ইন্দোনেশিয়া: সুমাত্রার ভূমিকম্পের রিপোর্ট টুইটারের মাধ্যমে

গত ৭ই এপ্রিল বুধবার ভোরে ৭.২ মাত্রার একটা ভূমিকম্প ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ আর দক্ষিণ সুমাত্রায় আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল সুমাত্রার পশ্চিম তীরের সিমেলু দ্বীপের ৩৪ কিমি দূরে সমুদ্রের তলায়।

থাইল্যান্ডের সরকার সুনামি সতর্কীকরণ জারি করেছে।

মাসকুঞ্চুং: আচেহতে ভূমিকম্প, বিদ্যুত নেই…আমি এটা শুনে দু:খিত… ঈশ্বরকে ধন্যবাদ যে এখানে কোন সুনামি নেই।

ফাঙ্কিনেক্টারিয়া: কার্যত আজ সকালের ভূমিকম্পের পরে উত্তর সুমাত্রা আর আচেহতে পাঁচটি কম্পন অনুভূত হয়েছে #এফবি #আচে #ইন্দোনেশিয়া #ভূমিকম্প

ইন্দোনেশিয়ার মতো দেশে সংবাদ জানাতে আর প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে মানুষকে সাবধান করতে টুইটার গুরুত্বপূর্ণ হাতিয়ার যেহেতু আবহাওয়া অধিদপ্তরের (বিএমজি) ওয়েবসাইটটি প্রায়শই বেশী ট্রাফিকের কারনে বন্ধ থাকে।

hSammir : Seperti biasanya, ketika #gempa besar terjadi, situs #BMG #Indonesia tidak bisa di akses. MEMALUKAN!!!!

এইচসামির: প্রতিবারের মতো বড় একটা ভূমিকম্পের পর বিএমজির সাইটে ঢোকা যাচ্ছে না। বিরক্তিকর!

সুমাত্রার মানুষ শতকের সব থেকে খারাপ কিছু ভূমিকম্প দেখেছে। ২০০৪ সালের বক্সিং ডে তে (২৪শে ডিসেম্বর) বিশাল এক সুনামি ইন্দোনেশিয়ার পশ্চিম প্রান্তের অঞ্চল আচেহতে আঘাত হানে যাতে এক লাখের বেশী মানুষ নিহত আর পাঁচ লাখ মানুষ গৃহহারা হয়। আজ পর্যন্ত আচেহবাসী ভয়ে বাস করেন।

LaidHu : @helmiiii gempa di aceh dirasakan jga ya di medan.. Kasian saudara2 di aceh,apalagi bnyak banget gempa2 susulan #aceh

লাইঢু: আচের কম্পন মিদানেও অনুভূত হচ্ছে। আমি আচেহর ভাইদের কথা চিন্তা করছি, বিশেষ করে শোনার পরে যে কম্পনের পর কম্পন হচ্ছে।

সুনামির সতর্কীকরণ নামিয়ে নেবার পরেও, মানুষ খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

leksa : Msh saja ada yg merasa liat tanda2 tsunami, berlari2 menjauhi laut, membuat suasan panik #gempa

লেক্সা: অনেকে আসন্ন সুনামির লক্ষন এখনো দেখছেন, তারা তীর থেকে পালিয়ে গেছেন। এই ভূমিকম্প আতঙ্কের সৃষ্টি করেছে।

ইন্দোনেশিয়ার সরকার তাদের বিমান বাহিনীর সেসনা বিমান পাঠিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানচিত্র বানাতে আর ত্রাণ দিতে।

বিএমজির ওয়েবসাইট অনুসারে সুমাত্রাতে ভূমিকম্পের পরে ৬টি কম্পন হয়েছে আর ইন্দোনেশিয়ার মশলা দ্বীপ মোলুক্কাতে স্থানীয় সময় সন্ধ্যায় রিশটার স্কেলে ৫.৫ মাপের ভূমিকম্প হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .