তারা নিজেদের ‘টুইটারিকান’ বলছেন। তারা পুয়ের্টো রিকোর বাসিন্দা কিংবা প্রবাসী, যারা টুইটারকে সম্পূর্ণভাবে ভালোবাসে। কম্পিউটার বিজ্ঞানের স্নাতক ছাত্র আর ডিজিটাল মিডিয়ার পণ্ডিত মিগেল রিওস (@মিগেলরিওস) পুয়ের্টো রিকোতে টুইটার ব্যবহারকারীদের সংক্ষিপ্ত ইতিহাস লিখেছেন প্রযুক্তি বিষয়ে লেখা তার নোভেল্টিকা ব্লগে। রিওস ব্যাখ্যা করেছেন যে ২০০৮ সাল থেকে পুয়ের্টো রিকোবাসীরা টুইটারের অনুসারী হওয়া শুরু করে। তখন হ্যাশট্যাগ #টুইটারিকানের আর্বিভাব হয়।
El nombre de #twittericans comenzó a surgir, y nació una comunidad que en ese momento era unida, libre de toda controversia y bien amigable (cuanto extraño esos tiempos, coño).
২০০৯ সালে অনেক বিখ্যাত পুয়ের্টো রিকান শিল্পী তাদের টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন, যেমন ক্যালে ১৩, ড্যাডি ইয়াঙ্কি, রিকি মার্টিন আর ক্যানি গার্সিয়া। ২০০৯ সালে টুইটার গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয় সংবাদ প্রচারের জন্য। এই বছরেই পুয়ের্টো রিকোতে টুইটারের বিষ্ফোরণ হয়:
Durante este año, Twitter fue parte de reportajes de periódico en la isla, y más allá, fue una de las fuentes de información más grande para las revistas y periódicos sobre información de los artistas. Ricky Martin mostró por primera vez las fotos de sus hijos vía Twitter. Locutores radiales comenzaron a integrar Twitter en sus programas. Muchas noticias fueron primero divulgadas vía esta red y luego tomadas por la prensa.
কিন্তু টুইটার আসলেই কথোপকথনের আর তথ্য আদানপ্রদানের মাধ্যম হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ১৫ই অক্টোবর ২০০৯ তারিখের জাতীয় ধর্মঘটের সময়ে (অনুগ্রহ করে দেখুন গ্লোবাল ভয়েসেস এর ধর্মঘট সম্পর্কে কভারেজ এখানে, এখানে আর এখানে।)
Durante la marcha del pueblo en contra de los despidos de empleados públicos por parte del gobierno. Twitter fue ampliamente utilizado para opinar sobre la protesta, así como también fue utilizado para protestar. Según un análisis realizado por este servidor, durante ese día se enviaron unos 2570 tweets públicos que contenían el hashtag oficial de la protesta: #paropr. Esto solo contando tweets enviados desde las 10 AM, por lo que no oficialmente me atrevo a decir que más de 5,000 tweets en total fueron escritos sobre el tema.
‘টুইটারিকানরা’ টুইটার আরো ব্যবহার করেছিল অক্টোবর ২৩, ২০০৯ তারিখ ভোরে তেল শোধনাগার বিস্ফোরণের সময়ে। রিওস আবার টুইটারের ধারা পর্যালোচনা করেছেন, আর পরিশেষে বলেছেন যে প্রতি ঘন্টায় ১৫০টা টুইট হ্যাশট্যাগ #এক্সপ্লোশনপিয়ার সহযোগে পাঠানো হয়েছিল।
No fue hasta 1 hora y 54 minutos después de la explosión que se registró la primera señal en vivo de la noticia en la televisión boricua. Sin embargo, esta señal consistía de un video de la explosión, sin audio, sin reportajes. Mientras tanto, en Twitter, ya se había corrido la voz, al punto que fue donde primero se aclaró un rumor que había llegado a Notiuno sobre la posibilidad de que un avión comercial se había estrellado y causado la explosión.
রিওর পরবর্তী প্রকল্প টুইটারিকানদের সংখ্যা গণনা করা। টুইটিওলোপিয়ার নামে একটি সার্চ ইঞ্জিন যা দেখাচ্ছে যে পুয়ের্টো রিকোতে কি হচ্ছে সেটা অনুযায়ী ৯০০০ টুইটারিকান আছে। আপনারা যদি টুইটারে পুয়ের্টো রিকোন খুঁজতে চান তাহলে এটা শুরু করার দারুন স্থান: পুয়ের্টো রিকো টুইটার পাতা।
* মিগুয়েল রিওসের অনুমতি নিয়ে ছবিগুলো পুনর্মুদ্রণ করা হয়েছে।