তিউনিশিয়া: বুরগুইবার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

তিউনিশিয়া বাসী তাদের প্রথম প্রেসিডেন্ট হাবিব বুরগুইবার ১০ম মৃত্যুবার্ষিকী পালন করেছেন। তিনি ছিলেন তিউনিশিয়ার একজন উকিল, রাষ্ট্রনায়ক আর তিউনিশিয়া প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা, যেটা তিনি শাসন করেছিলেন ১৯৫৭ সালের ২৫শে জুলাই থেকে ১৯৮৭ সালের ৭ই নভেম্বর পর্যন্ত।

১৯৫৭ সালের ২৫শে জুলাই তিউনিশিয়া প্রজাতন্ত্রের ঘোষণার পরে বুরগুইবা অনেক আইন করেন। অনেকগুলোর মধ্যে একটি ছিল শিক্ষা, নারী অধিকার আর পরিবার পরিকল্পনা বিষয়ক যা তিউনিশিয়ার সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বুরগুইবা ১৯৮৭ সালের ৭ই নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন যখন তার প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অভিশংসন করেন, তার বয়স আর স্বাস্থ্যগত সমস্যার কথা বলে। বুরগুইবা ২০০০ সালের ৬ই এপ্রিল মারা যান আর তিউনিশিয়ার ইন্টারনেট ব্যবহারকারী এটা মনে রেখে দিনটি পালন করেছে।

ফেসবুকে একটি অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে যেখানে ১০,৪২৫ জনের অতিথি যোগ হয়েছে আর ব্লগাররা এই অনুষ্ঠানে কিছু পোস্ট লিখেছেন।

ইলিউশনস মন্তব্য করেছেন:

اليوم 6 افريل 2010، يصادف مرور 10 سنوات عن وفاة شخصية دخلت تاريخ تونس و العالم من الباب الكبير. شخصية، و إن لم تكن معصومة من بعض الأخطاء، كغيرها من البشر، إلا أنها و منذ بداياتها كان لها ثقل على مسار البلاد التي اعشقها، بداية في مسيرة الحركة الوطنية ثم في بناء أسس الدولة المستقلة.
আজকে ৬ এপ্রিল এমন একজন মানুষের ১০ম মৃত্যুবার্ষিকী যিনি তিউনিশিয়া আর বিশ্বের ইতিহাসে ছাপ রেখেছেন। একজন ব্যক্তি, যিনি যে কোন মানুষের মতো কিছু ভুল করেছিলেন, কিন্তু প্রথম থেকে যিনি এই দেশ যাকে আমি এতো ভালোবাসি তার বিকাশে অবদান রেখেছেন, জাতীয় বিপ্লবে তার ভূমিকা থেকে স্বাধীন দেশ প্রতিষ্ঠায়।

আরাবাস্তা বুরগুইবার চিন্তা আর প্রাপ্তির প্রভাবের কথা বলেছেন। আসলে তিনি ‘বুরগুইবিজম’ নামে একটা মতবাদের কথা বলেছেন:

Si j'ai parlé de Bourguibisme, c'est d'abord parce que je crois que ce qu'a fait Bourguiba (malgré ses nombreuses erreurs) peut être qualifié de “doctrine” ou de mode de pensée, on ne peut pas en dire autant pour tout les leaders du monde entier.

আমি যদি বুরগুইবিজম নিয়ে কথা বলি, প্রথমত এটা এই কারনে যে বুরগুইবা যা করেছেন (তার অসংখ্য ভুল সত্ত্বেও) সেটাকে মতবাদ বা চিন্তার একটা উপায় হিসাবে ধরা যায়। আমরা আসলে বিশ্বের অন্যান্য নেতাদের ব্যাপারে এমন বলতে পারিনা।

বেশীরভাগ তিউনিশিয়াবাসী একমত যে হাবিব বুরগুইবা কিছু ভুল করেছেন, কিন্তু তারা একই সাথে একমত যে তিনি মহান একজন মানুষ যিনি তিউনিশিয়ার ইতিহাসে প্রভাব রেখেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .