মাদাগাস্কার: সেনাবাহিনী আর ভিন্নমতাবলম্বী পুলিশ ইউনিটের মধ্যে সংঘর্ষ

গত ২০শে, ২০১০ তারিখে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে এক ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ হয়েছে দুটি পরস্পরবিরোধী সেনাবাহিনীর দলের মধ্যে। চলতে থাকা রাজনৈতিক সংঘর্ষ আবার শুরু হয়েছে এবং স্থানীয় রেড ক্রসের রিপোর্ট অনুসারে অন্তত তিনজন আহত হয়েছেন এই গোলযোগে। এফআইজিএন নমে পুলিশের একটা বিছিন্ন অংশের (Forces d'Intervention de la Gendarmerie Nationale: FIGN ) সমর্থনে শত শত জনতা একত্র হলে তাদেরকে ঘিরে ছিল এমো-রেগ নামে সেনাবাহিনীর একটা ইউনিট (état-major mixte opérationnel régional: Emmo-Reg), আর এরপরে গোলাগুলি বিনিময় হয়। এফআইজিএন এর নেতা কর্নেল রেমন্ড আন্দ্রিয়ানজাফি ব্যাখ্যা করেছেন যে আন্দ্রাইনারিভো-মাউসলিতে জনসাধারণের একত্র হওয়ার কারণ বর্তমান অবস্থা নিয়ে তাদের অসন্তোষ প্রকাশের জন্য আর এই পরিস্থিতির একটা সমাধান খোঁজার জন্য। এফআইজিএন সেখানে উপস্থিত ছিল সমবেতদের নিগ্রহিত হওয়া থেকে বাঁচাতে।

strong>সর্বশেষ: মাদাগাস্কার ট্রিবিউন জানাচ্ছে যে বন্দক যুদ্ধ থেকে অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ধর্মযাজক রিভো আরিসন রানাইভো ছিলেন যেটা প্রোটেস্টেন্ট চার্চের একটি বার্তা জানিয়েছে

স্থানীয় একটা রেডিও স্টেশন মে মাসের ১৭ তারিখে সেনাবাহিনীর বিশেষ একটা ইউনিট দ্বারা আক্রান্ত হওয়ার কয়েক দিন পরে এই সংঘর্ষ হল যখন বিরোধী দলের নেতা অ্যাম্ব্রোইজ রাভোনিসন আর একজন অতিথি হ্যারিসন রাজাফিন্দ্রাকতো সরাসরি সাক্ষাতকার দিচ্ছিলেন

মাদাগাস্কারের ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা সকালে এই বন্দুক যুদ্ধের কথা প্রথমে জানান:

আন্তানানারিভো থেকে পিয়ের মাউরি টুইট করেছেন যে সকাল ৯:৪২ মিনিটে বন্দুকের গুলির আওয়াজ শুরু হয় জোরালোভাবে আর তা প্রায় ৪৫ মিনিট ধরে চলে।

ইনভেস্টগ্যাসি জানিয়েছেন যে তিনটি সেনাবাহিনীর ট্রাককে মিটিং স্থলে আসতে দেখা গেছে আর শহরতলীর কয়েকটি দোকান বন্ধ ছিল।

জেন্টিলিসা, যিনি এই সমাবেশে ছিলেন, এই লেখা স্থানীয় সময় সকাল ১১ টায় পোস্ট করেছেন:

Tsy tafiditra Mausolée intsony ny olona saiky hankao taorian'ny fanafihana teo. Manohy ny hira sy ny vavaka izay efa tafiditra Mausolée

মুখোমুখি হওয়ার পরে মানুষ আর মাউসোলিতে ধুক্তে পারছে না। যারা ভিতরে আছেন তারা গান আর প্রার্থনা আবার শুরু করেছেন।

রাঞ্জাক্রাইস, যিনি ওই স্থানে ছিলেন, নিশ্চিত করেছেন যে দলীয় প্রার্থনা চলছিল যখন সংঘর্ষ হয়। তিনি আরো জানিয়েছেন যে একজন ধর্মযাজককে পরে গ্রেপ্তার করা হয়

জেনেভায় বসবাসকারী একজন ব্লগার তোমাভানা, বিভিন্ন সামাজিক মিডিয়া প্লাটফর্মে দেয়া স্থানীয় ব্লগারদের আপডেট তুলে ধরেছেন আর একত্র করেছেন ঘটনার কালানুক্রমিক ধারা যা টুইটারকারীরা বিভিন্ন সময়ে জানিয়েছেন:

মাদাগাস্কার থেকে টুইটার বার্তার আর্কাইভ

মাদাগাস্কার থেকে টুইটার বার্তার আর্কাইভ

মাদাগাস্কার বিষয়ে টুইটার আপডেট:

টুইটারকারী তোমাভানা, সেমগানেগি আর ডটএমজি মানুষকে অনুরোধ করছেন বিভিন্ন রেডিও আর টুইটার আপডেটে যে অনেক তথ্য শোনা যাচ্ছে তা সাবধানে গ্রহন করা উচিত। এদের মধ্যে অনেক কয়েকটা ভুল বা প্রচারণা হিসাবে প্রমাণিত হয়েছে। তারা হ্যাশট্যাগ #এফভিটিএম (ভুল তথ্য দেয়ার সংক্ষেপিত রুপ) গঠন করেছেন টুইটারে ভুল তথ্য তুলে ধরার জন্য।

পরিস্থিতি এখনও পরিবর্তনশীল আর এখানে আমরা সর্বশেষ জানাব যখন আরো সংবাদ নিশ্চিত করা হবে।

এখানে পাওয়া যাবে সেইসমস্ত টুইটার আপডেট যেখানে #মাদাগাস্কার শব্দটি উল্লেখিত আছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .