ইন্দোনেশিয়া: সনি বনাম সনি মামলা

গত মাসে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মেগা কুনিঙ্গান এলাকার সনি আরিয়ান্তো কুরনিয়াওয়ান (সনি একে) কে হুমকি প্রদান করে জাপানের সনি কর্পোরেশন। এই নেটিজেন যদি তার www.sony-ak.com ডোমেইন নামের ব্যক্তিগত ওয়েবসাইটটি বন্ধ না করেন তাহলে তার বিরুদ্ধে ট্রেডমার্ক মামলা ঠুকে দিবে বলেছে সনি কর্পোরেশন

আশার কথা হলো, ব্যক্তি সনিকে অনলাইন সমাজ সমর্থন করেছেন আর কর্পোরেশন সনি পরিশেষে বুঝতে পেরেছে এই মামলা পরিচালনার বিফলতা সম্পর্কে। তারপরে সনি কর্পোরেশন অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে আর এরই মধ্যে ব্লগারের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।

সনি একের ব্যক্তিগত ওয়েবসাইট ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় আর শিক্ষার ক্ষেত্রে এটা সর্বশ্রেষ্ঠ ওয়েবসাইটের পুরষ্কার পায় পিসি ম্যাগাজিন ইন্দোনেশিয়া থেকে ২০০৩, ২০০৪ আর ২০০৬ সালে।

মাল্টিব্রান্ড ব্লগ সনি কর্পোরেশনকে মনে করিয়ে দিয়েছে যে সনি একের ওয়েবসাইট কেবল বিনামূল্যের তথ্য দেয় জনগণকে, কোন কিছু বিক্রি করে না।

আমার ক্ষুদ্র মতে, সনি কর্পোরেশন বেশি আশাবাদী ছিল এমন দাবি করার সময়ে, কারণ ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের আওতায় নিরাপত্তা সীমিত সেই ট্রেডমার্কের আওতায় কিছু পন্যের ক্ষেত্রে।

এই ক্ষেত্রে সনি কর্পোরেশন বৈদ্যুতিক সরঞ্জামের প্রস্তুতকারক, আর ওয়েবসাইট: www.sony-ak.com কেবলমাত্র ব্যক্তিগত ওয়েবসাইট তার মালিকের যেখানে বিনামূল্যে তথ্য দেয়া হয়।

টকিং পয়েন্টস ব্লগ সনি একের ওয়েবসাইটের বিগত ছয় বছরে জনপ্রিয়তার কথা জানিয়েছেন:

এই মামলা অনেক ইন্দোনেশিয়ান নেটিজেনদের চিন্তিত করেছে, বিশেষ করে যারা ব্লগিং করছেন আর তথ্য প্রযুক্তি জগৎে বেশ অনেক বছর ধরে আছেন। ইন্দোনেশিয়ার আইটি প্রেমীদের জন্য সনি একের সাইট পরিচিত জ্ঞান বিতরণের কেন্দ্র হিসাবে, আর এটি প্রায় ৬ বছর ধরে চলছে।

এই ব্যাপারটা ইন্দোনেশিয়ার ব্লগ জগৎে আলোড়ন সৃস্টি করেছে আর সনি একের জন্য একটা ফেসবুক সমর্থক দল সৃষ্টি করেছে – ‘সনি- আমার বন্ধুর নাম নিয়ে নেবেন না’। এই দলটি দ্রুত হাজার হাজার সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছে।

সনি একের ওয়েবসাইট

সনি একের ওয়েবসাইট

হুইস্পার্স ব্লগ জানিয়েছে যে অনেক ইন্দোনেশিয়াবাসীর নাম সনি:

আর লক্ষ্য করবেন, ইন্দোনেশিয়াতে হাজার হাজার মানুষ আছে সনি নামে। আমার কিছু বন্ধুর নাম সনি, ইন্দোনেশিয়ার একজন ব্যাডমিন্টন তারকার নাম সনি ডুই কুঞ্চোরো, ইন্দোনেশিয়ার বিখ্যাত একজন অভিনেতার নাম সনি তুলুং।

তাহলে সনি কর্পোরেশন, আপনারা ওই ব্যক্তিদের বিরুদ্ধে কেন মামলা করেন না আর শত শত মা যারা তাদের বাচ্চাদের নাম সনি রেখেছেন তাদের ও কেন ছেড়ে দেবেন?

ফাইনালি ওকেন ভাবছে যে অ্যাপল কোম্পানি অভিনেত্রী গুইনেথ পাল্ট্রোর বিরুদ্ধে মামলা করবে কিনা তার মেয়ের নাম অ্যাপল রাখার জন্য।

হয়ত অ্যাপল.ইঙ্ক এর উচিত গুইনেথ পাল্ট্রোর বিরুদ্ধে মামলা করা তার মেয়ের নাম অ্যাপল রাখার জন্য যেহেতু ভবিষ্যৎএ তার অ্যাপল নামে একটা ব্লগও চালু হতে পারে…

সত্যি এটা অদ্ভুতের থেকে বেশী কিছু।

কলসন ব্যাপারটা ব্যাখ্যা করেছেন ডেভিড আর গোলিয়াথের মধ্যকার যুদ্ধ হিসাবে:

সহানুভূতি স্বাভাবিকভাবে ডেভিডের (একে) সাথে গোলিয়াথের (কর্পোরেশন) সাথে যুদ্ধে। আসলে এটা অদ্ভুত যদি নিরাপরাধ কোন নাগরিক কোন নাম ব্যবহার করেন যেটা দূর থেকে হয়ত কোন বহুজাতিকের সাথে মেলে, আর তাকে কেবলমাত্র ওই কারনে মামলা করা হয়।

কিন্তু আমার ভয় হচ্ছে যে গোলিয়াথের এখানে একটা কথা ঠিক আছে- যেহেতু আইনী ব্যবস্থা অনেক দূর পর্যন্ত গোলিয়াথদের সাহায্যের জন্য তৈরি। আর আইনী ব্যবস্থা গোলিয়াথ অগুন্তিবার ঠিক করতে পারে তা একজন ডেভিডের হাতে থাকা সীমিত অর্থের একটি অংশ মাত্র।

মামলা ফেরত নেয়ার আগে, ব্লগাররা পরকল্পনা করছিলেন সনি কর্পের বিরুদ্ধে একটা বয়কট প্রচারণা চালানোর। ইয়ারি এন কে তাদের মামলা ফেরত নেয়ার সিদ্ধান্তে খুশি

সনি কর্পের ভালো সিদ্ধান্ত হয়েছে দাবী ফেরত নেয়া যেহেতু কোন দিক থেকে এর কোন মানে হয়না যে কেউ তার নিজের নাম ব্যবহার করা বন্ধ করবে তার নিজের অবাণিজ্যিক সাইটের জন্য।

দাবি ছেড়ে দিয়ে, সনি মানুষের খারাপ মতামতের সম্মুখীন হবে না, যা ইন্দোনেশিয়ার জনগণ দ্বারা তাদের পণ্য বয়কটে রুপ নিতে পারতো। যারা সনি একে কে সমর্থন করেছিল তারা জানত যে সনি একের খারাপ কোন উদ্দেশ্য ছিলনা যখন প্রাথমিকভাবে সে তার ব্লগ বা সাইট স্থাপন করেছিল আর সে সনি কর্পের কোন অর্থ গ্রহণ করছে না…

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .