- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভিডিও: কলম্বিয়ার মেডেলিনে দক্ষিণ আমেরিকা ক্রীড়া প্রতিযোগিতা

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কলম্বিয়া, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতি

কলম্বিয়ার মেডেলিন গত দুই সপ্তাহ ধরে ক্রীড়া অনুষ্ঠান আর উদযাপনে ভরপুর ছিল যখন এই শহর নবম দক্ষিণ আমেরিকান ক্রীড়ার [1](ওডেসুর) আয়োজক ছিল যেখানে বিভিন্ন ধরনের ক্রীড়ার জন্য বেশ কয়েকটি ল্যাটিন আমেরিকার দেশ অংশগ্রহণ করেছিল। স্থানীয় আর অতিথিরা তাদের কাজ থামিয়ে খেলা দেখতে গেছেন। নীচে তাদের তৈরি করা কিছু ভিডিও, যেখানে তারা প্রত্যেকে কিভাবে খেলা উপভোগ করেছেন তা দেখান হয়েছে।

কার্লোস এস্তেবান ওরোজকো উদ্বোধনী অনুষ্ঠানে যেতে পেরেছিলেন। তার চার মিনিটের ভিডিও [2] অনুসরণ করলে দেখব যে তিনি স্টেডিয়ামে বসে কয়েক ঘন্টা অপেক্ষা করেন অনুষ্ঠান আরম্ভ হওয়ার জন্য। এরপর তিনি অনুষ্ঠানের বিশেষ বিশেষ অংশ তুলে ধরেছেন আর শেষে আতসবাজি দিয়ে শেষ করেছেন যা রাতের আকাশকে আলোকিত করেছিল।

লাল্লী ও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কিন্তু কার্লোস ওরোজকোর থেকে অন্য দিক তিনি দেখেছেন [3]: যখন স্টেডিয়ামে আসছিলেন কর্মীদের দেখেছিলেন তিনি ন্যায্য বেতন আর ভালো চাকুরির জন্য বিক্ষোভ করতে। তিনি কিছু ক্রীড়াবিদের সাক্ষাতকার নেন আর তার পরে গিয়ে বসেন সেই জায়গায় যেটা তৈরি করা হয়েছিল তাদের জন্য যারা অনুষ্ঠানস্থলের ভিতরে যেতে পারবেন না; বাইরে বসে বেড়ার ফাঁক দিয়ে দেখা। খেলা যা সকলের জন্য ছিল, আসলে তা পুরো জনসংখ্যার উপকারে আসেনি [4]

এ্যানা ভালেজো আর জুয়ান ডেভিড এস্কোবার একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন – যারা খেলা দেখতে চেয়েছিলেন, কিন্তু জানতে পারেন তাদেরকে ৩ ঘন্টা আগে যেতে হবে বসার জায়গা পেতে হলে। তাই তারা নতুন স্টেডিয়ামের চারপাশ ঘুরে দেয়ালের ভিতর দিয়ে উঁকি মেরে বাড়ি ফিরে আসেন। এখানে তাদের ভিডিও [5]:

ডায়না পেরেজকে অবশ্য ভিতরে যেতে খুব কষ্ট করতে হয়নি। তার চালাকি? আগে পৌঁছানো। তিনি বেশ কয়েকটি ক্রীড়া অনুষ্ঠান দেখতে পেরেছেন: [6]

লিনা১১কো [7] সমাপনি অনুষ্ঠানে ছিলেন আর এখানে তার তৈরি ভিডিও [8], যেখানে অ্যাক্রোব্যাট দলকে দেখা যাচ্ছে ক্রেন থেকে ঝোলানো ধাতব স্থাপনা থেকে ঝুলে থাকতে, দর্শকদের বেশ উপরে:

আপনারা যদি উদ্বোধনী [9] আর সমাপনি [10] অনুষ্ঠান দেখতে চান, তাহলে আঞ্চলিক টিভি চ্যানেল টেলেমেডেলিন [11] কর্তৃক ধারণকৃত সম্পূর্ণ ভিডিও অনলাইনে পাওয়া যাচ্ছে।

দ্রষ্টব্য: এই পোস্টের কিছু ভিডিও টোডো লো কুই হে [12] নামক একটা ওয়েব শো অনুষ্ঠানের একটি পর্বের জন্য ধারণ করা হয় এবং এতে আমি যুক্ত আছি।