সৌদি আরব: বৃষ্টি নিয়ে লেখা

সৌদি আরবের নাগরিক মিডিয়া গোষ্ঠী সব কিছু থামিয়ে দিয়ে রিয়াদের লাগাতার বৃষ্টির কথা তুলে ধরেছেন।

টুইটার আর ইউটিউবে বৃষ্টি নিয়ে রিপোর্টিং এর ব্যাপারটি তুলে ধরার জন্য কয়েক ঘন্টার মধ্যে একটি বিশেষ ব্লগ স্থাপন করা হয়, যেখানে টুইটারের বার্তা আর ভিডিও শেয়ার করার সাইট ইউটিউব থেকে ভিডিও সন্নিবেশিত হচ্ছে। এই ব্লগের নাম দেয়া হয়েছে রিয়াদে বৃষ্টি বিপর্যয়

এস১২৩এসএসএ এর তোলা এই ভিডিওটি ডুবে যাওয়া রাস্তা আর বন্যার মধ্য দিয়ে গাড়ি যাওয়া দেখাচ্ছে, আর পাশে দাঁড়িয়ে মানুষ এইসব সাহসী চালকদের বাহবা দিচ্ছেন:

মানুষ বৃষ্টির ফলে সৃষ্ট ‘লেকের’ মধ্য দিয়ে সাঁতার কেটে যাচ্ছেন এটাও দেখা যাচ্ছে।

হামোদহামাদ বৃষ্টি আর বন্যার দৃশ্য ধারণ করেছেন :

এই ভিডিওতে ‘ নদীর’ ভিতর দিয়ে গাড়ি যাওয়া আর আটকে পড়া বেশ কিছু গাড়ি দেখা যাচ্ছে, যা এই প্রক্রিয়া থেকে ঠিকমত বের হতে পারেনি। একটি দৃশ্যে, পানির মধ্যে থেকে একটা ট্রাক জোরে চলে যাচ্ছে, একটা ল্যান্ড ক্রুজারকে পিছনে ফেলার চেষ্টায়।

এফএলভি.২ এর এই ভিডিও পানিতে ডোবা এলাকা দেখাচ্ছে:

আরো ভিডিওর জন্য, উপরে উল্লেখিত ব্লগটি দেখুন।

সৌদি জিনস ব্লগের লেখক আহমেদ আল ওমরান বেশ কিছু দারুন ভিডিও আপলোড করেছেন যাতে ঝড়ের ফলে সৃষ্ট বিস্তৃত ক্ষতি আর বন্যা দেখা যাচ্ছে।

এর মধ্যে এসএসএসইউইউইউডাব্লুডাব্লুডাব্লু এর তোলা এই ভিডিও আছে যেখানে ডুবে যাওয়া বাস থেকে ছাত্রদের উদ্ধারের দৃশ্য আছে।

আল ওমরান লিখেছেন:

এই মুহূর্তে রাজধানী রিয়াদে জোরে বৃষ্টি হচ্ছে, আর পরিস্থিতি খারাপ মনে হচ্ছে। আমি যা দেখতে পাচ্ছি, এটা জেদ্দার বন্যার ভয়াবহতা মনে করিয়ে দেয়া। মানুষ শহরের চারিদিকে সড়কে আটকিয়ে পড়েছে, বিশেষ করে উত্তর আর পূর্বে। বড় বড় রাস্তা বন্ধ হয়ে গেছে। অন্তত একজন মারা গেছেন। সিভিল ডিফেন্স আর স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। টুইটারে এই সংবাদ জানা যাবে হ্যাশট্যাগ #রিয়াদরেইন ব্যবহার করে। আপনারা রিয়াদরেইন.কম ও ব্যবহার করতে পারেন, যা টুইটার থেকে এ নিয়ে বার্তাগুলো দেখাচ্ছে। রিয়াদের মানুষকে বাড়ি থাকার পরামর্শ দেয়া হচ্ছে যেহেতু জোর বৃষ্টি চলতে থাকবে।

গ্লোবাল ভয়েসেস অনলাইনে এ নিয়ে আরো সংবাদ:

সৌদি আরব: যখন রিয়াদে বৃষ্টি হয়, তখন তা ঝমঝমিয়ে হয়

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .