- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

দক্ষিণ আফ্রিকা: জুলিয়াস মালেমা চুম্বন করতে এবং ঝগড়া মিটিয়ে নিতে চায়!

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, জাতি-বর্ণ, নাগরিক মাধ্যম, যুবা, রাজনীতি

এএনসির যুব সংঘের (আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইয়োথ লীগ বা এএনসিওয়াইএল) সভাপতি জুলিয়াস মালেমা [1] তাকে নিয়ে বিতর্কের [2] সাথে একেবারে অপরিচিত [3] নন। বাস্তবতা হচ্ছে, অনেকে এই বিষয়ে যুক্তি প্রদান করে যে এর মাধ্যমেই তিনি সমৃদ্ধি লাভ করেছেন। অনেকে তাকে দারিদ্র্য দক্ষিণ আফ্রিকার কণ্ঠস্বর হিসেবে স্বীকার করে নেয়। অন্যদের কাছে তিনি কৃষ্ণাঙ্গ সমাজের অর্থনৈতিক ব্যর্থতার ব্যক্তিকরণের প্রতীক এবং অনেকের কাছে তিনি সেই ব্যক্তি যিনি দক্ষিণ আফ্রিকাকে পাল্টে জিম্বাবুয়েতে পরিণত করতে যাচ্ছেন। জুলিয়াস যারই প্রতিনিধিত্ব করুক না কেন, একটি বাস্তবতা থেকেই যায়, তা হচ্ছে তিনি প্রভাব বিস্তার করতে পারেন! যখনই জুলিয়াস মালেমা কোন কথা বলেন বা কাজ করেন -প্রচার মাধ্যমে (মূলধারা বা অন্য কোন মাধ্যমেও) তা যেন অগ্ন্যুৎপাত ঘটায়।

[4]

মে মাসের ১৯ তারিখও এ ক্ষেত্রে আলাদা কিছু ছিল না। এএনসির (আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস) শৃঙ্খলা রক্ষা কমিটির এক শুনানীর হাত থেকে বেঁচে যাবার পর, তাকে জোর করে জাতির কাছে ক্ষমতা চাইতে [5] এবং রাগ ব্যবস্থাপনা শিক্ষা গ্রহণ [6] (এংগার ম্যানেজমেন্ট ক্লাস) করতে বাধ্য করা হয়। এরপর জুলিয়াস মালেমা যেন এক নতুন ব্যক্তিতে রূপান্তরিত হন। যেদিন জুলিয়াস, কাওয়াজুলু নাটালে অনুষ্ঠিত এএনসিওয়াইএল এর সম্মেলনে উপস্থিত হন এবং তার নিজস্ব বিশেষ গান “বোয়েরদের গুলি কর”-এর বদলে গেয়ে উঠেন [7] “বোয়েরদের চুম্বন কর” কথাটি। “বোয়েরদের গুলি কর” গানটি সাউথ গুয়েটাং-এর হাইকোর্ট নিষিদ্ধ ঘোষণা করেছে [8]। সম্মেলনে উপস্থিত অংশগ্রহণকারীরা গানটি গায় যখন মালেমা মঞ্চে নাচতে থাকে, এবং বারবার গানের এই কলিটি “বোয়েরদের চুম্বন কর” উচ্চারণ করতে থাকে।

এই ঘটনার পর আমি ব্লগস্ফিয়ার ও টুইটারস্ফিয়ারের উপর সতর্ক দৃষ্টি রেখেছিলাম এবং বলাই বাহুল্য এগুলো আমাকে হতাশ করেনি।

এক্সিলেন্সকাশি জিজ্ঞেস করেছে [9],

জুলিয়াস মালেমা এখন গান গাইছে বোয়েরদের চুম্বন কর, চাষিদের চুম্বন কর…. যে এখানে বোকার মত আচরণ করছে…?

আলেক্স ক্লুজম্যানের [10] অন্য আরেকটি প্রশ্ন রয়েছে:

কাওয়াজুলু নাটাল প্রদেশের এএনসিওয়াইএল-এর সম্মেলনে জুলিয়াস মালেমা উচ্চস্বরে গান গেয়েছেন “বোয়েরদের চুম্বন কর”। রাগ দমন ব্যবস্থাপনা শিক্ষা কি আপনাকে কি এটাই শিখিয়েছে?

টোকিওগ্রুভিব্যান্ড জুলিয়াসের নতুন গানকে এক ইতিবাচক দৃষ্টিতে দেখছে [11]:

জুলিয়াস মালেমা আপনার মঙ্গল হোক, “বোয়েরদের চুম্বন কর”।

এই বিষয়টির ব্যাঙ্গাত্মক দিক হাইবোর [12] কাছে হারিয়ে যায় নি, যে এই বিষয়ে আমোদ লাভ করেছে:

যখনই জুলিয়াস মালেমা গেয়ে ওঠে “বোয়েরদের চুম্বন কর, কৃষকদের চুম্বন কর”, তারপরের দিন দক্ষিণ আফ্রিকার অতি শক্তিশালী কৃষক পুরুষদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, যারা বলে যে জুলিয়াস মালেমার চুম্বন এবং আদর, মৃত্যুর চেয়ে খারাপ।

“খুন আসলে খুন, কিন্তু উভয়কামী ব্যক্তিরা (মফিস-হেটরোসেক্সুয়াল) শয়তানের হাতে তৈরি জিনিষ” এক মুখপাত্র বলেন, তিনি কৃষকদের অনুরোধ করছেন, তারা যেন তাদের জিহবার নীচে বিষাক্ত সায়ানাইড-এর বড়ি রাখে, “যদি মালেমা আমাদের চুম্বন করার চেষ্টা করে” সে কারণে।

এএনসি তরুণ সংঘের সভাপতি দৃশ্যত যখন সংবাদের শিরোনাম থেকে হারিয়ে যাবার উপক্রম এবং তার নিজস্ব সংগঠন ও সম্প্রসারণশীল প্যান্টের (ইলাস্টিক ট্রাউজার) থেকে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, তখন সে প্রচণ্ড মরিয়া হয়ে উঠেছে।

জুলিয়াস মালেমার উদ্দেশ্য হয়ত প্রশ্নবিদ্ধ কিন্তু খায়াড লাংগা [13] এর সেরা অংশের সারমর্ম তৈরি করেছে:

আমি সত্যিই মনে করি না প্রাক্তন সভাপতিদের চেয়ে আপনি বেশি বা কম ক্ষুব্ধ। একমাত্র যে পার্থক্য রয়ে গেছে তা হল তারা এক ভিন্ন সময়ে বাস করত, তাৎক্ষনিক সংবাদ প্রদান- ইন্টারনেট, ফেসবুক এবং টুইটারের পূর্বের এক যুগে। এখনকার সংবাদ তৎক্ষণাৎ তৈরি করা কফির চেয়েও তাৎক্ষণিকভাবে তৈরি হয়।

সবশেষ বিষয়, জুলিয়াস মালেমার ব্যাপারে গুগল কি ভাবে [14]?