মিশর: লিনাক্স স্থাপনা উৎসব সফল!

মিশরে লিনাক্স ব্যবহারকারীদের মেলা। ছবি জয়নব সামিরের তোলা

মিশরে লিনাক্স ব্যবহারকারীদের মেলা। ছবি জয়নব সামিরের তোলা

মিশরের লিনাক্স ব্যবহারকারি দল (এগলুগ) প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন ফ্রি ওপেন সোর্স সফটওয়ার (ফোস) সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য। তারা লিনাক্স সিডি বিনামূল্যে বিতরণ করেন, মানুষকে তাদের মেশিনে লিনাক্স ইন্সটল (স্থাপন) করতে সাহায্য করেন আর ফোস সম্পর্কিত কাজের তথ্য আর সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে থাকেন- সফটওয়ার আর প্রযুক্তি নিয়ে। আহমেদ মেকাওয়ে অনুষ্ঠানের আগে স্বেচ্ছাসেবক চেয়ে লেনাক্সিউ ব্লগে লিখেছিলেন:

এগলুগ একটি ইন্সটলফেস্টের আয়োজন করছে ৩রা এপ্রিল শনিবার সউই সাংস্কৃতিক চাকাতে।

যদি আপনার মনে হয় যে আপনি কোন কিছু দিয়ে সাহায্য করতে পারেন আর আমাদের সাহায্য করতে চান বিনামূল্য/উন্মুক্ত সোর্স সফটওয়ার প্রচার করতে দয়া করে এখানে একটা মন্তব্য লেখেন যে আপনি কি করতে পারেন/চান। আমাদের স্বেচ্ছাসেবক দরকার সিডি, ফ্লেয়ার কপি করে বিতরণের জন্য আর প্রযুক্তিগত সমর্থনের জন্য।

গত শনিবার (৩রা এপ্রিল) সউই সাংস্কৃতিক চাকাতে অনুষ্ঠানটা হয়, আর এটা খুব সফল ছিল। এটা স্পন্সর করে মিশরীয় দৈনিক পত্রিকা আল মাসরি আল ইউম আর ওফোক। এছাড়াও অংশগ্রহন করেছিলেন বিভিন্ন বয়সের আর শিক্ষার অনেক মানুষ।

ম্যাগি ওসামা তার নিজের ব্লগে অনুষ্ঠান সম্পর্কে তার মতামত দিয়েছেন:

গতকাল, জামালেকের এল শউই সাংস্কৃতিক চাকাতে অনুষ্ঠিত ইন্সটলফেস্টে অনেক মানুষ এসেছিলেন। তাদের বেশীরভাগ ছাত্র, অন্যরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, ডিজাইনার আর ডেভেলপার। তাদের বয়স ১৩-৬০ বছরের মধ্যে। তাদের কেউ ওপেন সোর্স সম্পর্কে জানছিলেন আর আরো জানতে চাচ্ছিলেন – অন্যদের কোন ধারণা ছিলনা।

অনুষ্ঠানে একই সাথে চলছিল সেশন সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত, তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছিলেন কিন্তু সবই ওপেন সোর্স ধারণার ব্যাপারে – লিনাক্স ইন্সটলেশন, সফটওয়ার বিকল্প (উইন্ডোজ বনাম লিনাক্স), ড্রুপাল, ইঙ্কস্কেপ, লিনাক্সের অধীনে ডেস্কটপ প্রোগ্রামিং, ফ্রি কালচার, কিভাবে ওয়েব সার্ভার স্থাপন করা যায়, পাইথন আর গিম্প। গড় সময় এক একটা সেশনের ৪৫- ৬০ মিনিট। প্রত্যেকটি সেশন শেষ হবার পরেই পরেরটি আবার শুরু হয়েছে – এভাবে চলেছে বিকাল ৪টা পর্যন্ত। অনুষ্ঠান শেষ হয় উইন্ডোজ আর লিনাক্সের মধ্যকার প্রতিযোগিতা নিয়ে একটা কৌতুকাভিনয়ের মধ্য দিয়ে।

প্রায় ৩৫ জন স্বেচ্ছাসেবক এই ফেস্টে অংশগ্রহন করেন। আমার মতে, এটা খুবই কার্যকর ছিল আর আমি খুব খুশি এতে স্বেচ্ছাসেবী হিসাবে এসে কাজ করে।

আমি প্রত্যেককে যারা এখানে এসেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই আর আমি আশা করি তারা ওপেন সোর্স তার পরিবার আর বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে। আমি সব স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানাতে চাই যারা কঠোর পরিশ্রম করেছেন আর এই অনুষ্ঠানকে উপস্থাপন করতে চেষ্টা করেছেন।

আলা আব্দেল ফাতাহ মাইক্রো ব্লগিং সার্ভিস ফ্লোস.প্রো সম্পর্কে একটি বার্তা রেখেছেন এই অনুষ্ঠানের সফলতায় তার গর্বের কথা জানিয়ে।

খুব গর্বিত http://eglug.org নিয়ে। #ইন্সটলফেস্টে ৬ বছর পরে অনেক নতুন মুখ আর বেশীরভাগ প্রতিষ্ঠাতা এখন আছেন ভালো।

আর পরিশেষে জয়নাব সামির এক গুচ্ছ ছবি প্রকাশ করেছেন যা তিনি ইন্সটলফেস্টে তুলেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .