- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সংযুক্ত আরব আমিরাত: একটি উটের সামনে পড়া

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., স. আরব আমিরাত, নাগরিক মাধ্যম, পরিবেশ

যদি আপনি কাউকে বলে থাকেন যে, আপনি আরব উপসাগর এলাকায় বাস করেন, তাহলে তাদের মাথায় দুটি বিষয় আসবে- তেল এবং উট। নোরা নাসরাল্লাহ নামক ভদ্রমহিলা পারপেলন্যানোনামে টুইট করেন, তিনি আজ সংযুক্ত আরব আমিরাতে একটি উটের সামনে পড়ার ঘটনা ধারাবাহিক কিছু টুইটারের মাধ্যমে বর্ণনা করেছেন:

তার প্রথম [1] টুইটে, তিনি বলছেন:

হাহা! আমরা সকলেই আমিরাতের রাস্তায় থামলাম #রাক, আমাদের থামলো পুলিশ, কারণ রাস্তার পাশে একটি উট হাঁটছিল: 😀

এই ঘটনাকে অনুসরণ করে লেখা পরের টুইটে [2] এই উদ্ভ্রান্ত ও সম্ভবত হারিয়ে যাওয়া উট সম্বন্ধে আরো সংবাদ রয়েছে:

বেচারা উট!! রাস্তার পাশে সে হাঁটছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে ভীত :S

এবং অবশেষে পুলিশ আজকের দিনটিকে উদ্ধার করল [3] এবং উটটাকে রক্ষা করল:

হাহা, উটটাকে সফল ভাবে রাস্তার অপর পার্শ্বে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। সাবাস পুলিশের দল! এইচটিটিপি:টুইটফটো.কম/২৪০১৪২১৬


টু্ইটপিকে, পারপেলন্যানো নীচের [4] এই ছবিটি পোস্ট করেছে:

[5]

পুলিশ উটটাকে উদ্ধার করল

আমি মনে করি, একটা উটের জন্য এটা একটা সুখি পরিসমাপ্তি।