- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস-এর লেখকদের জনসংখ্যাতাত্ত্বিক মানচিত্র ২০১০

বিষয়বস্তু: ঘোষণা, ব্লগার প্রোফাইল

Author iconগ্লোবাল ভয়েসেস এর লেখক কারা, তারা কি করেন, এবং গ্লোবাল ভয়েসেস-এর ভবিষ্যৎ, সাংবাদিকতা এবং নাগরিক প্রচার মাধ্যম সম্বন্ধে তাদের ধারণা কি? ধারাবাহিক এক লেখায় আমরা ২০১০ সালে গ্লোবাল ভয়েসেস পরিচালিত এক জরিপের ফলাফল আপনাদের জানাচ্ছি। নাম প্রদান না করেই ১১৬ জন এপ্রিলে অনুষ্ঠিত এই জরিপে অংশ নেয়। এদের মধ্যে শতকরা ৮৭ শতাংশ নাগরিক নিজেদের সক্রিয় লেখক হিসেবে চিহ্নিত করেছেন (যাদের অন্তত তিন মাসে একটা পোস্ট প্রকাশিত হয়), বাকী ১৩ শতাংশ ব্যক্তি বর্তমানে এখানে নিজেদের নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করেছেন।

এই পোস্ট গ্লোবাল ভয়েসেস-এর মূল জনসংখ্যার চেহারা কি রকম তা আমাদের সামনে তুলে ধরে। এটা একটা বিস্ময় হিসেবে আমাদের সামনে দেখা দেয়, যখন আমরা দেখি গ্লোবাল ভয়েসেস-এর সদস্যরা কত বৈচিত্র্যময়। কতটা বৈচিত্র্যময়? নিচের লেখায় সেটাই পড়ুন।

বয়স

গ্লোবাল ভয়েসেস এর বাসিন্দাদের বেশিরভাগের বয়স ২৫-৪৪ বছরের মধ্যে (শতকরা ৭৫ শতাংশ)। এদের মধ্যে শতকরা ৫০ শতাংশ নাগরিকের বয়স ২৫-৩৪ বছর। এখানকার ২৫ শতাংশের বেশি বাসিন্দার বয়স ৩৪-৫৫ বছরের ঊর্ধ্বে। গ্লোবাল ভয়েসেস-এর তরুণ জনগোষ্ঠী যাদের বয়স ১৯-২৪ বছরের মধ্যে, তাদের সংখ্যা ১৫ শতাংশ। এখানকার প্রায় ১০ শতাংশ ব্যক্তির বয়স ৪৫ বছরের ঊর্ধ্বে।

How old are you

লিঙ্গ

লিঙ্গীয় বিষয়ে গ্লোবাল ভয়েসেস নিরপেক্ষভাবে তার সমতা বজায় রাখতে পেরেছে। এখানে নারী পুরুষের অনুপাত ৫০/৫০ শতাংশ।

What is your gender

পেশা

লেখকেরা স্বেচ্ছায় তাদের মূল্যবান সময় প্রদান করে গ্লোবাল ভয়েসেস-এ লিখে থাকে। অনেকে এখানে পুরোদস্তুর পেশাদার লেখক হিসেবে লিখে থাকে (৪০ শতাংশ)। প্রায় ৩০ শতাংশ ব্যক্তি এটিকে স্বাধীন কাজ (ফ্রিল্যান্স) বা নিজস্ব পেশা (সেল্প এমপ্লয়েড) হিসেবে বিবেচনা করে এখানে কাজ করছে, অন্যদের মধ্যে ১৫ শতাংশ ব্যক্তি নিজেদের ছাত্র হিসেবে পরিচয় প্রদান করেছে। এখানকার ক্ষুদ্র একটি অংশ একে খণ্ডকালীন চাকুরি হিসেবে বিবেচনা করছে (১০ শতাংশ), এবং অবশিষ্ট (৫ শতাশ) বেকার/ অবসর গ্রহণ করা ব্যক্তি।

বৈবাহিক অবস্থা

গ্লোবাল ভয়েসেস-এর অর্ধেক লেখক অবিবাহিত (প্রায় ৫০ শতাংশ) এদের প্রায় অর্ধেক (৪৫ শতাংশ) বিবাহিত বা এদের সঙ্গী বা সঙ্গিনী রয়েছে। এখানকার নাগরিকদের সামান্য অংশের বিবাহ বিচ্ছেদ ঘটেছে (৫ শতাংশ)।

What is your marital status

শিক্ষা

গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের লোকেরা উচ্চশিক্ষিত। প্রায় ৮৫ শতাংশের বেশি জন জানিয়েছেন যে তারা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করেছেন। এবং ৪০ শতাংশের বেশি ব্যক্তি স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। অনেকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ শিক্ষা লাভ করেছেন কিছুদিন বিশ্ববিদ্যালয় বা কলেজে কাটিয়ে, (১৫ শতাংশ ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু কোন ডিগ্রি অর্জন না করেই পড়ায় ইতি দেন)।

What is your level of education

আদিবাস

৬৫টি ভিন্ন দেশে জন্মগ্রহণকারী বাসিন্দারা এই জরিপে অংশ নিয়েছে এবং তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ।
আমেরিকার বাসিন্দা (৩৮ শতাংশ) (তথ্য: এদের মধ্যে যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাত্র ৮ শতাংশ)
পশ্চিম ইউরোপ (১৫ শতাংশ)
মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা (১১ শতাংশ)
পূর্ব এশিয়া (১০ শতাংশ)
দক্ষিণ এশিয়া (১০ শতাংশ)
সাব-সাহারান আফ্রিকা (৬ শতাংশ)
পূর্ব ও মধ্য ইউরোপ (৬ শতাংশ)
মধ্য এশিয়া ও ককেশাস (২ শতাংশ)
ওশেনিয়া অঞ্চল (১ শতাংশ)
গ্লোবাল ভয়েসেস-এর সম্প্রদায়ের লোকজন বৈচিত্র্যময় এবং বিশ্ব নাগরিক। এখানকার ২০ শতাংশ নাগরিক যে দেশে জন্মগ্রহণ করেছে, তাদের বাবা অথবা মায়ের মধ্যে একজন অন্তত অন্য দেশে জন্মগ্রহণ করেছে এবং ১৩ শতাংশ ব্যক্তি বলছে যে, তাদের অন্তত দু'টি ভিন্ন দেশের নাগরিকত্ব রয়েছে। জরিপে অংশ নেওয়া ৩০ শতাংশে ব্যক্তি জানাচ্ছে, তারা যে দেশে বাস করছে, তাদের জন্ম সে দেশে নয়।

বাসস্থান

৫৮ টি দেশের উপর ভিত্তি করে বর্তমান লেখকদের উপর জরিপ পরিচালিত করা হয়, যারা এখন বিভিন্ন মহাদেশে ছড়িয়ে রয়েছে।
আমেরিকা (৪২ শতাংশ) নাগরিকের বাস [বিশেষ তথ্য: মোট লেখকদের মাত্র ১৬ শতাংশ যুক্তরাষ্ট্রে বাস করে]
পশ্চিম ইউরোপ [১৭ শতাংশ]
পূর্ব এশিয়া [১১ শতাংশ]
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (৬ শতাংশ)
দক্ষিণ এশিয়া (৬ শতাংশ)
পূর্ব ও মধ্য ইউরোপ (৬ শতাংশ)
ওশেনিয়া (৩ শতাংশ)
মধ্য এশিয়া ও ককেশাস (১ শতাংশ)

জরিপে অংশ নেওয়া অর্ধেক ব্যক্তি জানাচ্ছে যে তারা কেবলমাত্র একটি দেশেই বাসবাস করে আসছেন। অন্যদিকে বাকীরা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দেশে বাস করছেন। গড় উত্তরদাতাদের অনেকই অন্তত দু'টি দেশে বাস করেছেন। উত্তরদাতাদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যারা ছয়, সাত, এমনকি আটটি দেশে বাস করেছেন।

ভাষা

গ্লোবাল ভয়েসেস এর লেখকরা গড়ে তিনটি ভাষায় কথা বলতে পারে। এদের বেশিরভাগ (৭০ শতাংশ) ইংরেজী ভাষায় পড়ালেখা করে বড় হননি। এখানকার বেশিরভাগ বাসিন্দা প্রায়শ বা প্রায় সব সময় ইংরেজী নয়, ভিন্ন ভাষায় কথা বলেন (৮৩ শতাংশ)। এদের অনেকে মাঝে মাঝে মাতৃভাষা ব্যতিত অন্য ভাষায় কথা বলেন (৭ শতাংশ) এবং অন্যরা খুব কম বা কখনোই অন্য ভাষায় কথা বলেন না (১০ শতাংশ)।

কম্পিউটার

এবং সবশেষে সত্যিকারের প্রযুক্তিবিদদের (যারা উন্মাদের মত কম্পিউটারে কাজ করে থাকে) সবাই যা জানতে চায়: গ্লোবাল ভয়েসেস এর লেখকদের পিসি পছন্দ করার হার (৪১ শতাংশ), যা ম্যাক ব্যবহারকারীদের চেয়ে (৩৫ শতাংশ) সামান্য বেশি। অনেকে লিনাক্স/ইউনিক্স (১০ শতাংশ) ব্যবহার করছে অথবা অন্য কোন অপারেটিং সিস্টেম (৩ শতাংশ)।

সামান্য কয়েকজন রয়েছে যাদের এ ব্যাপারে কোন বিশেষ পছন্দ নেই (১১ শতাংশ)।

Do you favor Mac, PC or Linux