আরবনেট ২০১০ একটি প্রযুক্তির কনফারেন্স যা গত ২৫ আর ২৬ মার্চ বৈরুতে অনুষ্ঠিত হয়। আরব ওয়েব ইন্ডাস্ট্রির জন্য এটা প্রথম আন্তর্জাতিক কনফারেন্স, যেখানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, ইউরোপ আর সিলিকন ভ্যালির নেতারা একত্র হয়েছিলেন নতুন প্রযুক্তি আর সে সংক্রান্ত সুযোগ সম্পর্কে আলোচনার জন্য। অনেক অংশগ্রহণকারী এটাকে সফল মনে করেন, তবে বড় একটা সমালোচনা ছিল যেটা সবার চোখে লেগেছে আর কনফারেন্স শেষ হওয়ার পরে এ নিয়ে তারা লিখেছেন। সমস্যা হল যে এই কনফারেন্সকে যখন আরব ওয়েবের উপরে জোর দিতে দেখা গেছে, তখনি তারা ইংরেজীকে তাদের অফিসিয়াল ভাষা হিসাবে গ্রহণ করেছেন আর ওয়েবসাইট, আলোচনা আর উপস্থাপনা সব ইংরেজীতে হয়েছে।
বেন্ত মাস্রেয়া যিনি কনফারেন্সের একজন অফিশিয়াল ব্লগার হিসাবে ছিলেন তার ব্লগে মন্তব্য করেছেন:
لماذا يتحدث المؤتمر بالإنجليزية رغم أن المؤتمر عن الإنترنت في العالم العربي؟ […] يبدو أنه سؤال حير الكثيرين من الذين رددوه على تويتر، البعض اعتبره إهانة للغة العربية، أو تقليل من قيمتها، والبعض اعتبره تعبيرا عن عجز الكثيرين من المتحدثين العرب عن التحدث بعربية سليمة.
গ্লোবাল ভয়েসেস অনলাইনের আলুশ তার হতাশা আর বিস্ময় প্রকাশ করেছেন:
بداية المؤتمر تحدث عن الفجوة بين الشرق و الغرب وأنه هنا ليحقق خطوة ما لسدّ هذه الفجوة، طبعاً لا أدري كيف نردم الفجوة في ظل عدم ايمان القائمين على المؤتمر وهم نخبة المبدعين العرب، وهم غير مؤمنين بلغتهم
নট গ্রিন ডাটা ব্লগ ইংরেজী ব্যবহারের সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন:
আজকাল ব্যবসার প্রধান ভাষা ইংরেজী, আর আপনারা আসলে যদি ‘ওয়াই কম্বিনেটর’, ‘রিড হফম্যান’ আর ‘ বেঞ্চমার্ক ক্যাপিটালের’ দৃষ্টি আকর্ষণ করতে চান তাহলে আপনাকে ইংরেজীতে প্রচার করতে হবে।
ব্লগে আরো অনেকে মন্তব্য করেছেন: যেমন জায়েদ নাসির সফলতার দিকে দৃষ্টি দিয়েছেন, আর আরবিনেটরের মতো অন্যরা আরবনেটের সমস্যার কথা সমালোচনা করেই গেছেন আর কয়েক ডজন টুইট তালিকা করেছেন সেই সব মানুষের কথা তুলে ধরার জন্যে যারা তাদের হতাশা ব্যক্ত করেছেন।
মোহাম্মাদ সাহলি কেবলমাত্র কনফারেন্সে ইংরেজীর ব্যবহার বা মাগ্রিব দেশগুলোর (আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, মরোক্কো আর মৌরিতানিয়ার) প্রতি অবহেলাও দেখেছেন আর তিনি নিজের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন:
حتى لا يبدو كلامي مجرد اعتراضات جوفاء دون توفير البديل، أقول: منذ فترة وأنا أرغب بتنظيم مؤتمر مثل Le Web، في المغرب، حول الويب العربي. الآن قررت أن يكون ذلك شهر يناير 2011. لا أملك أي خبرة، لا كاريزما ولا دفتر عناوين مليء بهواتف التنفيذين الكبار في الشركات العالمية. لكني سأفعلها
আরবনেট ২০১০ এর বির্তক সত্ত্বেও অনেকেই আরবনেট ২০১১ এর জন্য অপেক্ষা করছেন এই ভেবে যে এটা আরব ওয়েবে আরো বৈচিত্র আনবে আর প্রথম প্রচেষ্টা যে সকল কারণে বাধাগ্রস্ত হয়েছিল তা কাটিয়ে উঠতে পারবেন আয়োজকরা।