- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

প্রাণদণ্ডের বিরুদ্ধে ইরানী কুর্দিস্তানের শহরগুলোতে ধর্মঘট পালন

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, প্রতিবাদ, মানবাধিকার, রাজনীতি, সরকার

১৩ মে, বৃহস্পতিবার ইরানের কুর্দিস্তান ও অন্যান্য প্রদেশে জীবনযাত্রা থমকে যায়, ধর্মঘটের কারণে সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান বন্ধ থাকে। ৯ মে, ২০১০-এ ফারজাদ কামানগার, আলি হেইদারিয়ান, ফরহাদ ওয়াকিন এবং শিরিন আলম হলি নামক চার কুর্দি বন্দির প্রাণদণ্ড [1] কার্যকর করার প্রতিবাদে এই ধর্মঘট পালন করা হয়। বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে [2], ইরান সরকার অভিযুক্তদের উপর অত্যাচার করে তাদের কাছ থেকে এই স্বীকারোক্তি আদায় করে যে, তারা সন্ত্রাসবাদী সংগঠনের সাথে জড়িত ছিল।

যেখানে ইরান ভিত্তিক প্রচার মাধ্যম কুর্দিস্তানের কোন সংবাদ প্রদান করেনি, সেখানে কুর্দিস্তানের নাগরিকরা এই বিষয়ের উপর তথ্য সরবরাহ করেছে, ধর্মঘটে বন্ধ থাকা শহরগুলোর ছবি এবং ভিডিও দৃশ্য ধারণের মধ্যে দিয়ে।

এই হচ্ছে সানানডাজ [3]। ইরানী কুর্দিস্তানের কেন্দ্রীয় শহর, বৃহস্পতিবার এই চলচ্চিত্র তোলা হয়েছে:

সামান রাসুলপোর ধর্মঘটের দিনে সাননাডাজ শহরের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে [4]:

[5]

এখানে আমরা দেখতে পাচ্ছি [6] আরেকটি কুর্দি শহর মেহাবাদ [7]-এর দোকানপাট বন্ধ রয়েছে।

হাভাইয়ে তাজহে এই ঘটনার উপর লিখেছেন [8][ফারসী ভাষায়], তিনি তার লেখায় বলছেন:

এই ধর্মঘট কুর্দিস্তানের শহরগুলোকে অচল করে দেয়। শীঘ্রই আরো ১২ জন কুর্দি বন্দি প্রাণদণ্ডের মত ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে। কোন আইনজীবী পাওয়ার তাদের কোন অধিকার নেই এবং আমরাই তাদের একমাত্র আশা।

দোলতামেলি এর সাথে যোগ করেছেন [9] যে, বৃহস্পতিবার কুর্দিস্তানের ইতিহাসে আরেকটি সাহসী দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।