- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: গুগলকে হ্যাক করার অভিযোগ নিয়ে নেটবাসীরা মজা করছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, কৌতুক, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি

তথাকথিত অপারেশন অরোরা [1] যা কিনা গুগল ও পশ্চিমের অন্য ৩৩টি প্রতিষ্ঠানকে আক্রমণ করে, অভিযোগে প্রকাশ যে, এই আক্রমণ চীনের দুটি বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রবন্ধ [2]অনুসারে এই ধারণা করা হয়। বাস্তবতা হচ্ছে এই দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্য একটি উত্তর চীনে অবস্থিত মানের দিক থেকে চতুর্থ স্তরের কারিগরী বিশ্ববিদ্যালয়। এর নাম শানডং লান শিয়াং এডভান্স ভোকেশনাল কলেজ। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি কেবল গাড়ী মেরামত বিষয়ক কারিগরী প্রশিক্ষণ প্রদান করে থাকে।

এই অভিযোগে বিস্মিত চীনা সাইবার জগত গুগলের সম্প্রতি করা অভিযোগের [3] উপর যতটা না গুরুত্ব প্রদান করেছে, তারচেয়ে তারা বিস্মিত হয়েছে এই কারণে যে, তারা লান শিয়াং এর মত একটি প্রতিষ্ঠানকে এ রকম এক সুক্ষ আক্রমণের উপযুক্ত বিবেচনা করছে, যা এই প্রবন্ধ আংশিক ভাবে নিশ্চিত করেছে। অনেকে মনে করছেন যে লান শিয়াং-এর প্রশাসনের আনন্দে উদ্বেলিত হওয়া উচিত এই কারণে যে, তাদের প্রতিষ্ঠান বিজ্ঞাপন বাবদ একটি পয়সা খরচ না করেই রকেটের মত দ্রুত আন্তর্জাতিক সুনাম অর্জন করছে। নিচে কিউকিউ.কম [4] থেকে নেওয়া কিছু মন্তব্য তুলে দেওয়া হল।

找工作,到蓝翔!

চাকুরি চান? সেক্ষেত্রে লান শিয়াং-এ পড়তে যান!

山东蓝翔技工学校学生水平竟然超过老美电脑专家吗?

তা হলে, লান শিয়াং এর ছাত্ররা আমেরিকার কম্পিউটার নিয়ে পড়ে থাকা পুরানো কম্পিউটার উন্মাদদের ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে?

给山东蓝翔高等技工学校做了免费广告了!

এটা লান শিয়াং-এর জন্য বিনে পয়সায় বিশাল এক বিজ্ঞাপন হয়ে গেল!

你就不能说个清华北大之类的?说个山东蓝翔,美国人面子也算丢尽了,中国一所职业技术院校学生可以随意攻击国际一流搜索引擎,中国NB了。

তারা (নিউ ইয়র্ক টাইমস) কি অভিযোগ করার জন্য কি আর কোন যোগ্য প্রার্থীকে পেল না, যেমন তাসিনগুয়া অথবা বেইজিং বিশ্ববিদ্যালয়? লান শিয়াং?! আমেরিকানদের, নিজেদের কাছে নিজেদের লজ্জিত হওয়া উচিত। চীনের এক গুরুত্বহীন কারিগরী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্বের সেরা মানের এক সার্চ ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠানের উপর হামলা করতে সক্ষম? চীন সত্যিই ভয়ঙ্কর!

বাইডু.কমে জনতার জন্য লান শিয়াং-এর উন্মুক্ত ওয়েবপাতায় [5] বিভিন্ন এলাকার লোকজন তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে যাচ্ছে। খুব সাধারণ ভাষায় যে সমস্ত শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে সেগুলো হচ্ছে, “কিয়োটো বিশ্ববিদ্যালয়ের চীনা ছাত্ররা লান শিয়াং-কে অভিনন্দন জানাচ্ছে” এবং “নানজিং মহাকাশ উড্ডয়ন এবং নভোচারী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়ে দিয়েছে”।

এই ঘটনাটি আরো বিস্তারিত বিদ্রূপের খোরাক জুগিয়েছে:

望 而却步的美国人,借攻击谷歌事件污蔑我国第一名校,企图降低我校在国际上的地位。蓝翔技校发言人对此表示,虽说该校学生已经具备攻克美国政+府网站的能 力,但该校管理严格,学生素质甚高,更重要的是,学生正在攻克艰深的科学研究,不会浪费时间攻击一个普通的互联网搜索网站。

সতর্ক আমেরিকানরা আমাদের এই জাতীর সবচেয়ে সম্মানিত বিশ্ববিদ্যালয়ের নিন্দা করার জন্য গুগলকে বেছে নিয়েছে, তারা বৃথাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লান শিয়াং এর অলঙ্ঘ্য অবস্থানকে নড়বড়ে করতে চাইছে। লান শিয়াং-এর মুখপাত্র এই ঘটনার উপর মন্তব্য করতে গিয়ে বলেছেন যে, যদিও লান শিয়াং-এর ছাত্ররা যুক্তরাষ্ট্র সরকারের ওয়েব সাইট ধ্বংস করার মত দক্ষতা অর্জন করেছে, তারপরে কঠোর নিয়মানুবর্তিতা এবং এখানকার অত্যন্ত মেধাবী ছাত্র যুক্তভাবে এই নিশ্চয়তা প্রদান করে যে, তারা এ ভাবে কোন ওয়েব সাইট আক্রমণ করতে যাবে না। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা প্রয়োজনীয় সব বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত থাকে এবং সাধারণ মানের কোন ওয়েব সাইট আক্রমণ করে সময় নষ্ট করার মত সময় তাদের হাতে নেই।

সকল শ্লেষাত্মক মন্তব্য সত্ত্বেও প্রশ্ন করা যেতে পারে, সত্যি কি এই ঘটনার পেছনে লান শিয়াং-এর ছাত্ররা জড়িত। সেই উন্মুক্ত পাতায় পোস্ট করা [6] লেখাগুলোর দিকে সাধারণ দৃষ্টিতে একবার চোখ বুলান, যা নিউ ইয়র্ক টাইমসের প্রবন্ধের পূর্বে লেখা হয়েছে, সেখানে ধারণা দেওয়া হয়েছে যে, লান শিয়াং আসলে একটি সাধারণ মানের বিশ্ববিদ্যালয়!

学习方面:理论多实习少且设备陈旧,好的紧供参观,(勿动嗷要罚款的)~收费方面:学费一次付清,学校出理不掉的东西强买强卖,杂费不断,没发票~火食方面:食堂混乱吃饭不便,想吃得没有,就大锅饭,比监狱还操蛋

শিক্ষার শর্তাবলী বিবেচনা করলে, এখানে প্রচুর তত্ত্বীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে, কিন্তু ব্যবহারিক শিক্ষার সুযোগ অনেক কম। এখানকার বেশিরভাগ যন্ত্রপাতি জরাজীর্ণ, ভালো যে সমস্ত যে যন্ত্রপাতি রয়েছে, তাও কেবল প্রদর্শনের জন্য। শিক্ষাদান এবং বেতন প্রদানের শর্তাবলী হচ্ছে, শিক্ষাদান শুরুর আগেই বেতন পরিশোধ করতে হবে। কেবল তাই নয়, বিশ্ববিদ্যালয় তাদের সেই সমস্ত জিনিস কিনতে বাধ্য করে, যা নিজেরা কাউকে গছাতে পারে না। এছাড়া নানা রকমের ফিস বা অর্থ প্রদানের বিষয় রয়েছে এবং এর জন্য তারা কোন রশিদ প্রদান করে না! যদিও ডাইনিং বা খাবারের এলাকার কথা বলেন, সেটা এক হট্টগোল পূর্ণ এলাকা। সত্যিকার অর্থে কোন খাবারটা খেতে চান তা বের করা বেশ কঠিন। খাবার তৈরি করা একটা বড় কাজ এবং এখানকার খাবার জেলের খাবারের চেয়ে খারাপ!

老子也是那来毕业的,那个烂学校我都没法说了。就会骗钱。

এখান থেকে আমি স্নাতক ডিগ্রী অর্জন করি। আমি জানি এই বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কি বলা উচিত। তাদের যতটা মেধাবী ভাবা হয় তারা ততটা নয়।

যথেষ্ট প্রমাণ রয়েছে কি যার ফলে লান শিয়ানের অপরাধ প্রমাণ করা যায়? আরো বলা যায়, এই প্রমাণ কি চীনের জাতীয় জনমতের ক্ষেত্রে আদৌ গুরুত্বপূর্ণ? আমাদের অপেক্ষা করা উচিত এবং দেখা উচিত এই নাটক কি ভাবে মঞ্চস্থ হয়।