- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আরব বিশ্ব: ববস প্রতিযোগিতার জন্য সকল কিছু চেষ্টা করা

বিষয়বস্তু: আলজেরিয়া, জর্ডান, বাহরাইন, মরোক্কো, মিশর, লিবিয়া, সিরিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, প্রযুক্তি

[1]সেইসব আরব ব্লগার যারা বেস্ট অফ ব্লগস (ববস) প্রতিযোগিতার [2] জন্য মনোনীত হয়েছেন তারা সকল চেষ্টা করছেন বেশী ভোট আকর্ষণের জন্য।

ষষ্ঠ বছরের জন্য ডয়েশে ভেলে আয়োজিত এই প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাপী মোট ৮৪০০ টির বেশী ব্লগ জমা পড়েছিল ৫৮,৮৩৭ জন দ্বারা যেগুলো ভাগ করা হয়েছে ১৭টি বিভাগে [3]। বিশ্বের বিভিন্ন স্থানের ঝানু ব্লগারের একটি জুরি [4] তাদের মধ্য থেকে ১৮৭ জনকে চুড়ান্ত করেছেন (উল্লেখ্য: আমি এই বছরের একজন বিচারক)।

এখন বিচারকদের কাজ প্রায় শেষ, অনলাইন সমাজের কাজ এখন চূড়ান্ত প্রতিযোগীদের সমর্থন করা এক মাসব্যাপী অনলাইন ভোটিং এ, যা এপ্রিল ১৪, ২০১০ এ শেষ হবার কথা। জুরি তার পরে বার্লিনে মুখোমুখি বসছে, আর এপ্রিল ১৫ তে রি:পাব্লিকা [5] সময়ে ফলাফল ঘোষিত হবে। তালিকায় এখন প্রত্যেক বিভাগে ১১ জন করে প্রতি্যোগীর নাম আছে।

আরবি বিভাগে, প্রতিযোগী ব্লগাররা হচ্ছেন: সিরিয়ার মেদাদ [6], জর্ডানের ওসামা রমোহ [7], মরোক্কোর নওফেল [8], সিরিয়ার আব্দুলসালাম ইসমায়েল [9], লিবিয়ার গাজি গেব্লাউই [10], মিশরের তারেক [11], মিশরের জিমি হালিম [12], আলজেরিয়ার ইউসেফ [13], বাহরাইনের সাউদ [14], মরোক্কোর মুস্তাফা এল্বাক্কালি [15] আর মিশরের ওয়েল আব্বাস [16]

মেদাদ তার ব্লগ ববসে অংশগ্রহনের ব্যাপারে লিখেছেন [17]:

سألني صديقي عن عدد زوار مدونتي فأخبرتهم بأنهم “أصبحوا تسعة”؛ رجلا أمن يسهران على فك طلاسم التدوينات وكتابة تقارير منظمة عنها لحماية الشعب من أمثالي، وصديقة تود لو تحبني لو استطاعت لولا دمامة وجهي وصغر عيناي، وثلاثة آخرين تآمر غووغل على إرسالهم إلى مدونتي بالخطأ لا يكاد يمرّ يوم دون يشتموا غووغل وصاحب هذه المدونة لضياع وقتهم الثمين جداً أونلاين.. أما الأخير فلا أعرفه..!!

تفاجأت بأن مدونتي بلغت المرحلة الثانية من مسابقة البوبز في فئة “افضل مدونة عربية” إلى جانب مدونة عبد السلام عبر إحدى التعليقات الأخيرة في هذه المدونة، ولم أكن قد رشحتها هذه السنة بل قام أحدهم بفعل ذلك ووضع على كاهلي عبئاً آخر، والحقيقة استغربتُ كيف أن هذه المدونة وصلت إلى المرحلة الثانية على الرغم من أن الشبكة مليئة بمدونات مذهلة ذات محتوى خصب وعميق أخجل أن أضع تعليقاً فيها لضآلة ما أشعر به أمامها.

একজন বন্ধু আমার ব্লগে আসা অতিথির সংখ্যা জিজ্ঞাসা করেন আর আমি বলেছি যে এটা এখন নয়জন হয়েছে: “দুইজন নিরাপত্তা কর্মকর্তা যারা সারা রাত জেগে থাকেন ব্লগিং এর ধাঁধা বোঝার জন্য আর সুগঠিত রিপোর্ট লিখে চলেন মানুষকে আমার মতো লোকের কাছ থেকে বাঁচাতে; একজন বান্ধবী যিনি আশা করেন তিনি আমার সাথে প্রেমে পড়তে পারতেন যদি না আমার চেহারা কুৎসিত হতো আর ছোট চোখ থাকতো; গুগুলের সাথে ভুল করে আরো তিনজনকে আমার ব্লগে পাঠিয়েছে, যারা তাদের সময় নষ্ট করার জন্য গুগুল আর এই ব্লগের মালিককে অপমান না করে থাকতে পারেন না; আর শেষের জনকে আমি চিনি না!!

আমি অবাক হয়েছি ববসের সর্বশ্রেষ্ঠ আরবি ব্লগের ক্ষেত্রে আমার ব্লগের মনোনয়ন দেখে, আব্দুলসালামের ব্লগের সাথে, আর সেখানে একটা মন্তব্য থেকে জানতে পারি। আমি নিজেকে মনোনীত করিনি, অন্য কেউ করেছেন, আমার কাঁধে বিশাল এক বোঝা স্থাপন করে। আমি অবাক হয়েছি আমার ব্লগকে এই পর্যায়ে পৌঁছাতে যখন ইন্টারনেটে ভালো বিষয় আর গভীর চিন্তার দারুণ সব ব্লগ আছে। যার ফলে আমার লজ্জা লাগে সেখানে কোন মন্তব্য রাখতে কারণ নিজেকে কতো ছোট মনে হবে।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে, মেদাদ প্রচারনার একটা কার্যপ্রণালী ঠিক করেছেন, তার ভোটারদের কিছু প্রতিশ্রুতি দিয়ে। তার মধ্যে আছে:

* المصوّتون من الأرياف سيحصلون على “تنكة زيت” بلدي مكفول بالإضافة إلى سي دي CD بلاي ستيشن مجاناً.
* المصوّتون من المدن يحصلون على خمسين دولار موزمبيقي (كنت أودّ لو أجعلها دولار أمريكي لكني معارض للولايات المتحدة وأسلوب تعاملها مع القضايا العالمية بشكل عام لذلك استعضتُ عن عملتها بالدولار الموزمبيقي)..
* العائلات التي تصوّت لصالحي دفعة واحدة تحصل على “هدية العائلة” وتتضمن كيس من الأرز والقهوة والشاي وجهاز لابتوب لا يعمل (ليس المهم أن يعمل فلن تعرفوا استخدامه على كل حال)..
* مستخدمي الانترنت والمنتديات الفنية العاطلين عن الفعل في مقاهي الانترنت سيحصلون على ديفيدي DVD كمبيوتر فارغ لتسجيل البرامج التي يقومون بسرقتها من النت.. مجاناً.

* যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আমাকে ভোট দেবেন, তারা এক পাত্র তেল পাবেন, আর প্লে স্টেশনের জন্য বিনামূল্যে একটা সিডি।

* শহর থেকে যারা আমাকে ভোট করবেন তারা ৫০ মোজাম্বিকান ডলার পাবেন (আমি এটাকে ১ আমেরিকান ডলার করতে চেয়েছিলাম কিন্তু আমি আমেরিকার বিরুদ্ধে লিখি আর তারা যেভাবে আন্তর্জাতিক ব্যাপারগুলোকে দেখেন তা সমর্থন করি না, তাই তাদের টাকাকে আমি মোজাম্বিকান ডলার দিয়ে প্রতিস্থাপন করেছি)।

* যেসব পরিবার একসাথে আমাকে ভোট দেবেন তারা পারিবারিক একটা উপহার পাবেন যার মধ্যে থাকবে এক ব্যাগ চাল, কফি, চা আর কাজ করে না এমন একটা ল্যাপটপ (এটা কোন ব্যাপার না যে এটা কাজ করেনা কারণ তারা এটা ব্যবহার করতেই জানেন না)।

* ইন্টারনেট আর ফোরাম ব্যবহারকারী যারা ইন্টারনেট ক্যাফেতে ঘুরে বেড়াচ্ছেন, সকলে বিনামূল্যে খালি ডিভিডি পাবেন তারা যে প্রোগ্রাম চুরি করেন তা রেকর্ড করার জন্য।

নওফেলও কথা দিয়েছেন [18] যদি তিনি জেতেন। তিনি লিখেছেন:

ماذا أقول؟ شكرا مرة أخرى..أعدكم أن أشتري -في حال فزت- لكل من صوت لي سيارة..بلاستيكية

আমি কি বলতে পারি? আমি কথা দিচ্ছি- জিতলে- আমার জন্য যারা ভোট করবেন তাদের প্রত্যেকের জন্য একটা করে গাড়ি কিনে দেব প্লাস্টিকের তৈরি।

আর সুয়াদ [19] তার পাঠকদের অনুরোধ করেছেন তাকে ভোট দিতে আর তাদের জন্য কিছু পরামর্শও দিয়েছেন:

انا أدعوكم اليوم من خلال هذه التدوينة التصويت لمدونتي في مسابقة البوبز (اذا كنت ترون انها تستحق ان تكون افضل مدونة عربية) وادعوكم ايضا لإنشاء مدوناتكم الخاصة، ان توصلوا صوتكم للعالم بالتدوين حول اية قضايا او موضوعات تستأثر اهتمامكم. بالامس كانت مدونة خبيزة واليوم مدونتي وربما تكون مدوناتكم أنتم في الغد هي المرشحة لأفضل مدونة

আজকে আমি আপনাদের অনুরোধ করছি, এই পোস্টের মাধ্যমে, ববস এ আমার ব্লগের জন্য ভোট করতে (যদি আপনাদের মনে হয় যে এটা সর্বোৎকৃষ্ট আরবি ব্লগ হওয়ার যোগ্যতা রাখে)। আমি আপনাদের আহ্বান জানাবো নিজেদের ব্লগ শুরু করার জন্য আর ব্লগিং এর মাধ্যমে বিশ্বের দিকে হাত বাড়ানোর জন্য, আপনার পছন্দের বিষয় নিয়ে। গতবার আমি খুবাইজার জন্য ভোট করছিলাম, আজকে আমার ব্লগ তালিকাভুক্ত হয়েছে আর হয়তো কালকে আপনারটা হবে।

অন্যদিকে তারেক [20] ভোট চাইতে লজ্জা পান। তিনি তার পাঠকদের বলেছেন:

لا أدري إن كان من اللائق أن أدعوكم هنا للتصويت لمدونتي دون سواها, ففي النهاية المسابقة تعتبر فرصة ذهبية للتعرف على مدونات جديدة من مختلف أنحاء العالم. لذلك فأنا أدعوكم للذهاب لموقع المسابقة و محاولة التعرف على المدونات المرشحة و إنتخاب تلك التي تعتقدون أنها الأحق بالترشيح, و إن كنت طبعا أتمني أن تنصب تصويتاتكم لصالح مدونتي.

আমি বুঝতে পারছি না আপনাদের কাছে আমার ব্লগের জন্য ভোট চাওয়া ঠিক হবে কিনা অন্যদের বাদ দিয়ে। দিনের শেষে, এই প্রতিযোগিতা দারুণ সুযোগ বিশ্বের অন্যসব নতুন ব্লগের সাথে পরিচিত হওয়ার। এই জন্য আমি চাচ্ছি আপনারা প্রতিযোগিতা দেখে, মনোনিত ব্লগ জেনে তার জন্য ভোট করুন যাকে আপনার মনে হয় এই মনোনয়নের যোগ্য। আর আমার ব্লগ যদি যোগ্য হয়, আমি খুব খুশি হব যদি আপনারা আমার জন্য ভোট করতে পারেন।

ব্লগ থেকে প্রচারণা টুইটার আর ফেসবুকে ছড়িয়ে পড়েছে যেখানে মনোনিত ব্লগার আর তাদের ভক্তরা পাঠকদের উদ্বুদ্ধ করছেন ভোট দিতে। কিছু ব্লগার তাদের ব্লগে লোগো ডিজাইন করে পোস্ট করেছেন, তাদের পাঠকদের অনুরোধ করে তাদেরকে ভোট দিতে।

যে কোন মনোনীত ব্লগের জন্য ভোট দেবার যায়গা এখানে [21]