যদিও রাশিয়ায় বিপর্যয় এবং শোকের মধ্য দিয়ে সপ্তাহটি শুরু হয়েছে [রুশ ভাষায়], তারপরেও পহেলা এপ্রিলের দিন রুশ ব্লগার ও কম্পিউটার নিয়ে পড়ে থাকা উন্মাদেরা (গিক) তাদের জীবনে একটুখানি হাসির জন্য জায়গা তৈরি করার চেষ্টা করেছে। নিচে কয়েকজন ব্লগার ও কিছু সফ্টওয়্যার কোম্পানীর বিভ্রান্তিমূলক কাহিনীর মাধ্যমে হাস্যরস তৈরির চেষ্টা তুলে ধরা হল।
ব্লগার স্মোকিং অবজার্ভারের নতুন “স্টিলথ” ট্যাঙ্কের (যে ট্যাঙ্ক সহজে চোখে পড়ে না) ছবি প্রকাশ করেছে, যার নাম টি-৯০ “ঘোস্ট”:
রাশিয়ার সবচেয়ে বহুল ব্যবহৃত খোঁজ যন্ত্র (সার্চ ইঞ্জিন) ইয়ানডেক্স তার সকল ছবিকে উল্টিয়ে প্রকাশ করে। কিছু ব্লগার মনে করেছিল যে [রুশ ভাষায়] এটা ব্রাউজারের (খোঁজ যন্ত্র যে সফ্টওয়্যারের মাধ্যমে কাজ করে) এক ধরনের ত্রুটি, তবে এই অস্বাভাবিক পাতার আলোচ্য “উপাদানের” তারিখটি এর নিজের কথা বলছিল।
এববাইই নামক সফ্টওয়্যার প্রতিষ্ঠান, যার ইলেকট্রনিক অনুবাদের ক্ষেত্রে সেবা প্রদানে বিশেষজ্ঞ তারা ঘোষণা দেয়, প্রতিষ্ঠানটি না’ভি ভাষার (অবতার চলচ্চিত্রের আদিবাসী) এক শব্দকোষ তাদের পরবর্তী সংস্করণে যুক্ত করতে যাচ্ছে, ঘোষণার সমর্থনে তারা তাদের একজন সেরা ব্যবস্থাপকের (ম্যানেজারের) ছবি না’ভিদের মত চেহারা করে পোস্ট করে দিয়েছে।
জনপ্রিয় কৌতুক পোর্টাল (তথ্য বাতায়ন) বাস.অর্গ.রু তার চেহারা সম্রাটদের সময়ে প্রচলিত রুশ ভাষায় বদলে ফেলেছে (১৯১৭ সালে আগে রুশ ভাষা এইভাবে লেখা হত):
পুরনো রুশ লিখন পদ্ধতির শুরুর কিছু ভুল ব্লগারদের মধ্যে এক লম্বা আলোচনার [রুশ ভাষায়] খোরাক জুগিয়েছে।
ইজারায়েলইনফো.রু, একটি ইজরায়েলি পোর্টাল যার ব্যবহারকারীরা রুশ-ভাষী। সামনে ই-মেইলের উপর ট্যাক্স প্রদানের বিষয় নিয়ে, এখানে একটি তথ্য পোস্ট করা হয়েছে [রুশ ভাষায়], যা নেসেট প্রস্তাব করেছে।
কিন্তু সবচেয়ে প্রভাবশালী (এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য) ঠাট্টাটি ছিল জনপ্রিয় পোর্টাল “নভি রিজিওন” -এর, যেখানে এক ধরনের মিসাইল উৎক্ষেপ এস-৩০০ ((মিসাইল লাঞ্চার)) ডোবার কাদার মধ্যে আটকে রয়েছে এমন এক ছবি ছাপা হয়েছে: