গ্লোবাল ভয়েসেস ‘ইকো মস্কভি’র সাথে অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করেছে

ইকো মস্কভিইকো মস্কভির সাথে গ্লোবাল ভয়েসেসের অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের ঘোষণায় আমরা আনন্দিত। ইকো মস্কভি রাশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আর সম্মানিত রেডিও স্টেশন যাদের বিশ্বব্যাপী লাখো শ্রোতা আছে। সঠিক কারনেই এই রেডিও স্টেশনকে রাশিয়ার সব থেকে প্রভাবশালী রেডিও ভাবা হয়।

‘ইকো মস্কভি’ রেডিও দারুন কাজ করছে রাশিয়ান সমাজের বিভিন্ন জিনিষ তুলে ধরে আর এটি দেশের ও বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে নিজস্ব মতমত প্রকাশ করে থাকে। ‘ইকো মস্কভির’ বেশীরভাগ অনুষ্ঠান বিশ্লেষণধর্মী আর টক শো। রাশিয়ার খুব কম কয়েকটা মিডিয়া কেন্দ্রের মধ্যে এটি একটি যারা সাংবাদিকতায় উচ্চ মান মেনে চলছে। অনেকে ‘ইকো মস্কভি’কে বিরোধী দলীয় রেডিও মনে করে, কিন্তু এর প্রধান সম্পাদক আলেক্সেই ভেনেডিক্টভ বলেছেন, এটা ‘তথ্য মূলক রেডিও’ যেটি বিভিন্ন গোত্রের মধ্যে আলোচনার প্লাটফর্ম হিসাবে কাজ করে আর এখানে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রের বিশ্লেষণ, মতামত ও ধারণা প্রদান করা হয়।

‘ইকো মস্কভির’ আর একটা দারুন ব্যপার হল এটি কার্যকরভাবে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ব্যবহার করছে শ্রোতার সংখ্যা বৃদ্ধির জন্য আর সবসময়ে পরিবর্তিত হতে থাকা বিশ্ব সাংবাদিকতার সাথে তাল মেলানোর জন্যে। এদের রাশিয়ান ব্লগারদের একটি বিশাল প্লাটফর্ম আছে যা তাদের ওয়েবসাইটে তুলে ধরা হয় যেখানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ বিভিন্ন গল্প প্রকাশ করে।

এই জন্য আমরা সব থেকে পেশাজীবি রাশিয়ান সাংবাদিকদের আর বিশিষ্ট নেটনাগরিকদের সাথে কাজ করার ব্যাপারে এত উৎসাহী। রাশিয়ার অনলাইন কমিউনিটি থেকে আরো দৃষ্টিভঙ্গী বিশ্ব শ্রোতাদের জন্য তুলে ধরা আর এর বদলে রুশভাষীদের কাছে গ্লোবাল ভয়েসেসকে আরো গ্রহণযোগ্য করে তোলা – ব্যাপারটি লোভনীয়।

‘ইকো মস্কভি’ এরই মধ্যে গ্লোবাল ভয়েসেস কে নিবেদন করে আলাদা ওয়েব পাতা শুরু করেছে। গ্লোবাল ভয়েসেসের রুশ লিঙ্গুয়া দল এই সব প্রতিবেদন প্রথমে অনুবাদ করবেন যা পরে ‘ইকো মস্কভি’র ওয়েবসাইটে প্রকাশিত হবে। এর ফলে গ্লোবাল ভয়েসেসের গল্প রুশ পাঠকদের কাছে বেশী পৌঁছাবে। একই সাথে, গ্লোবাল ভয়েসেস ‘ইকো মস্কভি’র জমা দেয়া গল্প থেকে বাছাই করবে, সেগুলোকে ইংরেজীতে ভাষান্তর করবে আর সেগুলো গ্লোবাল ভয়েসেসের ওয়েবসাইটে বের হবে। এর ফলে রাশিয়ান অনলাইন গোত্র আন্তর্জাতিক শ্রোতাদের কাছে আসবে।

আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা কঠোর পরিশ্রম করেছেন উভয় দিক থেকে এই কাজকে সম্ভবপর করার জন্য। আমরা ‘ইকো মস্কভি’র সম্পাদক এলেক্সই ভেনেডিক্টভ, আর রেডিও সহ সম্পাদক নার্গিজ আসাদোভার প্রতি কৃতজ্ঞ নতুন এই সুযোগ বাস্তবায়নের ক্ষেত্রে উন্মুক্ত থাকার জন্য। আমাদের নিজেদের গ্রেগরি আসমালোভকে ধন্যবাদ যিনি এই প্রকল্প শুরু করেন আর মস্কোতে গিয়ে ‘ইকো মস্কভি’র প্রতিনিধিদের সাথে দেখা করেন এই চুক্তির ব্যাপারে আলোচনার জন্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .