আপনারা হয়ত লক্ষ্য করেছেন যে গ্লোবাল ভয়েসেস সাইটে এ কতগুলো বিষয়ের পরিবর্তন হয়েছে। আমাদের পুরোনো অলন্করণ, যা অনেকের পছন্দের ছিল, তার পরিবর্তন আনা হয়েছে অবশেষে। এই বিশাল পরিবর্তনের জন্যে আমি গত এক বছর ধরে গ্লোবাল ভয়েসেস সমাজের (কর্মী, লেখক, পাঠক, সমর্থক) সাথে কাজ করেছি জানার জন্যে যে কোন উপাদানগুলো আমাদের কাজের সুবিধার জন্যে জরুরী এবং কি করলে একে আরও সৌন্দর্যমণ্ডিত করা যায়। আমরা খুবই আনন্দিত আমাদের কষ্টের ফসল আপনাদের সামনে তুলে ধরতে।
স্মৃতিবিধুর পাঠকরা ডানের স্ক্রীনশটটি দেখতে পারেন যেখানে পরিবর্তনের ঠিক আগের মুহূর্তে সাইটটি কেমন ছিল তা দেখা যাচ্ছে।
এটি এখন একটি পরিপূর্ণ বহুভাষী সাইট
বিশ্বের অন্যতম বহুভাষী ওয়েব সমাজ হচ্ছে গ্লোবাল ভয়েসেস। আমাদের লিঙ্গুয়া প্রকল্পে সারা বিশ্ব থেকে স্বেচ্ছাসেবকরা একত্র হয় গ্লোবাল ভয়েসেসে প্রকাশিত লেখাগুলো অন্যভাষায় অনুবাদ করে প্রকাশ করার জন্যে। তিন বছর আগে এই প্রকল্প শুরু হবার পর এর প্রভূত প্রসার লক্ষ্য করা গেছে। আমাদের ইতিমধ্যে প্রায় ৩০,০০০ অনুবাদ প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন ভাষায়, এবং এইসব ভাষার কয়েকটির নাম হয়ত আপনি জীবনে শুনেন নি। একজন নির্মাতা (ডেভেলপার) হিসেবে এই অবিশ্বাস্য বৃদ্ধির চ্যালেঞ্জ গ্রহণ করা বেশ পরিশ্রমসাধ্য ছিল। তবে আপনি যখন নাগরিক মিডিয়ার ব্যাপক প্রসারে রত, এই বিস্তারের সমস্যাগুলো নিয়ে কাজ করা খুবই চমৎকার একটি অভিজ্ঞতা।
মূল লিঙ্গুয়া সাইটগুলো ইংরেজী ওয়েবসাইটটির সরলীকৃত সংস্করণ ছিল। যখন আমরা এগুলোকে প্রথম বানিয়েছিলাম তখন আমাদের ধারণা ছিল না যে এর কতটুকু অংশ কিভাবে ব্যবহৃত হবে – অথবা মূল ইংরেজী লেখাটির সাথে অনুবাদগুলোকে কিভাবে ও কত ভাল উপায়ে সংযোগ করা যাবে। সময়ের সাথে সাথে এটি পরিস্কার হয়ে যায় যে আমাদের অনুবাদগুলোকে যথাযথ সম্মান দেয়া দরকার এবং এদের সাহায্য করতে মূল ইংরেজী সাইটের সাথে আরও গভীরভাবে সামন্জস্যপূর্ণ করা দরকার। শুধুমাত্র একটি সহযোগী সাইট হিসেবে না থেকে প্রতিটি লিঙ্গুয়া সাইটের দরকার পরে গ্লোবাল ভয়েসেসের বৈশ্বিক অনুবাদ নেটওয়ার্কের একটি সমান সদস্য হবার।
উপরের কথাগুলো কোডে রুপান্তর করা হয়েছে এবং এখন একটি বাস্তবতা। এই নতুন সাইটবিন্যাস আমাদের সব লিঙ্গুয়া নেটওয়ার্কে একসাথে প্রতিস্থাপিত হয়েছে, এবং এর সব উপাদানগুলো প্রতিটি সাইটে সমভাবে বিদ্যমান। এই প্রতিশ্রুতি রক্ষায় মূল ইংরেজী সংস্করণের হেডার অংশটি এখন সম্পূর্ণ আলাদা, অন্যান্য লিঙ্গুয়া সাইটের জন্যে যেমন।
সাইটের অনুবাদ যন্ত্রটির জন্যে কোড পরিপূর্ণভাবে নতুন করে লেখা হয়েছে যার ফলে এখন সম্ভব ইংরেজী সাইট থেকে অন্যভাষার সাইটে অনুবাদ বা উল্টোভাবে অন্যভাষা থেকে ইংরেজীতে। এছাড়াও ইংরেজী ছাড়া বিভিন্ন ভাষা থেকে ভাষান্তরে অনুবাদকে সংযোগ করা সম্ভব। আমি অনুবাদের প্রক্রিয়াটিও কিছু পরিমাণে কমিয়েছি – দুই লেখার মধ্যে সংযোগ ঘটাতে যেখানে ১০টি ধাপ ছিল এখন ১টি ধাপেই তা স্বয়ংক্রিয়ভাবে সম্ভব।
গ্লোবাল ভয়েসেসর অনুবাদক হওয়া এত সহজ আগে কোন কালেই ছিল না, আপনাদের কাছে যদি আগের প্রক্রিয়াটি জটিল লেগে থাকে তবে এখন অবশ্যই আবার চেষ্টা করবেন। আপনি যদি একাধিক ভাষা পারেন এবং অনুবাদ করার অভিজ্ঞতা না থাকলেও, আপনারা লিঙ্গুয়া সাইটগুলোর সাথে যোগাযোগ করে শুরু করতে পারেন দেখতে যে এত জল্পনা কল্পনা কিসের।
এছাড়া আর কি নতুন আছে?
সাইটের অনেক কিছূই অপরিবর্তিত আছে, শুধুমাত্র এর সৌন্দর্যবর্ধন হয়েছে বা ব্যবহার সহজ হয়েছে। এই সাম্প্রতিকীকরণের লক্ষ্য ছিল নতুন উপাদান যোগ করা নয়, বরং পুরোনো উপাদানগুলোকেই আরও বেশী পরিমাণে কার্যকরী করা এবং সব লিঙ্গুয়া সাইটে তা ছড়িয়ে দেয়া।
আরেকটি দৃশ্যমাণ পরিবর্তন হচ্ছে ওয়েবসাইটটির সম্প্রসারণশীল প্রস্থ (ফ্লুইড উইডথ), এই ওয়েব-ডিজাইন পদটির মানে হচ্ছে আপনার কম্পিউটারের স্ক্রীনের প্রস্থ অনুযায়ী এটি সম্প্রসারিত হবে। এই বিষয়টিকে যুক্ত করা হয়েছে বিশ্বব্যাপী আমাদের পাঠকদের নানা প্রকার কম্পিউটারের কথা ভেবে। আপনার ব্রাউজারের দৈর্ঘ-প্রস্থ কমিয়ে আপনারা এটি পরীক্ষা করে দেখতে পারেন। ছোট নেটবুক, ইন্টারনেট কাফের সেই বিশ্রী ১৫” মনিটর বা বড় মনিটরগুলোতেও গ্লোবাল ভয়েসেস এখন চমৎকার দেখাবে।
আমরা গুগলের সাধারণ সাইট সার্চ (খোঁজার প্রক্রিয়া) ব্যবহারের পরিবর্তে একটি অভ্যন্তরীণ সার্চ প্রক্রিয়া যুক্ত করেছি যেটা পাঠকদের আকাঙ্খিত লেখা সহজে খুঁজে পেতে সাহায্য করবে।
ওয়ার্ডপ্রেস এবং ওপেন সোর্স
গ্লোবাল ভয়েসেস সাইটটির মূল নকশা আর অনুবাদ প্রক্রিয়া ওপেন সোর্স ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম ব্যবহার করে তৈরি করা। এছাড়াও অনেক পরিবর্তনশীল নকশা ও প্লাগইন কোড ব্যবহার করা হয়েছে এবং সাথে ওয়ার্ডপ্রেস কমিউনিটির অনেক ভাল ও জনপ্রিয় প্লাগইন তো আছেই।
নতুন নকশা বিন্যাস ও অনুবাদ প্রক্রিয়ার কোডিং করার সময় আমি আমাদের কমিউনিটির উল্লেখিত ওয়ার্ডপ্রসের মূল সংস্করণের বিভিন্ন সীমাবদ্ধতা ও সমস্যা সমাধানে বিভিন্ন জোড়াতালির সহায়তা নিয়েছি।
আমি গর্ব নিয়ে বলতে পারি যে গ্লোবাল ভয়েসেস ওপেন সোর্স সমর্থন করে এবং এই উন্মুক্ত সফ্টওয়্যারে আমার নিজস্ব পরিবর্তনগুলো এই সাইটটিকে সম্ভব করেছে।
আশা করি আপনাদের ভাল লাগবে
সাইটের এই নতুন নকশা বিন্যাস বেশ সময় ধরে করা হয়েছে এবং আমাদের সম্পূর্ণ কমিউনিটির সদস্যরা তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন যা সম্ভব করেছে এই সাইটের নীতিগুলোকে এবং এর বিস্তারিত কার্যাবলী ঠিক করতে। আমরা আশা করব, পাঠক হিসেবে আপনারা একে উন্নতি হিসেবে দেখবেন যেমন আমরা দেখছি এবং আমাদের গল্পগুলো আশা করি আপনাদের কাছে আরও উপভোগ্যভাবে পৌঁছাবে।