রাশিয়া: অনলাইনে এপ্রিল ফুলের ঠাট্টা

যদিও রাশিয়ায় বিপর্যয় এবং শোকের মধ্য দিয়ে সপ্তাহটি শুরু হয়েছে [রুশ ভাষায়], তারপরেও পহেলা এপ্রিলের দিন রুশ ব্লগার ও কম্পিউটার নিয়ে পড়ে থাকা উন্মাদেরা (গিক) তাদের জীবনে একটুখানি হাসির জন্য জায়গা তৈরি করার চেষ্টা করেছে। নিচে কয়েকজন ব্লগার ও কিছু সফ্টওয়্যার কোম্পানীর বিভ্রান্তিমূলক কাহিনীর মাধ্যমে হাস্যরস তৈরির চেষ্টা তুলে ধরা হল।

ব্লগার স্মোকিং অবজার্ভারের নতুন “স্টিলথ” ট্যাঙ্কের (যে ট্যাঙ্ক সহজে চোখে পড়ে না) ছবি প্রকাশ করেছে, যার নাম টি-৯০ “ঘোস্ট”:

টি-৯০ ঘোস্ট, বিশেষ ভাবে জোড়া দেওয়া এই আলোকচিত্র (কোলাজ) স্মোকিং অবর্জাভারের

টি-৯০ ঘোস্ট, বিশেষ ভাবে জোড়া দেওয়া এই আলোকচিত্র (কোলাজ) স্মোকিং অবর্জাভারের

রাশিয়ার সবচেয়ে বহুল ব্যবহৃত খোঁজ যন্ত্র (সার্চ ইঞ্জিন) ইয়ানডেক্স তার সকল ছবিকে উল্টিয়ে প্রকাশ করে। কিছু ব্লগার মনে করেছিল যে [রুশ ভাষায়] এটা ব্রাউজারের (খোঁজ যন্ত্র যে সফ্টওয়্যারের মাধ্যমে কাজ করে) এক ধরনের ত্রুটি, তবে এই অস্বাভাবিক পাতার আলোচ্য “উপাদানের” তারিখটি এর নিজের কথা বলছিল।

ইয়ানডেক্সের উল্টানো ছবি, ওয়েব পাতার ছবি (স্ক্রীন শট) পচেল-এর

ইয়ানডেক্সের উল্টানো ছবি, ওয়েব পাতার ছবি (স্ক্রীন শট) পচেল-এর

এববাইই নামক সফ্টওয়্যার প্রতিষ্ঠান, যার ইলেকট্রনিক অনুবাদের ক্ষেত্রে সেবা প্রদানে বিশেষজ্ঞ তারা ঘোষণা দেয়, প্রতিষ্ঠানটি না’ভি ভাষার (অবতার চলচ্চিত্রের আদিবাসী) এক শব্দকোষ তাদের পরবর্তী সংস্করণে যুক্ত করতে যাচ্ছে, ঘোষণার সমর্থনে তারা তাদের একজন সেরা ব্যবস্থাপকের (ম্যানেজারের) ছবি না’ভিদের মত চেহারা করে পোস্ট করে দিয়েছে।

নাভিদের মত দেখতে আলেকজান্ডার রাইলভ এর ছবি, ছবিটি এববাইই-এর সৌজন্যে

নাভিদের মত দেখতে আলেকজান্ডার রাইলভ এর ছবি, ছবিটি এববাইই-এর সৌজন্যে

জনপ্রিয় কৌতুক পোর্টাল (তথ্য বাতায়ন) বাস.অর্গ.রু তার চেহারা সম্রাটদের সময়ে প্রচলিত রুশ ভাষায় বদলে ফেলেছে (১৯১৭ সালে আগে রুশ ভাষা এইভাবে লেখা হত):

বাসঅর্গ সম্রাটদের সময়কালের লেখনীতে ছাপা, ওয়েব পাতার ছবি (স্ক্রীন শট) মিথোগলের

বাসঅর্গ সম্রাটদের সময়কালের লেখনীতে ছাপা, ওয়েব পাতার ছবি (স্ক্রীন শট) মিথোগলের

পুরনো রুশ লিখন পদ্ধতির শুরুর কিছু ভুল ব্লগারদের মধ্যে এক লম্বা আলোচনার [রুশ ভাষায়] খোরাক জুগিয়েছে।

ইজারায়েলইনফো.রু, একটি ইজরায়েলি পোর্টাল যার ব্যবহারকারীরা রুশ-ভাষী। সামনে ই-মেইলের উপর ট্যাক্স প্রদানের বিষয় নিয়ে, এখানে একটি তথ্য পোস্ট করা হয়েছে [রুশ ভাষায়], যা নেসেট প্রস্তাব করেছে।

কিন্তু সবচেয়ে প্রভাবশালী (এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য) ঠাট্টাটি ছিল জনপ্রিয় পোর্টাল “নভি রিজিওন” -এর, যেখানে এক ধরনের মিসাইল উৎক্ষেপ এস-৩০০ ((মিসাইল লাঞ্চার)) ডোবার কাদার মধ্যে আটকে রয়েছে এমন এক ছবি ছাপা হয়েছে:

এস -৩০০ ডোবার কাদার মধ্যে পড়ে আছে, বিশেষ ভাবে জোড়া দেওয়া এই আলোকচিত্র (কোলাজ) নভি রিজিওনের

এস -৩০০ ডোবার কাদার মধ্যে পড়ে আছে, বিশেষ ভাবে জোড়া দেওয়া এই আলোকচিত্র (কোলাজ) নভি রিজিওনের

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .