- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পুয়ের্টো রিকো: বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অনলাইন ভিডিও মারফত দেখা গেছে

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা, পুয়ের্টো রিকো (us), যুক্তরাষ্ট্র, ডিজিটাল অ্যাক্টিভিজম, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, যুবা, শিক্ষা
[1]

ছাত্রছাত্রীরা পুয়ের্টো রিকো পতাকা নাড়াচ্ছেন

পুয়ের্টো রিকো বিশ্ববিদ্যালয়ের বাজেট কমানোর বিরুদ্ধে [2] মাসব্যাপী বিক্ষোভ এখনও চলছে জোড়ালো ভাবে। আর যেসব ছাত্র রিও পেদ্রাস ক্যাম্পাসের ভিতরে আছেন তারা অনলাইন ভিডিও ও অন্যান্য সামাজিক মিডিয়ার মারফত এইসব তথ্য জানাচ্ছেন। ছাত্ররা মূল্য কমানোর পদক্ষেপের প্রতিবাদ করছেন [3] যেখানে শৈল্পিক আর ক্রীড়ার বৃত্তির সংখ্যা কমিয়ে দেয়া হবে, আর তার সাথে সেইসব ছাত্রের জন্য বৃত্তিও যারা পড়ালেখায় খুব ভালো করেন। যার ফলে যারা কম আয়ের পরিবার থেকে এসেছেন তারা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবেন।

এই ছাত্র প্রতিবাদ আলাদা হয়েছে ব্লগ আর সামাজিক মিডিয়াকে যোগাযোগের হাতিয়ার হিসাবে উদ্ভাবনী শক্তির মাধ্যমে বিস্তারিতভাবে ব্যবহারের কারনে [4]। এক মাস পুরানো এই ধর্মঘট সম্পর্কে জানাতে ছাত্র, সমর্থক আর এর বিপক্ষে যারা তারা ব্লগ, টুইটার আর ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, ইন্টারনেট নির্ভর রেডিও স্টেশনে প্রচার হয়েছে আর ছাত্রদের ধর্মঘট সংশ্লিষ্ট ছোট ভিডিও ছাড়া হয়েছে। এভাবে ধর্মঘটের সংবাদ দেয়ার ব্যাপারে বিকল্প ডিজিটাল মিডিয়া বিশেষ ভূমিকা পালন করেছে। ছাত্র আর অন্যান্য দল, স্থান পেয়েছেন তাদের দৃষ্টিকোণ, চিন্তা আর মতামত জানাবার জন্য তাদের সাথে কি হচ্ছে সেটা জানানোর ব্যাপারে মূলধারার মিডিয়ার উপরে নির্ভর করে না থেকে।

কিছু নাগরিক ভিডিও জানাচ্ছে যে পুয়ের্টো রিকো বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি ঘটছে। যেমন নোয়েলিয়া গঞ্জালেজের [5] এই ভিডিও দেখাচ্ছে বাইরে বিক্ষোভকারীদের সমর্থকরা খাদ্য আর পানীয় একত্র করছেন ভেতরে ছাত্রদের দেয়ার জন্য। ছাত্ররা আমাদের ভেতরে ঘুরে দেখান যেখানে দেখা যায় অস্থায়ী গোসলের স্থান, ধোয়ার জায়গা আর কিভাবে তারা ভিতরকে ময়লা থেকে পরিষ্কার রেখেছেন। বাইরে সমর্থন জোরদার, যা ভক্স পপ সাক্ষাতকার গ্রহণকারীরা জানিয়েছেন: এই বিক্ষোভ শিক্ষনীয় একটা ক্ষন আর ছাত্ররা তাদের অধিকারের জন্য লড়ছেন।

পরের এই ভিডিও [6] দেখাচ্ছে আমেরিকা থেকেও কিভাবে সমর্থন আসছে। মানুষ পুয়ের্টো রিকোর ছাত্রদের সমর্থনে নিউ ইয়র্কে মিছিল করেছেন ব্যানার আর চিহ্ন নিয়ে:

যারা বিক্ষোভ করছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পরের ভিডিওটি তৈরি করেছেন রেমন্ড ও ব্রায়ান [7]। সাধারণ এই বার্তা: ১ বিশ্ববিদ্যালয়: ১ মানুষ – এছাড়া অন্য কোন গল্প বলার প্রযোজন নেই। তার বদলে শৈল্পিক মিছিল, প্যারেড, ছাত্র আর প্রাক্তন ছাত্রছাত্রীরা গান আর নাচ করছেন যে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তারা চিন্তা করেন তার প্রতি সমর্থন জানিয়ে।

কার্লোস মার্সিয়াল [7] তার ‌উৎসর্গের ভিডিও যোগ করেছেন আর নেটে সেটা পোস্ট করেছেন। ভিডিওতে, কিছু কাগজ আর লেখা দেখা যাচ্ছে আর তাতে লেখা আছে: ”অসুবিধার জন্য দু:খিত, আমরা জনসাধারণের একটা বিশ্ববিদ্যালয় নির্মান করছি।“

ফিরুজে শুকু ভাল্লের [8] সহযোগীতা নিয়ে লেখা