- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

দুবাই: ইরানী ব্লগার ওমিদ রেজা মিরসায়াফিকে স্মরণ

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, স. আরব আমিরাত, আইন, ডিজিটাল অ্যাক্টিভিজম, নতুন চিন্তা, প্রযুক্তি, বাক স্বাধীনতা, মানবাধিকার, সরকার

বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৪০ জন তরুণ একত্র হন দুবাই এর একটা ক্যাফেতে আর স্মরণ করেন ইরানী ব্লগার ওমিদ রেজা মিরসায়াফিকে [1], যিনি জেলে মারা যাওয়া প্রথম ব্লগার। এই মিটিং মার্চ ১৮ এর আন্দোলন [2] আর ওআর৩১৮ মুভমেন্টকেও তুলে ধরেছে, যা শিল্পের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

মার্চ ১৮ আন্দোলনের একজন সদস্য জাঙ্কি এই মিটিং এর পরিকল্পনা ব্যাখ্যা করে বলেছেন [3]:

আমি ভাবছিলাম একটা টুইটাপ (টু্টার ব্যবহারকারীদের সম্মিলন) আয়োজন করবো (আর কমিউনিটি নির্ভর একটা শিল্প ঠিক করব বৃহষ্পতিবার ১৮ মার্চ এর প্রচারনার জন্য।

শিল্পের মধ্যে থাকবে একটা বড় ক্যানভাস যেখানে প্রচারণার সমর্থকরা একত্র হয়ে জানাতে পারবেন বাক স্বাধীনতার মানে তাদের কাছে কি। তারা চিত্রের মধ্যে দেখানো যায় এমন যেকোন মাধ্যম ব্যবহার করতে পারেন- ছবি, আঁকা, কবিতা বা সাধারণ “আমি বাক স্বাধীনতা চাই” ক্যানভাসে লিখে তাদের বার্তা জানানোর জন্য।

এখানে এই শিল্পের কয়েকটিকে পাওয়া যাবে। [4]

সেন্সরশীপের বিরুদ্ধে
[5]
[6]

বাকপ্রকাশের স্বাধীনতার জন্য
[7]

এখানে দুবাই এর অনুষ্ঠান দেখানো হচ্ছে একটা ভিডিও চিত্রে:

ওর৩১৮- মার্চ ১৮ প্রচারণা – – দুবাই সংস্করণ [8], আরিবা হানিফ [9] এর সৌজন্যে ভিমিও থেকে [10].

মার্চ ১৮ প্রচারণা এনিমেশন [11] ব্যবহার করে বিপুল সংখ্যক দর্শক বিশেষ করে তরুণদের কাছে পৌঁছানোর জন্য। এদের দ্বিতীয় সংস্করণ [12] এরই মধ্যে ৭৫,০০০ হিট পেয়েছে। এটাকে ইউটিউবের গ্লোবাল হোমপেজে ১২ই মার্চে দেখান হয়েছে।