- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইন্দোনেশিয়া: ভূতপূর্ব প্লেবয় মডেল রাজনীতিতে এসেছেন

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, নির্বাচন, রাজনীতি, শিল্প ও সংস্কৃতি

অভিনেত্রী ইউলিয়া রাখমাবাতি, যিনি জুলিয়া পেরেজ নামে পরিচিত, ইন্দোনেশিয়ার সাতটি রাজনৈতিক দল দ্বারা সমাদৃত হচ্ছেন পূর্ব জাভানিজ রিজেন্সি প্যাচিটানের ভাইস রিজেন্ট হওয়ার জন্য। জুলিয়া নাটকের অভিনেত্রী, গায়িকা আর ভূতপূর্ব মডেল যিনি বিভিন্ন ম্যাগাজিনে এসেছিলেন যেমন এফএইচএম, ম্যাক্সিম ফ্রান্স, আর ইন্দোনেশিয়া প্লেবয়। তিনি রিজেন্সীর সব থেকে বড় পদের জন্য দাঁড়াবেন প্রেসিডেন্ট ইউধোইয়োনোর ভাই নুর চাহিয়োনোর সাথে।

মেট্রো টিভির রিপোর্ট অনুসারে, নুর চাহিয়োনো বলেছেন যে তার প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে তিনি আশাবাদী [1] আর জুলিয়া তার সম্প্রসারিত পরিবারের জন্য ঝামেলা হবেন না, তবে তার পরিবারের প্রতিনিধি এর উলটো বলেছেন।

বেশ কয়েকজন ইন্দোনেশিয়ার ব্লগার জুলিয়ার প্রার্থীতা নিয়ে প্রশ্ন করছেন যেহেতু তিনি রাজনীতিবিদ বা প্যাচিটান এর স্থানীয় না।

রিফকি [2] রাজনীতি সচেতন ইন্দোনেশিয়ানদের অনলাইন একটি কমিউনিটি পলিটিকানাতে একটা পোস্ট লিখেছেন [3] যা জুলিয়াকে নির্বাচনে প্রার্থী করার জোটের কারণকে সংক্ষেপে জানিয়েছেন।

Berkenaan dengan majunya Jupe sebagai calon Wakil Bupati Pacitan itu, koalisi partai pendukungnya mempunyai alasan dan dasar pertimbangan dimana menurut mereka itu kehadirannya Jupe yang merupakan artis tingkat nasional itu akan memecah kebekuan politik yang terjadi di Pacitan.

Disamping itu, Jupe juga mempunyai wilayah pergaulan yang luas itu diharapkan kelak dapat mendatangkan investor ke Pacitan ini. Sehingga dapat menjadi solusi bagi pembangunan di Pacitan yang hingga saat ini terbilang belum berkembang, malahan cenderung tertinggal dibandingkan dengan kabupaten di sekitarnya.

জুপের (লেখকের মন্তব্য: বিনোদন জগতের জনপ্রিয় করা জুলিয়ার ডাকনাম) প্যাচিটানের ভাইস রিজেন্ট হওয়ার প্রার্থীতা সম্পর্কে, জোট দল বলেছেন যে তাদের সিদ্ধান্তের পিছনে ভালো কারণ আছে। তারা মনে করেন জুলিয়ার তারকা অবস্থান প্যাচিটানের রাজনৈতিক অঙ্গনে বরফ ভাঙ্গতে সাহায্য করবে। তাছাড়া জুলিয়ার ভালো যোগাযোগ আছে আর তিনি রিজেন্সিতে বিনিযোগ আনতে পারবেন, যাতে প্যাচিটানের বর্তমান অনুন্নয়ন পরিস্থিতির জন্য আরো সমাধান আসবে। এটি অন্যান্য রিজেন্সী থেকে পিছিয়ে আছে।

জুলিয়া পরিচিত তারকা, অনেক ইন্দোনেশিয়ার পুরুষ তাকে গোপনে সমাদর করেন কিন্তু ‘মুসলিম সংস্থা’ তাকে খুব বেশী উস্কানিমূলক [4] মনে করে।

২০০৮ এ তিনি শিরোনামে এসেছিলেন মুসলিম সংস্থার সাথে তর্কের কারণে যারা কোন এক ইন্দোনেশিয়ার শহরে তার এলবাম ‘কামাসূত্র’ তুলে ধরতে একটি কনসার্টে গান করতে বাধা দেয়। সিডির সাথে বিনামূল্যে কন্ডম দেয়ার জন্য উক্ত সংস্থা তাকে তরুণদের মধ্যে অপনীতি প্রচলনের দোষ দিয়েছিলেন ।

ব্লগার ওয়াফি এসেল ভাবছেন [5] যে তারকাদের রাজনৈতিক কাজে নিয়োগ দেয়ার বর্তমান ধারা দেশের ভালো রাজনীতিবিদের অভাবকেই তুলে ধরতে পারে:

Setelah Ayu Azhari, sekarang giliran Julia Perez alias Jupe mencalonkan diri menjadi pejabat negara. Tak tanggung-tanggung, yang mendukungpun lumayan banyak yaitu 8 partai. Luar biasa!Fenomena yang tak bisa dianggap enteng. Karena itu menandakan partai politik telah gagal menciptakan kader politisi yang mumpuni sehingga jalan pintaspun diambil dengan cara menjadikan artis sebagai figur untuk meramaikan dunia politik. Kalau dulu artis hanya sebagai hiasan, sekarang telah berubah menjadi pelaku politik itu sendiri. Lha terus kadernya kemana saja?

আয়ু আজারির (লেখকের টিকা: পূর্বের প্রাপ্তবয়স্ক চলচিত্রের তারকা) পরে, জুলিয়া পেরেজ চাচ্ছেন সরকারী পদে নির্বাচনে দাঁড়াতে। যেটা অবাক করার ব্যাপার তা হল আটটি রাজনৈতিক দল তার প্রার্থীতাকে সমর্থন করছেন। অবিশ্বাস্য! এটা হালকাভাবে নেয়া উচিত না কারন এর মানে যে রাজনৈতিক দলরা তরুণ আর যোগ্য বাহিনী তৈরি করতে পারেননি, যার ফলে তারা দ্রুত সাফল্যের জন্যে তারকাদের রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে আসছেন। অতীতে তারকাদের যোগসূত্র হিসাবে ব্যবহার করা হতো, এখন তারা রাজনীতির খেলোয়াড়ে পরিণত হচ্ছেন। আসল ক্যাডাররা কোথায়?

এর সাথে ওয়াফি ভবিষ্যদ্বাণী করেছেন যে দীর্ঘমেয়াদে এই রাজনৈতিক ভুলের মাসুল হবে যে মানুষকে রাজনীতির প্রতি আরো বেশী করে বিশ্বাস হারাবে:

Efek jangka pendek mungkin bisa dirasakan langsung oleh partai-partai pendukung artis semacam Jupe ini karena mungkin jumlah pemilih akan meningkat, terutama kaum pria. Tapi efek jangka panjang, apalagi jika Jupe gagal memperbaiki nasib rakyat-nya, maka saya berani menjamin akan menambah semakin banyaknya anggota “Partai Golput” seperti saya ini.

সংক্ষেপে, এর ফল, যেটা পুরুষ ভোটারদের ভোট বৃদ্ধি করবে, জুপের মতো তারকাদের বাছাই করা দলের অভিজ্ঞতাতে আগেও ছিল। কিন্তু দীর্ঘ সময়ে, বিশেষ করে তিনি যদি মানুষের জীবনধারনের মান উন্নত না করতে পারেন (রিজেন্সীতে), তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার মতো যারা ভোট দিতে পছন্দ করেন না এমন লোকের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে।

পূর্ব জাভানিজ পত্রিকা সুর্যা অনুসারে [6], জুলিয়া প্রথমবারের ভোটারদের মধ্যে জনপ্রিয়। জোটের প্রতিনিধি সুতিকনো বলেছেন যে অনেক তরুণ মানুষ সন্দেহভাজন হয়ে পড়েছেন এটা দেখার পরে যে রাজনীতিবিদ আর ব্যবসায়ীরা রাজনীতিতে এসে তাদের রিজেন্সীকে ক্ষমতায়ন করতে কিভাবে ব্যর্থ হয়েছেন।

ইন্দোনেশিয়ার সাম্প্রতিক প্রিয় সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে এই অভিনেত্রীর পক্ষে [7] আর বিপক্ষে [8] দল গঠন করা শুরু করেছে।

Alip Priyono : Kira-kira seperti apa ya kalau bupati (wakil bupati) Pacitan nanti Julia Perez? Kayaknya seru ya ngebayangin dia nanti mimpin rapat/upacara. Lebih seru lagi klo SBY nanti pensiun pulang ke Pacitan.

আলিপ প্রিয়োনো: [9] কি হবে যদি জুলিয়া পেরেজ রিজেন্ট (বা ভাইস রিজেন্ট) হন? মজার হবে তিনি যদি কোন সভা/ আনুষ্ঠানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরো ভালো হবে যদি এসবিওয়াই (বর্তমান প্রেসিডেন্ট) অবসর নিয়ে পাচিটানে চলে যান।

Putu Nova A Putra : Di tivi ada berita Julia Perez mau dicalonkan sebagai bupati Pacitan-Jatim berpasangan dengan sepupu Pak SBY. Saya ga salah denger,ga salah lihat infotainment kan ya???? soale mata lagi merem-merem pas baru mau bangun sore. Mimpi Julia Perez lagi!!

পুতু নোভা আ পুত্রা: [10] টিভিতে একটা সংবাদ জানিয়েছে যে জুলিয়া পেরেজ প্রেসিডেন্টের ভাই, একজন পাচিকান রিজেন্ট প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হবেন নির্বাচনে। আমি কি ঠিক শুনছি? হয়ত ফালতু কোন অনুষ্ঠান ছিল? আমি বিকালে ঘুম থেকে সবে উঠেছিলাম, হয়ত তখনও স্বপ্ন দেখছিলাম।

Aan Ainur Rofik : Susilo bambang Yudoyono (SBY) orang Pacitan setelah jadi TNI, Mentri trus sekarang Presiden RI setelah itu jadi artis kan habis ngeluarin Album, Lha sekarang Julia Perez (JUPE) Setelah jadi artis ibukota eeeee jadi politisi maju Cawabub Pacitan….kita dukung Duet JUPE-SBY menjadi tokoh besarrrrrrrrrrrrr…….

আন আইনুর রফিক: [11] সুশিলো বাব্বাং ইয়োধোইয়োনো (এসবিওয়াই) , স্থানীয় একজন পাচিটান সেনাতে যোগদানের পরে, মন্ত্রী হন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হন আর তারপরে একটা পপ এলবাম শুরু করেন। এখন জুলিয়া পেরেজ (জুপ), একজন তারকা যিনি শীঘ্র প্যাচিটানের ভাইস রিজেন্ট হতে চাচ্ছেন। আমরা জুপ-এসবিওয়াই এর বিশাল ব্যক্তিত্বকে সমর্থন করি।

এই প্রার্থীতা নিয়ে টুইটার ব্যবহারকারীরাও প্রতিক্রিয়া জানিয়েছেন:

IraDalius: Tuhan, dia siap tp kami TIDAK! RT @tweetdetik: Modal Baca Buku, Julia Perez nyatakan siap menjd calon Wakil Bupati Pacitan

ইরাদালিউস [12]: ইশ্বর, উনি প্রস্তুত, কিন্তু আমরা না! আরটি @টুইটডেটিকে [13]: বই পড়ুন, জুলিয়া পেরেজ দাবি করেছেন তিনি পাচিটানের ভাইস রিজেন্ট পদের প্রার্থী হতে প্রস্তুত।

marshacha: RT tweetdetik: Modal Baca Buku,Julia Perez atau Jupe menyatakan siap menjadi calon Wakil Bupati -> kalau gitu mah anak gw juga siaaap ….

মারশাচা [14]: এটাই যদি ঘটনা হয়, আমার সন্তানও প্রস্তুত (প্রার্থী হতে)।

ইন্দ্রাপামুংকাস: [15] এটা ভাবুন যে জুলিয়া পেরেজ নোংরা ওই সব রাজনীতিবিদদের থেকে হয়ত খারাপ না। অন্তত তিনি মানুষকে ‘বিনোদন’ দিতে পারেন।

সাম্প্রতিক ঘটনায় নিউজ পোর্টাল ডেটিক জানিয়েছে যে [16] অনেক আইন প্রণয়নকারী সংস্থা জুলিয়ার জন্য সমর্থন জানিয়েছেন।

পূর্ব জাভার পাচিটান রিজেন্সির রয়েছে উল্লেখযোগ্য দুটি জিনিষ: এখানে চাষ করা কমলার রকমভেদ আর নি:শব্দ জেলেদের গ্রাম। এই পাহাড়ি রিজেন্সী সবার কাছে প্রায় অজানা ছিল যতক্ষণ না এখানের একজন বাসিন্দা, সুসিলো বাম্ব্যাং ইয়োধোইয়োনো, প্রেসিডেন্ট নির্বাচিত হন।