গানের মাধ্যমে বাণী- তিব্বতের এক নতুন ধরনের মিউজিক ভিডিও

ব্লগ অনুবাদ প্রকল্প হাই পিকস পিওর আর্থ সম্প্রতি তিব্বতের “সঙ্গীতের মাধ্যমে বাণীর” উপর মনোযোগ প্রদান করছে। যে সমস্ত তিব্বতী মিউজিক ভিডিও (গানের ভিডিও) ইন্টারনেটে তুলে দেওয়া হয়েছে, সেখান থেকে তারা গানের কথা অনুবাদ করে এ কাজটি করছে।

এ বছরের ১০ মার্চে, এই ব্লগ একটি হিপ-হপ (হৈ হুল্লোড় মার্কা তারুণ্যের গান) ভিডিও উপস্থাপন করে যার শিরোনাম “নিউ জেনারেশন (নতুন প্রজন্ম)”। জনপ্রিয় এক ব্যান্ড দল যারা তিব্বতী ভাষায় “ইয়ুদ্রাগ” (সবুজ ড্রাগন) নামে পরিচিত, তারা এই গান গেয়েছে। ইয়ুদ্রাগ গত মাসে তাদের ব্লগে এই ভিডিওটি প্রকাশ করে। হাই পিকস পিওর আর্থের মতে:

তিব্বতে নতুন ধারার এই সঙ্গীত প্রদর্শন যা নতুন প্রজন্ম গানটি থেকে শোনা যাচ্ছে, তা নিয়ে তিব্বতের সাইবার জগতে খানিকটা বির্তক দেখা দিয়েছে। যেখানে তিব্বতের অনেক ব্লগার গানের খোলামেলা ভাষা ব্যবহারের জন্য ইয়ুদ্রাগের প্রশংসা করছে, সেখানে অনেক কয়েকজন “বেশি পশ্চিমা” ধারাকে গ্রহণ করার জন্য তাদের সমালোচনা করেছে। যে কারো সঙ্গীতের প্রতি ধারণা যে রকমই হোক না কেন, কোন সন্দেহ নেই এটি শক্তিশালী ও উত্তেজনাপূর্ণ সঙ্গীত, যা সম্মিলিত এক স্বরের মাধ্যমে তৈরি হওয়া প্রাণপ্রাচুর্যে ভরা গান।

নতুন প্রজন্মের একটি সম্পদ রয়েছে যাকে বলা হয় তারুণ্য
নতুন প্রজন্মের একটি গর্ব রয়েছে যাকে বলা হয় আত্মবিশ্বাস
নতুন প্রজন্মের ভেতরে একটা বিষয় দেখা যায়, যাকে বলা হয় ক্রীড়াশৈলী
নতুন প্রজন্মের একটা জিনিসের প্রতি আগ্রহ রয়েছে, যাকে বলে স্বাধীনতা

বলা যায় ইয়ুদ্রাগের “নিউ জেনারেশন” তিব্বতীয় পরিচয় নিয়ে অনলাইনে তৈরি হওয়া কর্মকাণ্ডের এক উচ্ছাস প্রকাশ, যেমনটা হাই পিকস পিওর আর্থের শুরুর এক ব্লগ পোস্টে বর্ণনা করা হয়েছে। এই গানটি গর্ব এবং আত্মবিশ্বাসে ভরপুর। ইংরেজী ভাষায় অনুবাদ (সাবটাইটেল) সহ ভিডিওটি এখানে দেওয়া হল:

ইয়ুদ্রাগ ছাড়াও হাই পিকস পিওর আর্থ এক তরুণ তিব্বতী গায়কের সাথে তার পাঠকদের পরিচয় করিয়ে দিচ্ছে, তাশি ধোনদুপ যার নাম তাশি ধোনদুপ তিব্বতের আমডো এলাকার বাসিন্দা এবং সম্প্রতি তার গান গাওয়ার মত “অপরাধের” কারণে, ১৫ মাসের শ্রম প্রদান করে পুনরায় পাঠ নেবার কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে তার “টর্চার উইদাউট ট্রেস (চিহ্ন ছাড়া অত্যাচার)” নামে প্রকাশিত গানের সিডির হাজার হাজার কপি তিব্বতে বিক্রি হয়। নিচে তার মিউজিক ভিডিওটি (গানের ভিডিও) রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .