- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

হান্গেরী: বন্যার উপর তৈরি করা ব্লগারদের ছবি ও ভিডিও সংবাদ

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, হাঙ্গেরি, আন্তর্জাতিক সম্পর্ক, ডিজিটাল অ্যাক্টিভিজম, দুর্যোগ, নাগরিক মাধ্যম, পরিবেশ, সরকার

গত সপ্তাহে মধ্য ও পূর্ব ইউরোপে যে বন্যা শুরু হয়েছে তা এখনো শেষ হয়নি। হান্গেরীর এক সংবাদ সংস্থা এমটিআই, তারা এক সংবাদে জানায় [1] যে, ১৫ মে তারিখে নদীর তীর জুড়ে ৯৩০ কিলোমিটার পর্যন্ত সাময়িক বাঁধ রক্ষার ব্যবস্থা করা হয়, এর জন্য ৩.৬ মিলিয়ন বালুর বস্তা ব্যবহার করা হয় এবং এর জন্য দেশটি ইউরোপীয় ইউনিয়ন-এর কাছে ইইউ গণ নিরাপত্তা পদ্ধতি (ইইউ সিভিল প্রটেকশন মেকনিজম) নামক সাহায্যের আবেদন জানিয়েছে। অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানী এবং নেদারল্যান্ড, হান্গেরীকে ২.১২ মিলিয়ান বালুর বস্তা প্রদান করার অঙ্গীকার করেছে।

ব্লগাররা তাদের বাড়ির চারপাশ থেকে বন্যায় আক্রান্ত এলাকার ছবি তুলেছে। এদের একজন সিজিকসোজো শহরের বেজসফ্টসিজিকসোজো [2] উত্তর হান্গেরীর একটি শহর। বেজসফ্ট তার ব্লগে [3] (হান্গেরী ভাষায়) একটি মন্তব্যে [4] লিখেছে (হান্গেরীয় ভাষায়) যা এই সমস্ত ছবি সবচেয়ে খারাপ পরিস্থিতি প্রদর্শন করছে না কারণ এরপর সেই সমস্ত ব্লগারদের আর ছবি তোলার মত পরিস্থিতি ছিল না।

[5]

ছবি বেজসফ্টের সৌজন্যে

জাসল্ট সেজেনটিরমাই একই ঘটনার উপর ধারাবাহিকভাবে বেশ কিছু ছবি [6] প্রকাশ পোস্ট করেছে যা সাটোরালজাউজেলির [7] বন্যার উপর তোলা। এই এলাকাটিও উত্তর হান্গেরীতে অবস্থিত। এটি স্লোভাক সীমান্তের কাছের এক এলাকা।

হেরেড [8] (হান্গেরীয়) থেকে এইচএল তিনটি লেখা পোস্ট করেছে (হান্গেরীয় ভাষায়, এখানে [9], এখানে [10] এবং এখানে [11]) যেগুলোতে তিনি বন্যার ছবি ও বন্যা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কাজ করা হয়েছে তার ছবি যুক্ত করেছেন।

এই লেখায় ছবি এবং স্বল্প দৈর্ঘ্য ভিডিও প্রদর্শন করা হয়েছে, এর প্রথম খণ্ডে এমন এক অংশ রয়েছে যাকে ট্রান্সদানিয়ুব [12] বলে অভিহিত করা হয়, এবং দেশটির উত্তরে যে সমস্ত পাহাড় রয়েছে সেখানে ২০ থেকে ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছিল। কোন কোন এলাকায় ৮৬ মিলিমিটার বৃষ্টি পড়েছে। এই সমস্ত সংক্ষিপ্ত ভিডিওতে দেশটির সেই সমস্ত এলাকাকে তুলে ধরা হয় যেগুলো এই বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। বনাটাবাস [13], যিনি এই ভিডিও দৃশ্য ধারণ করেছেন, তিনি এর সাথে এবং কিছু ছবির ক্ষেত্রে বর্ণনা যুক্ত করেছেন, যারা এই ভিডিওটি দেখেছে তারা যেখানে থাকুক না কেন, যেন এই বিষয়ে সাহায্য করতে এগিয়ে আসে।