- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রাশিয়া: মস্কো সাবওয়ে বোমা হামলার প্রাথমিক খবর

বিষয়বস্তু: রাশিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, দুর্যোগ, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, রাজনীতি

মস্কোর সোমবার সকালের রুটিন আজ ২৯শে মার্চ সকালে ভেঙ্গে গিয়েছিল সাবওয়েতে দুটি আত্মঘাতী হামলার ফলে [1], যার ফলে অন্তত ৩৮ জন নিহত আর ৭০ জন আহত হয়েছেন (অনেক ছাত্র ছিলেন, ৪০ বছরের কম বয়সের)। আত্মঘাতী হামলা দুইজন মহিলা চালান যারা কথিত উত্তর ককেশাস বিদ্রোহীদের [2] সাথে সম্পর্কিত। ব্লগাররা সর্বপ্রথমে এই দুর্ঘটনার কথা জানানো শুরু করে এবং একমাত্র স্থির মিডিয়া হিসাবে কাজ করে কারণ মূল সংবাদ ওয়েবসাইট উচ্চ ট্রাফিকের কারনে সাড়া দিতে ব্যর্থ হয় আর টিভি চ্যানেল খুব আস্তে আস্তে কাজ করেছে। টুইটার ব্যবহারকারী ক্রাসনোভা [3] লক্ষ্য করেছেন, টুইটার হ্যাশট্যাগ #মেট্রো২৯ [4] প্রতি সেকেন্ডে ৪০টি টুইট [4] পাচ্ছিল যেখানে টিভি চ্যানেল মাত্র ৪টা গল্প তৈরি করতে পেরেছিল। দুই ঘন্টার কম সময়ে মেট্রো২৯.রু [5] ওয়েবসাইট প্রতিষ্ঠা করা হয়েছে ঘটনা জানানোর জন্য।

প্রথম একজন ব্লগার যিনি এই ঘটনা জানান তিনি মারিনা লিতভিনোভিচ (লাইভ জার্নাল ব্যবহারকারী এবস্ট্রাক্ট২০০১), সরকার বিরোধী একজন ব্লগার। তিনি লুবিয়াঙ্কা সাবওয়ে স্টেশন থেকে ছবি পোস্ট করেছেন [6], যেখানে প্রথম বিষ্ফোরণ ঘটে:

‘লুবিয়াঙ্কা’ সাবওয়ে স্টেশনের লবি, ছবি এবস্ট্রাক্ট২০০১ এর সৌজন্যে [6]

‘লুবিয়াঙ্কা’ সাবওয়ে স্টেশনের লবি, ছবি এবস্ট্রাক্ট২০০১ এর সৌজন্যে

দ্বিতীয় বিষ্ফোরণ ঘটার স্থান পার্ক কুলটুরি সাবওয়ে স্টেশন থেকে যাত্রীদের সরিয়ে নেয়া [7] দেখা যাচ্ছে এমন একটি ইউটিউব ভিডিও আছে, যা পোস্ট করেছেন বারানোভোয়েব:

কিছুক্ষণের জন্য তথ্য আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আতঙ্কিত মস্কো বাসী যখন একসাথে খোঁজ নিচ্ছিলেন তাদের আত্মীয়, বন্ধুরা ঠিক আছেন কিনা তখন মস্কোর কেন্দ্রের সেল ফোন নেটওয়ার্ক ভেঙ্গে পড়ে। লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী অফনেট অভিযোগ করেছেন [8] যে সেলফোন ব্লাক আউটের কারণ হল একটি আমলাতান্ত্রিক রুটিন যেখানে এই চুড়ান্ত পরিস্থিতিতে প্রয়োজন ছিল একটা রি-ট্রান্সলেটর সেল স্টেশন স্থাপন করা। হাব্রাহাব্র ব্লগিং প্লাটফর্ম ব্যবহারকারি রুবি‌র‍্যাবিট মূল সংবাদ ওয়েবসাইট ব্লাক আউটের পুরো একটা লগ তৈরি করেছেন [9]

সকোলনিচেস্কায়া (লাল) সাবওয়ে লাইন তদন্তের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। কোমসোমোলস্কায়া স্টেশনে যানযটের ছবি ব্লগাররা পোস্ট করেন [10]। একই সময়ে মানুষ মেট্রো ব্যবহারে সাবধানতা অবলম্বন করেন , যদিও অন্যান্য সাবওয়ে লাইন খোলা ছিল। জনপ্রিয় ব্লগার নিকোলাই দানিলোভ (এলজে ব্যবহারকারী এনএল) ভিড়ের ছবি পোস্ট করেছেন [11] যেখানে মানুষ তাদের কাজের জায়গায় যাচ্ছেন:

মস্কোবাসী তাদের কর্মক্ষেত্রে যাচ্ছেন, ছবি নিকোলাই দানিলভের। [11]

মস্কোবাসী তাদের কর্মক্ষেত্রে যাচ্ছেন, ছবি নিকোলাই দানিলভের।

টিভি চ্যানেলের সংবাদ কেবলমাত্র ধীর গতিরই ছিল না তাদের এই ঘটনা প্রচারের মনোভাবের অভাবকেও দায়ী করা হয়েছে। আর একজন জনপ্রিয় ব্লগার, আন্টন নোসিক (এলজে ব্যবহারকারী ডোল্বয়েব) লিখেছেন [12]:

в 12:00 по Первому каналу начался плановый выпуск новостей. Не спеша, рассказывают о взрывах метро в Токио (1995), Баку, Париже, Дюссельдорфе, Лондоне, о соболезнованиях Януковича, депутатов Верховной Рады, Ангелы Меркель, передают заявление Бернара Кушнера. Затем скороговоркой дали recap, довольно чёткий, всех основных событий в Москве, длиной в полторы минуты: 35 погибших, 70 раненых, метро не ходит от Комсомольской до Спортивной, в центре города пробки, правительство требует усилить безопасность всех российских аэропортов. На минуту включили Тимура Серазиева с Лубянской площади, и тут же пошла реклама здоровой пищи, пепси-колы, какого-то Антистакса, шоколада «Вдохновение», сока «Любимый»,синтетических моторных масел Mobil1, средства для мытья окон, нового йогурта «Яблоко Мюсли», Афобазола от тревоги и напряжения, кофе Jakobs Monarch, хлопьев от Nestle с цельными злаками. Каждый из роликов был длинней прямого включения с Лубянки. После завершения семиминутной рекламной паузы досрочно началось часовое ток-шоу «Участок».

দুপুর ১২:০০ টায় চ্যানেল ওয়ান তাদের নিয়মিত সংবাদ অনুষ্ঠান শুরু করেছে। কোন তাড়া ছাড়া তারা টোকিও (১৯৯৫), বাকু, প্যারিস, ডুসেলডর্ফ, লন্ডন এ সাবওয়ে বোমা হামলার কথা, [ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের] সমবেদনা সম্পর্কে, [ইউক্রেনের সাংসদদের] অ্যাঞ্জেলা মার্কেল, বারনার্ড কুশনারের পাঠানো সমবেদনা সম্পর্কে জানিয়েছে। তার পরে খুব দ্রুত তারা সংক্ষিপ্ত একটা রিপোর্ট দিয়েছেন মস্কোর সকল মূল ঘটনার, দেড় মিনিট দীর্ঘ: ৩৫ জন নিহত, ৭০ আহত, মেট্রো কোমসোমোলস্কায়া থেকে স্পোরটিভনায়া পর্যন্ত কাজ করছে না, কেন্দ্রে যানজট, সরকার সকল রাশিয়ার বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে তাগিদ দিয়েছেন। কয়েক সেকেন্ডের জন্য, তারা [সাংবাদিক] তিমুর সেরাজিভকে দিয়ে রিপোর্ট করিয়েছেন লুবিয়াঙ্কা স্কয়ার থেকে সরাসরি, আর তার পরে তারা স্বাস্থ্যকর খাবার, পেপসি, কোন একটা এন্টিস্ট্যাক (পায়ের রক্তসন্ঞালনের জন্যে ট্যাবলেট), চকলেট ইন্সপায়ারেশন, দ্যা লভড ওইয়ান জুস, সিন্থেটিক তেল মবিল ১, জানালা ধোয়ার জিনিষ, নতুন দই এ্যাপেল মুস্লি, এফোবাজল- দুশ্চিন্তা আর প্রেসারের জন্য চিকিৎসা, জ্যাকব মোনার্ক কফি, নেসলে কর্নফ্লেক্স এর বিজ্ঞাপন দেয়া শুরু করেছে। প্রত্যেকটি বিজ্ঞাপন লুবিয়াঙ্কার রিপোর্টের থেকে বড় ছিল। ৭ মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে, তারা অপরিকল্পিত টক শো ‘ডিস্ট্রিক্ট’ শুরু করে দিল।

ব্লগার আর সংবাদ পোর্টালগুলো তথ্যের এই ফাঁক ভরার চেষ্টা করছেন। সংবাদ পোর্টাল লাইফনিউজ.রু একটি ছবির গ্যালারি [13] পোস্ট করেছে যার মধ্যে উড়ে যাওয়া সাবওয়ের ট্রেন কামরার ছবি ছিল [14]। এলজে ব্যবহারকারী সেগ_ও ছবি পোস্ট করেছেন [15] পার্ক কুল্টুরি মেট্রো স্টেশনের কাছের এলাকা থেকে। বিবিসি আর গার্ডিয়ান তাদের সরাসরি ব্লগিং পাতা স্থাপন করেছে-লাইভব্লগ [16] আর লাইভ কাভারেজ [17]- সকল গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করছে। লাইভজার্নাল একটি বিশেষ চ্যানেল খুলেছে [18] এই বিষয়টি জানাতে। নীচে বিষ্ফোরণ থেকে বেঁচে গেছেন এমন কয়েকজনের রিপোর্ট:

অয়োলিন: [19]

Я работаю на Лубянке. В школе. Начинаю работать в 8. В 7.50 я приехала на Кузнецкий Мост. Хотела перейти на Лубянку, но там всё было в думу, людей не пускали. Вышла через Кузнецкий Мост. На Лубянской площаде сразу же всё перегородили, приехали спасатели. На работе до сих пор кризисная ситуация. Родители звонят, беспокоятся, мамы плачут. Это ужасно.

আমি লুবিয়াঙ্কাতে একটা স্কুলে কাজ করি। আমি ৮ টায় রওয়ানা দেই। ৭:৫০ এ আমি কুজনেটস্কি মোস্টে (সাবওয়ে স্টেশন) এসে পৌঁছাই। আমি লুবিয়াঙ্কাতে পাল্টাতে চেয়েছিলাম, কিন্তু সেখানে সব কিছু ধোঁয়াতে ঢাকা ছিল, মানুষকে ঢুকতে দেয়া হচ্ছিল না। আমি কুজনেটস্কি মোস্টে বেরিয়ে আসি। লুবিয়াঙ্কা স্কোয়ারে তারা সব কিছু আটকিয়ে দিয়েছিল, সাহায্যকারী দল আসছিল। এখানে জটিল একটা পরিস্থিতি। বাবা মা ফোন করছেন, খুব চিন্তিত হয়ে, মারা কাঁদছেন। ভয়ঙ্কর।

কোটিকেক্সিক [20]:

Время 14.40. Я только-только собрала в кучу голову. Меня перестало трясти, когда я встаю со стула, и я больше не плачу. Пытаюсь заставить себя поработать.

এখন দুপুর দুটো চল্লিশ বাজে। আমি নিজেকে সংযত করছি। চেয়ার থেকে উঠলে আমি আর কাঁপছি না, আমি আর কাঁদছি না। আমি নিজেকে দিয়ে কাজ করাতে চাচ্ছি।

ডাভেতে [21]:

Выхожу на Парке Культуры. Поднимаюсь уже было к выходу. Рядом идут сотрудники милиции. К ним обращается какая-то женщина:
-Что случилось то?
-Ой, да авария какая-то, технические причины.
В эту же секунду прогремел взрыв.
Противоположный от моего поезд, по направлению к станции Кропоткинская.
Взорвался где-то в середине.
Людей было не много, давки не было. Но взрыв очень мощный. Не сомневаюсь, эта бомба – военного стандарта.

আমি পার্ক কুল্টুরি (সাবওয়ে স্টেশন) থেকে বের হচ্ছিলাম। আমার পাশে পুলিশ অফিসাররা হাঁটছিল। একজন মহিলা তাদেরকে জিজ্ঞাসা করলো:

- কি হয়েছে?

- দূর্ঘটনা কোন, প্রযুক্তিগত কারনে। আর ঠিক ওই সময়ে বিষ্ফোরণ হল। যে ট্রেনটি উলটো দিকে যাচ্ছিল, ক্রোপটকিন্সকায়া স্টেশনের দিকে। মাঝামাঝি কোথায় বিষ্ফোরণ হয়েছে। খুব বেশি লোক ছিল না, পদদলিত হওয়ার ঘটনা হয়নি। কিন্তু বিষ্ফোরণ খুব শক্তিশালি ছিল। কোন সন্দেহ নেই এই বোমা সেনাবাহিনী- মানের সমকক্ষ ছিল।