তিউনিশিয়ার ব্লগাররা ইংরেজীতেও কথা বলেন

তিউনিশিয়ার ব্লগাররা নিজেদের লেখা ইংরেজীতে প্রকাশ করা থেকে বিরত থাকতেন (দেশের তৃতীয় ভাষা), তারা আরবীতে লিখতেন (মাঝে মাঝে অন্যান্য তিউনিশিয়ান উপভাষায়) বা হয়ত ফরাসীতে। এর ফলে, তাদের বিদেশী পাঠকদের সংখ্যা সীমিত হয়ে পড়েছে আর তাদের চিন্তা আর মতামত জানার রাস্তা বাধাগ্রস্ত হয়েছে অ-আরবি আর ফরাসী না বলা মানুষের কাছে। কিন্তু এখন কিছু ব্লগার তাদের পোস্টে ইংরেজী ব্যবহার করছেন। এখানে ইংরেজীতে লেখা সেরকম কিছু ব্লগ দেখা যাক।

আলজাজিরার সংবাদ পোর্টাল এর উপর আরোপিত এক নিষেধাজ্ঞার কথা বলেছেন ব্লগার আমিন জায়ানি তার “আলজাজিরা.নেট তিউনিশিয়াতে পাওয়া যায়না” শিরোনামে লেখায়। তিউনিশিয়াবাসী আল জাজিরা সংবাদ চ্যানেল টিভিতে দেখতে পারেন কিন্তু ওয়েবসাইট নিষিদ্ধ। তিনি লিখেছেন:

তিউনিশিয়াতে আপনি আপনার টিভি আর স্যাটেলাইট রিসিভার চালু করলেই আপনি আলজাজিরা, আলজাজিরা ইংরেজী, আলজাজিরা চিলড্রেন, আলজাজিরা ডকুমেন্টারি, আলজাজিরা লাইভ, আলজাজিরা স্পোর্টস সারা দিন দেখতে পারেন।

কিন্তু ওয়েব ঠিকানা লিখে খুঁজলে আপনি পাবেন না। অদ্ভুত, তাই না?

ফিটাস.মি স্বাধীনতার উপরে ছোট গল্প লিখেছেন তিলিকুম মরণঘাতী তিমি শিরোনামে:

তাদেরকে মনে করিয়ে দাও তুমি কে। মনে করিয়ে দাও তুমি কতো মুক্ত আর জংলী। এই মানুষ ভুলে গেছে যে সমুদ্রের প্রধান শিকারী তুমি। তাদেরকে সহ্য করবে না, তারা ক্ষমতার কল্পনা করেছে, খারাপ যেমন তারা এটাকে দেখেছে, খাদ্য সংশ্লিষ্ট আর নিষ্ঠুর। তাদেরকে বলে দাও যে সত্যিকারের ক্ষমতা অন্যের স্বাধীনতাকে সম্মান করে তার উপরে নির্মান করা। তাদেরকে দেখিয়ে দাও যে তারা দায়ী আর তাদেরকে হিসাব দিতে হবে। প্রকৃতি টিকবে আমার বন্ধু।

চীনের গুগুলকে নিয়ে বিরোধ মিডিয়া কিভাবে দেখাবে সেই সম্পর্কে নতুন নিয়ম নিয়ে একটি লেখা লিখেছে আমোর ব্লগিং হিস ওয়ার্ল্ড:

চীন সরকার প্রণীত নতুন কিছু নিয়ম আর নির্দেশ চীনা মিডিয়াকে চাপ দিচ্ছে চীন থেকে সম্প্রতি গুগুলের বেরিয়ে আসার সংবাদ সম্পর্কে রিপোর্ট সেন্সর করতে। এই নির্দেশনা যা চায়না ডিজিটাল টাইমস জোগাড় করেছে, বেশ কিছু নিয়ম আরোপ করেছে মিডিয়া অফিসগুলোর প্রতি। এটি নতুন কিছু না, কিন্তু চীনা সরকারের বিস্তৃত মিডিয়া নিয়ন্ত্রণের কর্মসূচি খুবই দৃষ্টিকটু।

স্যামস ওয়ার্ল্ড সম্প্রতি বৈরুতে অনুষ্ঠিত প্রথম আরব ইন্টারনেট কনফারেন্স সম্পর্কে তার ভাষ্য দিয়েছেন। তিনি বলেছেন:

প্রথমবারের মতো, আরব ওয়েব ইন্ডাস্ট্রি তাদের নেতাদেরকে ডেকে এনে কনফারেন্স করছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ আর সিলিকন ভ্যালি থেকে আসা প্রযুক্তির নতুন ধারা আর নতুন সব সুযোগ নিয়ে আলোচনা করতে।

আপনার ই-ব্যবসা কি করে শুরু করা যায় বা ই-বানিজ্য কি করে নিয়ন্ত্রণ ধরা যায়? অনলাইন বিজ্ঞাপন, সামাজিক মিডিয়া, উদ্যোক্তা, শুরু করা, উঠতি সুযোগ। এগুলো ছাড়া আরো অনেক কিছু আলোচনা করা হবে ২ দিনব্যাপী আরব নেট ২০১০ অনুষ্ঠানে (মার্চ ২৫ ও ২৬)।

ইংরেজী ভাষার ছাত্র আর তিউনিশিয়ার ব্লগ জগতে নবাগত সুলা৭ফেত তার পড়া বই থেকে কিছু অংশ তুলে ধরেছেন:

রিচার্ড হফটাসাডটারের লেখা “আমেরিকার রাজনীতির ভ্রমগ্রস্ত স্টাইল” প্রথমে পড়ার সময় আমার মনে হয়েছিল এতে লেখা বিষয় মূলত আমেরিকার পাঠকদের উদ্দেশ্যে হবে। আমার মনে আছে যে আমি একটু সময় নিয়েছিলাম, দ্বিধা করেছিলাম আর তার পরে জিজ্ঞাসা করেছিলাম দাম কতো?

আশা করা যায় ইংরেজী ভাষার প্রতি এই নতুন ভাষাগত পরিচিতি, তিউনিশিয়ার ব্লগ জগতকে নতুন প্রশ্বাস দেবে আর সারা বিশ্বের পাঠকদের কাছে একে পরিচিত করবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .