আজারবাইজান: বাকুতে ডটকম এসেছে

গতকাল গভীর রাত্রে (২৯শে মার্চ, ২০১০) ইউএস স্টেট ডিপার্টমেন্টের স্পন্সর করা ডটকম প্রোজেক্টের আমেরিকান অংশগ্রহণকারীরা আজারবাইজানের বাকুতে এসেছে সামাজিক পরির্বতনের জন্যে সামাজিক মিডিয়া কনফারেন্স অংশগ্রহণের জন্য যা ৯-১০ এপ্রিল জর্জিয়ার তিবলিসিতে হবে। এই প্রকল্পটি আর্মেনিয়া, আজারবাইজান আর আমেরিকান তরুণদের একত্রে এনে সামাজিক সচেতন মিডিয়া তৈরিতে রত।

ডটকম: পিএইচ আর্ন্তজাতিক ব্লগ আজারবাইজানে আগত প্রকল্পের সদস্যদের আগমন আর পুনর্মিলনের ভিডিও পোস্ট করেছে। সপ্তাহ শেষে আমেরিকান অংশগ্রহণকারীরা জর্জিয়া হয়ে আর্মেনিয়াতে যাবেন তিবলিসিতে কনফারেন্সের জন্য ফেরার আগে।

গত বছরের অগাস্টে, গ্লোবাল ভয়েসেস অনলাইন ডটকমের প্রোগ্রাম পরিচালক এলিজাবেথ মেট্রক্সের সাক্ষাৎকার নেয় আমেরিকা থেকে তরুণদের আজারবাইজান ও আর্মেনিয়ার একত্র করার এই প্রচেষ্টা সম্পর্কে জানার জন্যে। এটি গুরুত্বপূর্ণ যখন দুই দেশের লোকেরা এখনো সর্বত্র যুদ্ধ করছে সামাজিক বিষয়ের সমাধানে যেমন পরিবেশ, লিঙ্গ আর মানবাধিকারের ব্যাপারে।

ঘটনাক্রমে, সংঘাত নিরসনে সামাজিক মিডিয়ার ভূমিকা সম্পর্কে বিবিসি আজেরিতে গত সপ্তাহের রিপোর্টের (পর্ব ১, পর্ব ২, পর্ব ৩) পরে গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাস সম্পাদক আবার ফ্লাইং কার্পেটেস এন্ড ব্রোকেন পাইপলাইন্স এর ব্লগার আর আঞ্চলিক ব্যাখ্যাকারী আরজু গেবুল্লাইয়েভার সাথে কাজ করবে উপরোক্ত কনফারেন্সে বিষয়টি উপস্থাপনা করার জন্যে।

তখন পর্যন্ত, ডটকমকে তাদের ভ্রমণে এখান থেকে অনুসরণ করা যাবে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .