রাশিয়া: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পারস্পরিক সহায়তা আর কৌতুকের উদ্রেক করেছে

প্রকৃতি তার ক্ষমতা মানুষকে দেখিয়েছে আইসল্যান্ডের আগ্নেয়গিরি ‘এইয়াফিয়াল্লাজোকুল’ এর মাধ্যমে – যেটার নাম উচ্চারণ করা কঠিন। ইউরোপের আকাশ ছাই এ ভরিয়ে দিয়েছে এর অগ্ন্যুৎপাত। ছাই এর এই মেঘ যতো পূর্বে গিয়েছে, আরো বেশী বিমানবন্দর বন্ধ হচ্ছিল, যার ফলে ইউরোপ ব্যাপী যোগাযোগ ভেঙ্গে পড়ে। রাশিয়ান ব্লগাররা- যারা প্রাকৃতিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে- অন্যভাবে প্রতিক্রিয়া জানিয়েছে: মজা করেছে, তথ্য জানিয়েছে, রাগ প্রকাশ করেছে আর একে অপরকে সাহায্য দান করতে চেয়েছে।

লাইভজার্নাল সমাজ আরইউ_ট্রাভেলে (প্রায় ৩০,০০০ পাঠক) এ নিয়ে সব থেকে প্রাণবন্ত আলোচনা হয়েছে। সমন্বয়কদের বিশেষ ট্যাগ দিতে হয়েছে ‘আগ্নেয়গিরি’ অগ্ন্যুৎপাত সংশ্লিষ্ট পোস্টের লেখাকে সুযোগ দিতে। ব্লগাররা একে অপরকে সাহায্য করছিলেন যাত্রীদের অধিকার, এয়ারলাইন্সের অভ্যাস, হোটেলের চুক্তি আর ভূমিতে যাতাযাতের পথ সম্পর্কে পরামর্শ দিয়ে।

ব্যক্তি ব্লগাররা সাহায্য দান করতে চেয়েছেন তথ্য দেয়ার বাইরেও। লাক্রিজ্জা কিছু মানুষকে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে নিয়ে তাদেরকে সাময়িক বাসস্থান দিতে চেয়েছেন। পোল্যান্ডের ক্রাকাওতে নাতা_ভাসিলিসা একই ধরনের প্রস্তাব দিয়েছেন:

Если у вас кто-то застрял в Кракове в связи с вулканом, и негде переждать облако – я могу приютить.

কেউ যদি ক্রাকাওতে আটকে পড়ে থাকেন আগ্নেয়গিরির জন্য আর মেঘ চলে না যাওয়া পর্যন্ত যদি থাকার জায়গা না থাকে, আমি আপনাদের জায়গা দিতে পারি।

আলোচনার একটা অংশ বাজি। এলজে ব্যবহারকারী আসি পরামর্শ দিয়েছেন ইউরোপে ফ্লাইটের উপরে নিষেধাজ্ঞার তারিখ নিয়ে বাজি ধরতে। নীচে সব থেকে অভিনব উপদেশগুলো:

так как наш рейс на завтра с вероятностью 99,999% отменят, то сделаю ставку, что именно полное снятие ограничений будет в районе 3-4 мая. Правда к тому времени большинство а/к обанкротятся в виду возвратов денег за полеты 🙂

কারন কালকে আমাদের বিমান ৯৯.৯৯% নিশ্চয়তায় বাতিল হবে, আমি বাজি করতে পারি যে উড়বার উপরে নিষেধাজ্ঞা ৩রা বা ৪ঠা মে'র এর দিকে উঠবে পুরোপুরিভাবে। তবে, বেশীরভাগ বিমান কোম্পানি এই সময়ের মধ্যে দেউলিয়া হয়ে যাবে।

এলেনা_ডাব্লু১:

У меня билеты в Париж на 9 мая. шансы к тому времени 50/50. но я вообще думаю что конец света наступает- так что….думаю что больше ничего летать не будет

৯ই মে প্যারিসের জন্য আমার কাছে টিকিট আছে। আমার মনে হয় সেই সময়ের সম্ভাবনা ৫০/৫০ হবে। কিন্তু সাধারণভাবে আমার মনে হয় দুনিয়া শেষ হয়ে আসছে, আমার মনে হয় ওড়ার মতো কোন বিমান থাকবে না।

আলেভতিঙ্কা তিরস্কার করে এর জবাব দিয়েছেন:

вот кстати да! прошлый раз этот вулкан пыхал 2 года подряд. (200 лет назад). Если к 2010+2=2012 🙂 как всё просто, однако!

হ্যাঁ! গত বার এই আগ্নেয়গিরি দুই বছর ধরে লাগাতার অগ্ন্যুৎপাত করছিল (২০০ বছর আগে)। তাই ২০১০+২=২০১২ – খুবই সহজ!

ইঙ্গুশেতিয়া_রু কোরানের উদ্ধৃতি দিয়েছেন মহাপ্রলয় সম্পর্কে:

সেই দিনকে লক্ষ্য করেন যেদিন আকাশে ধোঁয়া দেখা যাবে।

ইউরি – ইউম বলেছেন যে এই অগ্ন্যুৎপাত শেষ বিচারের দিন নয় বরং ব্যাভিচারের ফল। তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহান্না সিগুরদারদোটিরের ব্যক্তিত্বের সাথে তুলনা করছিলেন, যিনি বিশ্বে প্রথম সমকামী রাষ্ট্রনায়ক।

মহা প্রলয়ের এই বিষয় ব্লগারদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। কেউ কেউ ভ্লাদিমির মানিয়ুখিনের ছবি প্রকাশ করেছেন যেখানে দেখান হয়েছে ‘পারমানবিক শীতের’ পরে মস্কোর কি অবস্থা হবে তা:

কেয়ামতের পরে রেড স্কয়ার, ছবি তুলেছেন ভ্লাদিমির মানিয়ুখিন

কেয়ামতের পরে রেড স্কয়ার, ছবি তুলেছেন ভ্লাদিমির মানিয়ুখিন

ডিমিট্রিভ্রুবেল লিখেছেন:

Летайте самолётами компании “Эйяфьятлайокудль”! Почему до сих пор не придумали шлягера, мультика, нет ни одного сувенира? Ведь какой замечательный персонаж – м-р Эйяфьятлайокудль. И его супруга Мирдальсйёкюдль, которая ещё не проснулась.

‘এইয়াফিয়াল্লাজোকুল’ এয়ারলাইন্সে উড়েন! এখনো কেন কোন গান, কার্টুন বা উপহার নেই? দারুন একটা নাম – জনাব এইয়াফিয়াল্লাজোকুল আর তার স্ত্রী মিরদাল সেজেকজুদুল এখনো ঘুমাচ্ছেন।

2 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .