চীন: ফুজিয়ানের তিন নেট নাগরিকের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে

৫৭ বার স্থানান্তরিত হবার পর, প্রাথমিকভাবে রাষ্ট্রের একটি গোপনীয় মামলা হিসেবে দশ মাস তিন দিন আদালতে মামলা চলার পর, ফুজিয়ানের সেই তিনজনের বিরুদ্ধে শুক্রবার রায় ঘোষণা করা হযেছে; পুলিশের হাতে ইয়ান শিওয়ালিঙের ধর্ষণ ও খুনের ঘটনার (ইয়ান শিওয়ালিঙ, 严晓玲) বিচারের বাইরে, এই মামলার ক্ষেত্রে স্মরণীয় যে, শুক্রবারে এই রায় প্রদানের সময় আদালত ভবনের বাইরে বেশ কিছু লোক প্রতিবাদ বিক্ষোভ করেছে।

একজন বিবাদীর আইনজীবী লিউ শিয়াওইয়ুন আদালতে মামলার সাওয়াল জবাব শেষ হবার পরপরই তার ব্লগে এই বিষয়ে তাজা সংবাদ প্রকাশ করেন:

正如我所预料的,今天庭审中作了当庭宣判,但出乎预料的是,罪名竟然又由诬告陷害罪变回了诽谤罪。范燕琼被判有期徒刑两年,游精佑被判处有期徒刑一年,吴华英被判处有期徒刑一年。
今天围观人群上千人,网民们既理性又激动。今天的庭审,也让我见证了司法的黑暗。

যেমনটা আমি পূর্বেই ধারণা করেছিলাম, আজ আদালতে এই মামলার রায় প্রদান করা হল। তবে আমি আশা করিনি, প্রকৃতপক্ষে মিথ্যা অভিযোগে দায়ের করা এই মামলা অপবাদ প্রদানের মামলায় রূপান্তরিত হয়ে যাবে। ফান ইয়ানকিউয়ঙ-এর দুই বছর মেয়াদি, ইয়ু জিঙ্গইয়ু এবং উয়ু হুয়াইঙ্গ-এর এক বছর করে সাজা হযেছে।

আজ আদালতের বাইরে প্রায় হাজার খানেকের মত জনতা উপস্থিত হয়েছিল। নেটবাসীরা (নেটিজেন) উভয় স্তরে প্রবেশ করেছে-এবং তারা উত্তেজিত ছিল। আজ আদালতে, আমি নিজেও আইনের অন্ধকার ঘটনার সাক্ষী রইলাম।

শুক্রবারের এই বিচারের রায়ের দিনে সংবাদ ছড়িয়ে পড়ে যে, যে নিহতের মা লিন শিয়ুইঙকে চুপ থাকার বিনিময়ে টাকা ও বাড়ি সাধা হয়েছে; লিউ এর সূত্রানুসারে, লিনকে একজন সাক্ষী হিসেবে তলব করার বিষয়টি, আদালতে প্রত্যাখ্যাত হয়েছে। এই রায়ের আগের রাতে এই মামলার সাথে সম্পৃক্ত কযেকজনের সাথে লিনকেও পুলিশ আটকে রাখে; শুক্রবার সকালে যে কোনভাবে সে নিজেকে মুক্ত করতে এবং আদালতের বাইরে জনতার সাথে মিশে যেতে সক্ষম হয়, যেখানে কতৃপক্ষ তাকে সবার আড়ালে নিয়ে যাবার জন্য হঠাৎ একটি গাড়িতে উঠানোর চেষ্টা করে। তার উপর দৃষ্টি রাখা ব্যক্তিরা এই ঘটনাটি রুখতে সমর্থ হয়।

এই মমলার ক্ষেত্রে উল্লেখ যোগ্য যে, কেন্দ্রীয় চীনা সিসিপির সেন্ট্রাল পার্টি স্কুল ডিরেক্টর ( দলের কেন্দ্রীয় শিক্ষালয়ের প্রধান) ডং গুয়াং (杜光) লিউ এর ব্লগে এক অতিথি লেখক হিসেবে একটি লেখা পোস্ট করেছেন। অধিকার আদায়কারী কর্মীদের উপর দমন চালানো কিভাবে এটা চলতি বিশাল ধারার খাপ খায়, তিনি সে সম্বন্ধে লিখেছেন:

原来范、吴、游等人都是维权运动的积极分子。范燕琼的女儿说她 母亲经常同情弱者,帮别人写文章写状子,曾因维权和筹备成立社会团体,多次遭到抓捕、抄家,甚至长期羁押。我从范燕琼的博客“神州有泪”上看到,就在她被 捕前的一个多月时间里,她就写了七八篇维权和纪念“liu四”的文章。6月6日她前往武夷山看望维权朋友,还受到便衣跟踪偷拍。这次她在网上披露林秀英的 口述材料,引起海内外的强烈反应,接着又著文揭露官方恐吓林秀英,成为被拘捕的直接原因。游精佑是毕业于西南交通大学的桥梁工程师,同事们反映他工作出 色、技术精湛,为人谦虚,责任心强;在出色完成本职工作的同时,他多年来致力于帮助弱者维权,因此曾多次受到警方的传讯、警告。这次被捕是因为他根据范燕 琼的文章,为林秀英制作了“自说自话”的视频,在网上广为传播。吴华英更是亲身体会蒙受冤案的痛苦,她弟弟吴昌龙因2001年6月24日发生在福清市纪委 门口的爆炸案被羁押判刑,进入二审后以事实不清、证据不足,迄今没有结案。在几次审理中,吴昌龙和其他当事人都否认涉嫌犯罪,且指控侦查期间遭到刑讯逼 供,所有律师也为他们作无罪辩护,但都无济于事。八年多来,吴华英四处奔走,上访申诉,因此多次被行政拘留。所以她对林秀英特别同情,为她制作了录音录 像,并且发到网上。

এটা এখন পাল্টে গেছে, ফান, উয়ু এবং ইয়ু সকলেই অধিকার আদায়ের লক্ষ্য কাজ করা কর্মী। ফান ইয়ানকিউয়ঙ-এর কন্য বলেছে যে, তার মা প্রায়শই দুর্বলদের প্রতি সহানুভূতিশীল। অন্যদের সাহায্য করার জন্য তিনি প্রবন্ধ লেখেন বা কারো অভিযোগ দায়ের করার ক্ষেত্রে কাগজ তৈরিতে অন্যদের সাহায্য করেন, এমনকি তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, যার মাধ্যমে তিনি তার সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন, এবং এই সব ঘটনার কারণে তিনি গ্রেফতার হয়েছেন। তার গৃহে তল্লাশি চালানো হয়েছে, এমনকি লম্বা সময় তাকে আটকে রাখার ঘটনা ঘটেছে। ফান ইয়ানকিউয়ঙ-এর ব্লগের নাম টিয়ারস অফ চায়না। আমি দেখেছি যে তার গ্রেফতার হবার একমাস আগে সে এক্টিভিজম বা মানবাধিকার কর্মকাণ্ড এবং জুন ৪ এর ঘটনা নিয়ে সে ৭-৮ টির মত পোস্ট লিখেছে।

সে ৬ জুন উয়ুইয়ি পবর্তে উঠে তার এক সামাজ কর্মী বা সোশাল একটিভিস্ট বন্ধুকে দেখার জন্য। সে সময় তাকে ছদ্মবেশী পুলিশ অনুসরণ করে এবং সে কোথায় যাচ্ছে তা ক্যামেরায় ধারণ করে। ভদ্রমহিলা অনলাইনে লিন শিয়ুলিঙ্গের মৌখিক বিবৃতি প্রকাশ করার পর তা দেশে এবং বিদেশে বড় ধরনের এক বিতর্কের সৃষ্টি করে। এই ঘটনার পর লিন শিয়ইঙ্গিকে কর্তৃপক্ষের ভয় দেখানোর যে পরিকল্পনা তার উপর বিস্তারিত বিবরণ প্রকাশ করে বেশ কিছু প্রবন্ধ বের হয়। এ ঘটনার শেষ হয় তাকে সরাসরি গ্রেফতার করার মধ্য দিয়ে। ইয়ু জিঙ্গইয়ু একজন সেতু নির্মাণ প্রকৌশলী যিনি সাউথইস্টার্ন জিয়াওটাং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার সহকর্মীরা তাকে একজন অসাধারণ কর্মী, দক্ষ, বিনয়ী এবং প্রচণ্ড দায়িত্বশীল মানুষ হিসেবে বর্ণনা করেছেন। একই সাথে তিনি অনেক বছর ধরে তার প্রতিদিনের কাজ ঠিক ভাবে শেষ করার ক্ষেত্রে অসাধারণ দায়িত্বের পরিচয় দিয়েছেন। এছাড়াও দুর্বলরা যাতে তাদের অধিকার অর্জন করতে পারে সে জন্য তিনি নিবেদিত প্রাণ এবং এর ফলে পুলিশ তাকে বেশ কয়েক বার তাকে জিজ্ঞাসাবাদ ও সর্তক করে দেয়। ফান ইয়ানকিউয়ঙ-এর প্রবন্ধ দেখার পর তিনি লিন শিয়ুইঙ্গিএর উপর একটি ভিডিও চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, যা তিনি অনলাইনে ছড়িয়ে দেন, তার নিজের ভাষায় এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়।।

অবিচারের বেদনা কেমন উয়ু হুয়াইঙ্গ তার সাথে পরিচিত। ২৪ এপ্রিল ২০০১ সালে ফুকিঙ্গ শৃঙ্খলারক্ষা কমিশন ভবনের সামনে এক বিস্ফোরণ ঘটার পর তার ছোট ভাই উয়ু চেঙ্গলঙ্গকে গ্রেফতার করা হয়।
দ্বিতীয় দফা বিচার কার্যের সময় যে সমস্ত তথ্য উপস্থাপন করা হয়েছিল সেগুলোর কোনোটাই সুনির্দিষ্ট ছিল না এবং এই মামলায় সঠিক প্রমাণের অভাব দেখা দেয়। এমনকি আজ পর্যন্ত সেই মামলার কোন সুরাহা হয়নি। বেশ কিছু শুনানীর পর উয়ু চেঙ্গলঙ্গ এবং অন্যরা এই অপরাধের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করে। তারা দাবি করে যে তদন্তকালে তাদের উপর অত্যাচার করা হযেছে, যাতে তারা দোষ স্বীকার করে নেয়। তাদের আইনজীবীরা এই সমস্ত ব্যক্তিদের নির্দোষী প্রমাণ করার সকল চেষ্টা করেছে, কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত এই ব্যাপারে সফল হননি। এরপর আটটি বছর পার হয়ে গেছে, কিন্তু উঙু হুয়াউয়িং এখনো লড়াই করছেন, দরখাস্ত প্রদান করছেন এবং আবেদন করছেন এবং এর ফলে তিনি বিভিন্ন সময় প্রশাসনিক আটকাদেশের মধ্যে তাদের থাকতে হচ্ছে। এ কারণে ভদ্রমহিলার লিন শিউয়ইঙ্গি-এর প্রতি সহানুভূতি রয়েছে এবং তার ঘটনাবলির উপর তথ্য তৈরি এবং সেগুলোকে অনলাইনে প্রকাশ করছে।

我从这些材料里领悟到,范燕琼等被拘捕,不仅仅是因为替林秀英鸣不平。他们多年来 的维权活动,早就使他们成为官方的眼中之钉,为林秀英鸣冤,只不过是压垮骆驼的最后一根稻草。所以,这个“诬告陷害”案的实质,不在于严晓玲的死因和某些 干部被“诬陷”,而是官方对维权运动的打压。

আমি যা পড়েছি তাতে আমি দেখতে পাচ্ছি যে, এই ফান ইয়ানকিউয়ঙ ও অন্যদের গ্রেফতারের ঘটনা কেবল লিন শিয়ুইঙ্গিএর পক্ষে কথা বলার কারণে ঘটেনি, এটা তাদের বহু বছর ধরে চালানো সামাজিক কর্মকান্ডের কারণে ঘটেছে। অনেক আগে থেকে তাদের কর্মকাণ্ড কর্তৃপক্ষের নজর ছিল। এবং লিন শিয়ুইঙ্গিএর ঘটনায় তাদের পুনরায় জড়ানোর ঘটনাকে বলা যায় এমন এক খড়ের টুকরা, যা উটের ঘাড় ভেঙ্গে দেয়। এই “মিখ্যা অভিযোগ” ইয়ান শিয়াওলিঙ্গের নিহত হবার ঘটনার সাথে, অথবা কিছু কর্মচারীকে (ক্যাডাররা) অভিযুক্ত করার মধ্য যুক্ত নয়, যারা অধিকার রক্ষার আন্দোলনের সাথে যুক্ত, কর্তৃপক্ষ অনুষ্ঠানিকভাবে তাদের দমন করতে চায় তার সাথে যুক্ত ।

চীনা প্রচার মাধ্যমে বার বার লিখিত চিঠি পাঠানো হয়েছে। এই বিচারের সংবাদ ছাপানো থেকে বিরত রাখতে তাদের্ উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে, যদিও দক্ষিণ গুয়াংডং প্রদেশের কিছু সংবাদপত্র এই ঘটনাটি তাদের পত্রিকায় ছাপিয়েছে

লিয়ু এছাড়াও জানাচ্ছে, শুক্রবারে আদালত চত্বরে কেবল বার্তাসংস্থা সিনহুয়াকে প্রবেশাধিকার প্রদান করা হয়। সেক্ষেত্রে সরকারি এই পত্রিকার সংবাদে ছাপানোই প্রবন্ধটি, একই রকম এই সংবাদকে সঠিকভাবে আবিষ্কার করার জন্য যথেষ্ট ছিল।

এছাড়াও, মনে হচ্ছে যে এই বিচার যথেষ্ট পরিমাণ কৌতূহল তৈরি করেছে। গতকাল #ফিজাওয়াংমিং ফুজিয়ানের নেটবাসীর হাসটাগ, গুগল চীনের খোঁজ তালিকাকে ছাড়িয়ে সবার উপরে উঠে আসে। এমনকি হান হান-এ এই মামলা নিয়ে লেখা হয়, যা স্বয়ং আলোচনার একটি বিষয় হয়ে দাঁড়ায়। হানের পোস্ট মুছে ফেলা হয়, কিন্তু তার একটি কপি এখনো লিউ এর ব্লগে রয়ে গেছে। এক ধরনের প্রগলভ স্বরে হান ইয়ান শিয়াওলিঙ্গ এর ঘটনার একেবারে গভীরে প্রবেশ করেছেন এবং অন্য অনেকে তা পছন্দ করেছে। কেন ময়নাতদন্তের বিষয়টি গোপন রাখা হয়েছে বা একসাথে তা অস্বীকার করা হয়েছে, যা গণ মানুষের দ্বারা সৃষ্টি দুর্ঘটনায় রূপান্তরিত হতে পারতো এবং এতে সরকারের সুনামের ক্ষতি হতে পারতো:

主人公突然死了,家属怀疑是被轮奸致死,提出尸检,尸检的 结果是主人公自顾自病死,并非强奸致死。家属怀疑警方包庇罪犯,提出还要尸检,但是相关部门并不配合。家属的情绪很不稳定。三位维权人士听闻此事,以死者 是被强奸至死的观点,的将此事件做成了视频和文章,转发到国内外论坛。当地公安召开新闻发布会,强调死者是自然病死,随后,参与制作视频发帖等人当地公安 机关逮捕,其中主要负责的三人,二审被判有期徒刑一年到两年。

এখানে নৈতিকতা যেন হঠাৎ করে মারা গেছে এবং তার সাথে পরিবারটিও। সন্দেহ করা হচ্ছে যে অনেকে মিলে মেয়েটিকে ধর্ষণ করেছে, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই ঘটনার জন্য ময়না তদন্তের প্রস্তাব করা হয়। এই ময়না তদন্তের ফলে জানা যায় মেয়েটি শারীরিক অসুস্থতায় মারা গেছে এবং তাকে ধর্ষণ করা হয়নি। পরিবারটি সন্দেহ করে, পুলিশ এখানে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। পরিবারটি নতুন করে ময়না তদন্তের অনুরোধ করে, কর্তৃপক্ষ সে অনুরোধ পালন করেনি। ফলে পরিবারটি মানসিক অস্থিরতা ভুগতে থাকে। তিনজন অধিকার আদায়কারী কর্মী এই ঘটনার পালে হাওয়া দেন, তারা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন যে মৃত ব্যক্তিটিকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার উপর তারা তারা সংগ্রহ করতে থাকে এবং এর উপর প্রবন্ধ লিখতে থাকে। সেগুলোকে তারা চীন এবং চীনের বাইরের ফোরামে পোস্ট করতে থাকে। এর ফলে স্থানীয় পুলিশ প্রশাসন এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। তারা এই বিষয়টির উপর জোর দেয় যে নিহত ব্যক্তিটি অসুস্থতার কারণে মারা গেছে, যারা এই ঘটনার উপর ভিডিও তৈরি এবং এ ব্যাপারে তথ্য পোস্ট করতে থাকে, স্থানীয় পুলিশ তাদের গ্রেফতার করে। এই কর্মকাণ্ডের মূল তিনজন ব্যক্তিকে দ্বিতীয় দফা শুনানির পর ১-২ বছর মেয়াদের সাজা প্রদান করা হয়।

事情大致上就是这样的,就案情本身,关键是死者到底是 怎么死的,这个我不知道,我也没有证据,所以无法站在维权者或者政府的任何一方说事。政府认为,只要他们宣布了,这就叫证据,维权者认为,只要他们调查 了,这也是证据。这件事情我并不了解,在其他众多的维权事件中,政府一定全错么,不一定,维权者一定全对么,也不一定。但是为什么政府永远表现出全错的态 势呢??

কমবেশি এভাবেই ঘটনাটি এগিয়েছে এবং এই মামলার ক্ষেত্রে, মূল বিষয়টি হচ্ছে ঠিক কি কারণে মেয়েটি মারা গেছে তা বের করা। এক্ষেত্রে, আমার না আছে কোন ধারণা আছে, না আছে প্রমাণ। কাজেই আমি কোন অধিকার আন্দোলন কর্মীর পক্ষবালম্বন করতে পারি না, অথবা সরকার যে মতামত প্রদান করছে তার পক্ষে যেতে পারিনা। এক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি হল, তারা যা কিছুই প্রকাশ করুক না কেন, তাই প্রমাণ হিসেবে বিবেচনা করতে হবে, এবং তদন্ত কার্যের সময় তারা যা আবিষ্কার করবে তাকেও তারা প্রমাণ হিসেবে বিবেচনা করবে। এই মামলার সাথে আমি তেমন পরিচিত নই, তবে অন্য গণ অধিকার রক্ষার ঘটনায়, সরকার কি সব সময় ভুল পথে থাকে? সব সময় নয়। অধিকার রক্ষাকারী ব্যক্তিরা কি সব সময় সঠিক? সব সময় নয়। উভয়ের যে কেউ ভুল প্রমাণিত হতে পারে। তা হলে কেন সরকার সব সময় এমন ভাবে কাজ করে যে অন্যরা পুরোপুরি ভুল?

其 实很多事情其实都是当地政府自己弄大的。如果他是真的自身突发疾病死亡,那么便让有公信力的地方来尸检,说服家属便是。很多网友说,政府急需成立廉政公 署,来树立公信力,我认为廉政公署没有用,香港很少发生腐败事件,其实并不是拥有了廉政公署这四个字,而是因为廉政公署是独立的这三个字。我认为,大陆现 在的国情是不适合成立一个独立的类似廉政公署的机构的,如果一成立然后来真的,那几乎所有公务员及其亲属都嗖一下不见了。但是,大陆最最急需成立的一个部 门乃是独立的“尸检部”,这个尸检部必须拥有向廉政公署一样的独立性和公信力,必要的时候做到电视直播尸检。仔细回想中国近几年发生的公众事件,有多少是 因为尸检而生。尸检部是维护社会稳定的重要部门,因为现在的尸检结果,无论是真的假的,老百姓都不相信。排除这件事情,虽然我认为,很可能不少的尸检结果 是正确的,但老百姓的怀疑也不是错误的。一个喜欢先定性再定罪的政府,其绝招也很容易被老百姓学去,所以说,我们要原谅老百姓动不动就认为自己的亲人是被 人害死,而罪犯是被政府包庇了,尸检是被政府操纵了。因为在这个社会里,你不讲证据,那我也不讲证据,你不透明,我就猜测,我一猜测,你就说我诽谤,我再 追究,你就说这是国家机密,我一闹大,你就……你就……你就反而省事了,什么事情都不用做了,自然会有相关部门通知新闻部门这事情不准报道。但是,这一切 埋下的都是仇恨的种子。

প্রকৃতপক্ষে, স্থানীয় সরকার স্বয়ং তার কাজের দ্বারা অনেক কিছুকে আংশিকভাবে জটিল করে ফেলেছে। যদি মৃত মেয়েটি সত্যি অসুস্থতার কারণে মারা যায়, তা হলে মৃতের ময়না তদন্ত এমন জায়গা থেকে করা উচিত ছিল, যে তদন্তের গ্রহণযোগ্যতা রয়েছে এবং পরিবারকে তা বিশ্বাস করানোর প্রয়োজন ছিল। অনেক নেটবাসী বলছে সরকারের দ্রুত আইসিএসি স্থাপন এবং জনতার মাঝে গ্রহণযোগ্যতা তৈরির করার করার প্রয়োজন। আমি মনে করি আইসিএসি তদন্ত অর্থহীন, হংকং-এ প্রায়শই: দূর্নীতির ঘটনা ঘটে। আইসিএসসি স্বয়ং দুর্নীতমুক্ত নয়, তবে বাস্তবতা হচ্ছে, এটি স্বাধীন। আমি এ ভাবে এটাকে দেখি, যে ভাবে ঘটনাটি প্রবাহিত হচ্ছে, মূল চীনা ভূখণ্ড আইসিএসির মত স্বাধীন সংগঠন স্থাপনের জন্য উপযুক্ত নয়। এই প্রতিষ্ঠানটিকে যদি একবার স্থাপন করা এবং ঠিকমত কাজে লাগানো যায়, তা হলে সকল সরকারি কর্মচারী এবং তাদের পরিবার এক ফুৎকারে অদৃশ্য হয়ে যাবে।

অন্যদিকে, মূল চীনে জরুরি ভিত্তিতে যা প্রয়োজন তা হলো একটি শব ব্যবচ্ছেদ বা ময়না তদন্ত বিভাগ যা হবে স্বাধীন। জনতার কাছে এই বিভাগের আইসিএসির মত স্বাধীন এবং গ্রহণযোগ্যতার প্রয়োজন। প্রয়োজনে টেলিভিশনে শব ব্যবচ্ছেদ-এর দৃশ্যাবলি প্রদর্শন করা উচিত। গণ মানুষের দ্বারা সংঘটিত উত্তেজিত ঘটনার কথা মাথায় রাখলে তা সতর্ক ভাবে ভাবা উচিত। গত কয়েক বছর ধরে চীনে এ ধরনের ঘটনা ঘটে আসছে। এই ঘটনার কয়েকটি শুরু হয়েছিল ময়না তদন্ত-এর ফলাফলের ঘটনা থেকেই? সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য শব ব্যবচ্ছেদকারী বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ, কারণ ঘটনা সত্য বা মিথ্যা যাই হোক না কেন., শব ব্যবচ্ছেদে বা ময়না তদন্তের ফলাফল আজকাল জনতা আর বিশ্বাস করতে চায় না। এই ঘটনাকে বাদ দিয়ে এ ব্যাপারে আমার একটা অনুভূতি রয়েছে, এই অনুভূতি হলো, হয়তো অনেক ময়না তদন্তের ফলাফল সঠিক। জনতার সন্দেহও একেবারে অমূলক নয়।

এ দেশে এমন এক সরকার রয়েছে যা অপরাধীকে আগে, অপরাধকে পরে ধরতে আগ্রহী। বিষয়টি উপলব্ধি করা জনতার জন্য কঠিন নয়। আমি মনে করি এ কারণে জনতাকে ক্ষমা করা উচিত। বিশেষ করে যখন তারা স্বাভাবিকভাবে ধারণা করে নেয় যে, তাদের আত্মীয়দের খুন করা হয়েছে, সরকার সেই সমস্ত অপরাধীদের রক্ষা করার চেষ্টা করছে, এবং ময়না তদন্তের মাধ্যমে এর ফলাফল পরিবর্তন করতে চাচ্ছে। কারণ এই সমাজে যদি আপনি প্রমাণের ভিত্তিতে উপসংহার না টানেন, তা হলে আমার কোন প্রমাণের দরকার নেই; যদি আপনি স্বচ্ছ না হন, তা হলে আমি এটাই ধারণা করবো, এবং যে সতর্কতা আমি অবলম্বন করবো, আপনি বলতে পারেন মিথ্যা অপবাদ প্রদানের দায়ে আমি অভিযুক্ত। যদি আমি তার মধ্যে থাকি, তা হলে আপনি বলবেন এটা রাষ্ট্রের একটা গোপনীয় বিষয়, যদি আমি এই বিষয় নিয়ে বড় ধরনের কোন লেনদেন করি, তা হলে আপনি.. আপনি কেবল..ঠিক আছে আপনি আপনাকে যে কোন কিছু করার হাত থেকে রক্ষা করবেন এবং সংশ্লিষ্ট বিভাগ সংবাদ বিভাগকে জানাবে যেন এই ঘটনার উপর কোন সংবাদ প্রকাশ করা হয়। কিন্তু তারপর, কেবল একটি জিনিস বাকী থাকবে, তা হলো ঘৃণার বীজ বপন করা।

所以说,对于地方政府,这事情其实一开始就很好解决,绝对公正的尸检,如果真的是病死,说服家 属,如果真的是被杀的,捉拿凶手。退一步讲,这个事情完全可以放到台面上,公开的去说清楚,大家拿各自的证据来说事,但官方是从来不屑于这么做的,他们认 为这样降低了他们的威信。而且我们的官方永远是一开口就置自己于不利,你从来看不到他们坦诚的用我们人类正常交流的语言说话的时刻,永远用没有人性的官腔 去对抗老百姓的哭诉。听音乐的朋友都知道,唱腔是多么的重要,一个你讨厌的唱腔,唱什么歌都是错的。

এ কারণে, স্থানীয় সরকারের প্রতি শ্রদ্ধা রেখে বলা যায়, বিষয়টিকে খুব সহজেই মোকাবেলা করা যায়। ময়না তদন্তকে পুরোপুরি খোলামেলা করা উচিত। যদি সত্যিই অসুস্থতা তার মৃত্যু হয়ে থাকে, তা হলে তার পরিবার এতে বিশ্বাস করবে। যদি সত্যিই ঘটনাটি খুন হয়ে থাকে, তা হলে খুনীদের পাকড়াও কর। এই কাজের জন্য এমন একটি পদক্ষেপ তৈরি করা উচিত, যার মাধ্যমে টেবিলে বসেই বিষয়টির পুরোপুরি সমাধান করা যেতে পারে। বিষয়টিকে পরিষ্কারভাবে জনসম্মুখে ব্যাখ্যা করা উচিত। লোকজনদের প্রমাণ দেখতে দেওয়া উচিত এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে দেওয়া উচিত। এর বাইরে কর্তৃপক্ষের এ রকম কোন কিছুর সামনে ঝুঁকে পড়া উচিত নয়, তাদের চোখে তা কেবল তাদের সম্মানকে ধুলায় মিশিয়ে দেবার সামিল। এবং যখনই আমাদের কর্মকর্তারা তাদের মুখ খোলেন, তা তাদের সুবিধার খাতিরে নয়। এমন সময় কখনোই আসবে না যখন আপনারা দেখতে পাবেন যে তারা সাধারণ মানুষের মত এবং একই সাথে সৎ আচরণ করছে। আপনারা যা দেখতে পাবেন, তা হলো আমানবিক ব্যবহার এবং তা তারা তা করছে জনতার শোরগোলকে মোকাবেলা করার জন্য। যে সমস্ত বন্ধু গান শোনে তারা জানে, গান শোনার ক্ষেত্রে গায়কের গলার স্বর কতটা গুরুত্ব রাখে; এটা যদি এমন কোন স্বর হয়, যাকে শ্রোতা ঘৃণা করে, তা হলে তারা কি গাইছে সেটা আর কোন বিষয় থাকে না, সাথে সাথে শ্রোতা গান শোনা বন্ধ করে দেবে।

现 在,那位女孩子是怎么死的已经不重要了,更重要的是那三位维权者的判决。至于诽谤罪,看来是非判不可了。类似的罪名不能从法律上去诠释,而是要从人情世故 上去找结果。因为面子对于政府是很重要的,人家都关了你这么长时间了,尤其是因为这个理由,现在把你放出来,你法院是能得到喝彩,但是人家公安以后怎么 混,都在一个县城里,抬头不见低头见,办公室不见桑拿见的,这见面了还怎么相处。其实这么多年,大家都误会了人民法院的意思,人民法院并不是指属于人民的 并为人民服务的法院,而是指只负责解决人民与人民之间的矛盾的法院。

এখন মেয়েটি যে মারা গেছে সেটি আর তেমন গুরুত্বপূর্ণ কোন বিষয় নয়, যে বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ, তা হলো, সে যে বিচার করার ভার এই তিনজন অধিকার রক্ষা কর্মীর হাতে সোঁপে দিয়ে গেছে সেই বিষয়টি। বিষয়টি অপবাদ প্রদানের অভিযোগের বিষয়, মনে হচ্ছে যে বিষয়টি আগে থেকে এই অপবাদ প্রদান করা হয়েছে। একই ধরনের অপরাধ আইনের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না, কিন্তু আন্ত:ব্যক্তিত্বের স্তরের মধ্যে তাকে নির্ধারন করা যায়। কারণ সরকারের কাছে চেহারা এতটা গুরুত্বপূর্ণ এবং সর্বোপরি তারা ইতোমধ্যে আপনাকে লম্বা সময় ধরে দুরে কোথাও আটকে রেখেছে, বিশেষত এই নির্দিষ্ট কারণে, এখন আপনাকে বের করা হয়েছে আদালতের নিজস্ব উল্লাসের খাতিরে, কিন্তু পুলিশের ব্যাপারে আপনি কি করতে পারেন, সবচেয়ে বড় কথা এটা একটা ছোট্ট প্রদেশ, এখানে কোন প্রমাণ নেই। যদি আপনি তাদেরকে তাদের কর্মস্থলে বোকা বানান, তা হলে সম্ভবত আপনাকে তারা সাউনাতে আবিষ্কার করবে, এবং কিভাবে আপনি এক এ রকম একটা স্থানে যেতে পারেন। প্রকৃতপক্ষে, মোটের উপর এই সমস্ত বছরগুলোতে, লোকজন এখনো জনতার আদলতকে ভুল বোঝে। বাস্তবতা হচ্ছে জনতার আদালত সরাসরি জনাতার কাছে জবাবদিহিতা করে না, বা এমন একটা আদালত নয়, যে জনতাকে সেবা দেয়, তার বদলে বলা যায় এটি এমন একটি আদালত, যা ব্যক্তিগত দ্বন্দ্বের সমাধান করার কাজে নিয়োজিত।

这 三位替他人维权的网友,被判了一年到两年以后,很多网友认为,这件事情代表了互联网的黑暗时期将要到来,代表了维权人士将要遭到打击报复,代表了网络的监 督将要受到取缔和法办,代表了言论自由的彻底消失,我认为其实这些都不是,小小的一个县城的公检法,你不能把人家想的那么深邃,其实这件事情只代表了一个 意义,传达了一个讯息,那就是——让你见识见识我的厉害。

এই তিনজন নেটবাসীর ১-২ বছর সাজা হয়েছে। কারণ তারা একজনের অধিকার আদায়ের জন্য লড়াই করছিল। এতে অনেক নেটবাসী বিস্মিত, কারণ ঘটনাটি ইন্টারনেটে নতুন এক অন্ধকার যুগের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে কি না। অথবা এর মানে কি এই যে আধিকার আন্দোলনের সাথে যারা জড়িত, তাদের উপর প্রতিশোধ নেওয়া হবে, অথবা অনলাইনে কাজ করা জনতাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের কণ্ঠকে রোধ করা, অথবা বাক স্বাধীনতা পুরোপুরিভাবে অদৃশ্য হতে চলছে। আমি ওই সমস্ত বিষয়কে জায়গ করে নেবার কোন লক্ষণ দেখতে পাচ্ছি না; এটি একটি ক্ষুদ্র জেলা শহরে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়, যদিও এর তেমন কোন চিন্তা প্রদান করার কোন প্রয়োজন রয়েছে। বাস্তবিকপক্ষে, এই ঘটনার একটি মাত্র গুরু্ত্বপূর্ণ দিক হচ্ছে, যে বাণী পাঠানো হয়েছে- যারা পাঠিয়েছে তারা বলছে: দেখ এবং শেখ, আমি কতটা খারাপ হতে পারি।

是的,让你见识见识我的厉害。我们见识了,我们都很害怕,但是我们也不知道,你们都在害怕些什么。

হ্যাঁ, দেখ এবং শেখ, আমি কতটা খারাপ হতে পারি। আমরা শিখছি, এবং আমরা সকলেই ভারি ভীত। একটা জিনিস আমরা জানি না যে, কি সে বিষয়, যার কারণে আপনি শঙ্কিত।

যে সমস্ত নেটিজেনরা এই বিচারের প্রতিবাদ করার জন্য এখানে এসেছে, তারা ব্লগ করার জন্য প্রস্তুতি নিয়েই এসেছে। তারা এর ভিডিও ক্লিপের অংশ উঠিয়ে দিয়েছে, অডিও বা কথা টুইট করেছে এবং ছবিও। এদিকে কয়েকশত পুলিশ তাদের আদালত চত্বর থেকে একটা নির্দিষ্ট দুরত্বে বেষ্টন করে রেখেছিল।; এখানে বেশ কয়েকটি ছবি রয়েছে: যার প্রথম কয়েকটি তুলেছে নাগরিক সাংবাদিক ( সিটিজেন জার্নালিষ্ট) টাইগার টেম্পল এবং বাদবাকী ছবি এক নামহীন ব্যক্তি পোষ্ট করেছে:

লিং শিয়ুইঙ্গি, মৃতের মাতা।

বিবাদী পক্ষের আইনজীবী।লিয়ু শিয়াওইয়ুয়ান

আদালত চত্বরের বাইরে জনতার ভীড়

তিনজন বিবাদীর তিনটি কন্যা, লিন জিনগইয়ি, ইয়ু ইয়ুজিঙ্গ এবং ডু মেই

এ সর্ম্পকিত সংবাদ:

নেটবাসীদের বিচার প্রক্রিয়ার উপর লিন জিঙ্গইয়ির ব্লগ পোস্ট [চীনা ভাষায়]: এচইটিটিপি://লিয়ু৬৪৬৫.এফওয়াইএফজেড.সিএন/আর্ট/৬১০৫৩০.এইটিএম

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .