহোলিক (হ্যারি)
টুনজি সারুমি
ভেরাসটিকালি লিভইন

বাকী ২৯টি বিভাগে মনোনয়ন প্রাপ্তদের দেখতে পাবেন এখানে

সাব সাহারান আফ্রিকা উচ্চহারে ইন্টারনেট ব্যবহার বা ব্লগিং কার্যক্রমের জন্য তেমন পরিচিত নয়- তবে এই অঞ্চলে এই সমস্ত বিষয়ে নাইজেরিয়া এই অঞ্চলে নেতৃত্ব প্রদান করছে, সেখানে ইন্টারনেটের ব্যবহারের হার ১১ শতাংশ (১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লক্ষ লোক ইন্টারনেট ব্যবহার করে), পুরো আফ্রিকা মহাদেশে এটি দ্বিতীয় সর্বোচ্চ, মিশরের পরে যার অবস্থান। নাইজেরিয়ার কম্পনশীল বা উত্তেজিত ব্লগিং সম্প্রদায় একটি কারণে ব্লগিং পুরস্কারের বিষয়ে সবকিছু টুকে নিয়েছে এবং এর মাধ্যমে তারা নাইজেরিয়ার সেরা কয়েকটি ব্লগ সম্বন্ধে ধারণা পাবে।

সোমবার থেকে ভোট প্রদান করা শুরু হয়েছে তা কেবল যে কয়টি বিভাগ রয়েছে তার অর্ধেকের ক্ষেত্রে পুরুস্কার প্রদানের জন্য। ব্লগ পুরস্কার দু'টি ভাগে বিভক্ত: গ্রুপ এ তে রয়েছে ঐতিহ্যবাহী পুরোনো সব বিভাগ, যেমন রাজনৈতিক ব্লগ, প্যারেন্টিং ব্লগ (পিতামাতার ব্লগ) ইত্যাদি। অন্যদিকে গ্রুপ বি মূলত মনোযোগ দেয় মজার যত বিভাগের উপর (গত বছর পুরস্কারের মধ্যে অর্ন্তভুক্ত ছিল “বল কি?!-সবচেয়ে বিভ্রান্তিকর ব্লগার” (সে হোয়াট?! মোস্ট কনভিউজিং ব্লগার) এবং ব্লগসভিলের যাদুকর/ অদৃশ্য করে ফেলার যত কাণ্ডকারখানা ব্লগ- কোন ধরনের ব্যাখ্যা ছাড়াই লম্বা সময় ধরে এটি অদৃশ্য”)।

২০১০-এর পুরস্কারের আয়োজক ছিল গুড নেইজা গার্ল, এ ব্যাপারে তাকে সাহায্য করেছে হ্যাপিবিবিবি, টিনুয়া এডেওলা এবং স্টিং (২০০৯-সালের পুরস্কারে আয়োজক)। গুড নেইজা গার্ল বলছে যে সে এই সম্প্রদায়ের মধ্যে আরো বিস্তৃতভাবে অংশগ্রহণের আশা করছে, সে এই পুরস্কারকে নাইজেরিয়ার ব্লগার ও যে সমস্ত ব্লগার নাইজেরিয়ার উপর মনোযোগ প্রদান করে তাদের মধ্যে সংযোগ স্থাপনের এক উত্তম কেন্দ্র হিসেবে তৈরি করছে।

গ্রুপ এ-এর জন্য ভোট প্রদান করার সময় ৩১ মে সোমবার থেকে ৬ জুন রোববার পর্যন্ত। ৭ জুন তারিখে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। গ্রুপ বি-এর মনোনয়ন জুনের মাঝামাঝি পর্যন্ত চলবে।

আপনার ভোটটি প্রদান করুনসময়সূচি যাচাই করুন অথবা টুইটারে পুরস্কার বিষয়ে জানুন এখানে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .