রাশিয়া: মস্কো বোমা হামলার পরে উচ্চ ট্যাক্সি ভাড়া আর টেক্সট বার্তার জালিয়াতি

সম্প্রতি ঘটে যাওয়া মস্কোর সাবওয়ে বোমা হামলার রেশ অনেক। মানুষ হামলার শিকারদের জন্যে শোক করছেন, অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন, রাশিয়ার ভবিষ্যৎ সম্পর্কে ভাবছেন আর ক্ষোভ প্রকাশ করছেন…ট্যাক্সি চালক আর টেক্সট বার্তা জালিয়াতকারিরা এই ঘটনার সুযোগ নিচ্ছেন বলে মনে হচ্ছে।

বোমা হামলার পর পর প্রকাশিত বেশ অনেক ব্লগ পোস্টে বলা হয় যে ট্যাক্সি চালকরা তাদের ভাড়া অনেকটা বাড়িয়ে দিয়েছিল ঘটনার এক ঘন্টার মধ্যে সেইসব মানুষের জন্য যারা তাদের বাড়ি আর কাজে যাওয়ার চেষ্টা করছিল তাদের জন্য। ব্লগারদের কথা অনুসারে, বোমা হামলার স্থান থেকে মস্কোর শহরতলীতে পৌঁছাতে (১০ মিনিট লাগে গাড়িতে) গড় ট্যাক্সি ভাড়া নেয়া হয়েছিল ৩০০০ রুবলের (১০১ মার্কিন ডলারের) মতো, যা এই দুর্ঘটনার আগের সাধারণ ভাড়ার প্রায় আট গুণ বেশী।

জনপ্রিয় (আর ভূতপূর্ব) টিভি উপস্থাপক আর বর্তমানে রেডিও উপস্থাপক ভ্লাদিমির সোলইয়েভ তার ব্লগে এই বিষয়ে লিখেছেন:

Отдельно хочу сказать о мерзавцах, которые пытаются собрать деньги якобы на помощь пострадавшим. Их надо судить как пособников террористов. Таксисты в Америке после трагедии работали бесплатно, а наши взвинтили цены. В налоговую и штрафовать. Редкие подонки. Их бы номера и фамилии вывесить в сети и объявлять по радио и ТВ – устроить доску позора.

আমি আপনাদের নির্দিষ্ট করে বলতে চাই, সেইসব শয়তানের কথা যারা আহতদের সাহায্যের নামে অর্থ সংগ্রহ করে। তাদের বিচার হওয়া উচিত সন্ত্রাসীদের সঙ্গী হিসাবে। আমেরিকার ট্যাক্সি চালকরা [নিউ ইয়র্ক শহরে ৯/১১ এর হামলার পরে] বিনামূল্যে কাজ করেছিল আর আমাদেরগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। আয়কর বিভাগ দ্বারা এদের তদন্ত হয়ে জরিমানা করা উচিত। হারামি। তাদের লাইসেন্স প্লেট আর নাম অনলাইনে দেয়া উচিত আর রেডিও আর টিভিতে ঘোষণা করা উচিত। তাদেরকে লজ্জার দেয়ালে তোলা উচিত।

অন্যান্য ব্লগার (উদাহরণস্বরূপ এখানে, এখানে আর এখানে) ট্যাক্সি চালক সম্পর্কে তাদের ক্ষোভ জানিয়েছেন আর নিউ ইয়র্ক শহরের ৯/১১ এর সময়ের ট্যাক্সি চালকদের সাথে একই তুলনা করেছেন।

বিষয়টি এতো গুরুত্বপূর্ণ ছিল যে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সরাসরি চালকদের অনুরোধ করেন এই পরিস্থিতি তাদের নিজেদের সুবিধার জন্য ব্যবহার না করতে বরং ‘যারা এই দুর্ঘটনার শিকার তাদের সাথে একাত্মতা দেখাতে।‘ যাতায়াতের সমস্যা সমাধানে, মস্কোর মেয়রের অফিস পরে দুর্ঘটনার এলাকায় ১৩১ টি বিনামূল্যের মিনিবাস চালু করে।

ভার্চুয়াল শকুনদের আর একটা ঘটনা মোবাইল ফোনের মাধ্যমে বেরিয়ে এসেছে।

লাইভ জার্নাল ব্যবহারকারী মোলনিয়া সাবধান করে দিয়েছেন মস্কোবাসীকে একটি টেক্সট বার্তার ব্যাপারে যেখানে মেট্রো বোমা হামলার শিকারদের জন্য চাঁদা চাওয়া হচ্ছে:

Пожалуйста, не доверяйте паническим смскам с незнакомых номеров!
мне в обед пришла смс
“Уважаемы Россияне, убедительно просим Вас оказать посильную помощь пострадавшим от терактов в Московском метро. Все средства будут перечислены в НИИ Склифосовского. Стоимость смс 45 руб без налогов”
позвонила оператору, мне сказали, что ни о чем подобном Склифу или реальной благотворительной организации они пока не слышали. и самый финиш – стоимость смс на сей чудный номер не 45, а почти сто рублей.

অচেনা নম্বর থেকে করা সাহায্য চেয়ে কোন এসএমএসকে দয়া করে বিশ্বাস করবেন না! আমি দুপুরে একটা টেক্সট বার্তা পাই। “প্রিয় রাশিয়াবাসী, আমরা আবেদন করছি মস্কোর মেট্রোতে সন্ত্রাসী হামলার শিকারদের সাহায্যে এগিয়ে আসতে। সকল অর্থ দেয়া হবে স্কিলিফোসোভস্কির নামে করা গবেষণা ইন্সটিটিউটে, [মস্কো ইন্সটিটিউট অফ ইমার্জেন্সি ফার্স্ট এইড যাকে স্কিলিফও বলা হয়]। একটা টেক্সট বার্তার মূল্য ৪৫ রুবেল (১.৫ মার্কিন ডলার) করের আগে।“

আমি মোবাইল কোম্পানিকে ফোন করলে তারা জানায় যে স্ক্লিফ বা অন্য কোন ভালো দাতা সংস্থা এই ব্যাপারে কিছু জানে না। মজার ব্যাপার হল এই রহস্যময় নাম্বারে টেক্সট বার্তা পাঠানোর মূল্য ৪৫ না ১০০ রুবল (৩.৩ মার্কিন ডলার)।

আর একজন ব্লগার আপ্রাক্সিস তার ব্লগে যোগ করেছেন যে যারা সেন্ট পির্টাসবার্গে আছেন তাদের উপরেও এটার প্রভাব পড়েছে।

শেষে রাশিয়ার সব থেকে বড় তিনটা মোবাইল কোম্পানি তাদের সিদ্ধান্ত জানান যে, যেসব মানুষ এই টেক্সট বার্তা জালিয়াতির শিকার হয়েছেন তাদেরকে তারা ক্ষতিপূরণ দেবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .