পেরুর টেলিভশনে প্রচারিত অনুষ্ঠান রিপোর্টে সেমানাল “পিসকো” নামের এক আলপাকার (উটের মত দেখতে এক ধরনের প্রাণী) ভিডিও দেখাচ্ছে যে, সে সার্ফিং করতে বা পানির উপর বিশেষ তক্তা বা বোর্ড নিয়ে চলতে সক্ষম। কি ভাবে পানির উপর সার্ফ করতে হবে তার প্রশিক্ষক ডোমিনিগো পিয়ানেজ্জি শিখিয়ে দিয়েছে। পিয়ানেজ্জি নিজে একজন সার্ফার, যার এই কাণ্ডটি অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। রয়টারের এই ব্লগ পোস্টে সার্ফ করতে থাকা আলপাকার অনেকগুলো ছবি রয়েছে। এই কর্মটি বিশেষভাবে কৌতূহলজনক, কারণ আলপাকা আন্দেজ এলাকার একটি প্রাণী, যারা দক্ষিণ আমেরিকার ক্যামেলিড (উট) প্রজাতির প্রাণী পরিবারের অন্তর্ভুক্ত। এদের আন্দেজ পবর্তের ঠাণ্ডা থেকে বাঁচার জন্য প্রচুর লোম রয়েছে। যদিও উল্লেখ রয়েছে যে দক্ষিণ আমেরিকায় স্প্যানিশদের আগমনের পূর্বে এই প্রাণীদের সমুদ্র উপকূলের জলাভূমিতে পাওয়া যেত, তারপরেও কল্পনা করা কঠিন এই ধরনের প্রাণী প্রচণ্ড গরমে সমুদ্রের পানির উপর খেলা করছে।
যারা এই ভিডিওটি দেখেছে তারা এই মনোভাব প্রকাশ করেছে যে, সার্ফিং করার সময় আলপাকা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, এমনকি সে যখন ভয় পাচ্ছিল, তখন পানির উপর লাফিয়ে পড়ছিল। অন্য যে সমস্ত প্রাণী, যেমন কুকুর, যারা পানিতে সার্ফিং করতে পারে তাদের সাথে আলপাকার পার্থক্য এখানেই, সার্ফিং করার সময় কুকুররা বিষয়টিকে উপভোগ করে। এটি সঠিক কিনা তা নিজে যাচাই করার জন্য ভিডিওটি দেখুন [স্প্যানিশ ভাষায়]।
শুরুতে অনেকের কাছে আলপাকার সার্ফিং করার বিষয়টি পেরুবাসী হিসেবে গর্ব করার মত এক প্রশংসনীয় ব্যাপার, এল কোমেরসিও নামক সংবাদপত্রে প্রকাশিত এই ঘটনার [স্প্যানিশ ভাষায়] মন্তব্য বিভাগের উপর নজর দিলেই বিষয়টি পরিষ্কার হবে । তবে এই বিস্ময়কর কর্ম বা স্টান্টের বিপক্ষেও অনেক মন্তব্য এসেছে, যারা এর প্রশিক্ষক সার্ফারের বিরুদ্ধে পশু নির্যাতনের অভিযোগ এনেছেন। একই সংবাদপত্রে প্রকাশিত অন্য আরেক প্রবন্ধে পশু অধিকার কর্মীরা আলপাকার স্বাভাবিক ভাবে থাকা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে [স্প্যানিশ ভাষায়], এই কারণে তাকে তার স্বাভাবিক বাসস্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং লবণাক্ত পানির সংস্পর্শে আনা হয়েছে। সার্ফিং করার সময় আলপাকার ক্ষেত্রে যে সমস্ত নিরাপত্তা নেওয়া হয়েছে তার প্রশিক্ষক সেগুলোর বর্ণনা করেছেন, যেমন প্রাণীটির কান ঢেকে দেওয়া এবং সমুদ্রে সার্ফিং করার পর তাকে মিঠা পানিতে গোসল করানো হয়।
তবে, অনেকের মতে এই সব নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না। বিভিন্ন ব্লগে অনেক মতামত ছিল, যারা এই ধরনের “ক্রীড়া প্রশিক্ষণের” পক্ষে নন। যেমন, উদাহরণ হিসেবে বলা যায় রজার টরেস পোন্ডা ব্লগ পেরু এন্টিটিউরিনোতে [স্প্যানিশ ভাষায়] লিখেছে:
Cabe señalar que este deportista, profesor de surf para niños, está violando la Ley Nº 27265, Ley de Protección a los Animales Domésticos y a los Animales Silvestres mantenidos en Cautiverio, así como el Artículo 450-A del Código Civil. Entonces, ¿qué tipo de formación puede dar a las futuras generaciones un señor que no respeta a los animales y con ello a la naturaleza?, ¿acaso los padres antes de enseñarles a sus hijos a pararse en una tabla no deberían enseñarles valores para ser mejores hombres?. Desde acá exigimos a la Dirección de Flora y Fauna Silvestre y también a la Policía Ecológica, rescatar a esta inocente alpaca de las garras egoístas de este “deportista”.
এছাড়াও ব্লগার আরবিসি এ ধরনের কাজের সাথে একমত নন এবং তার ব্লগ ডে টোডো উন পোকো… ই কে ডিওস নস কোজা কনফেসাডোস-এ [স্প্যানিশ ভাষায়] লিখেছেন এবং প্রশ্ন করেছেন: আসলে পশুর কাছাকাছি কোন জন ?
A diferencia de un labrador retriever, una alpaca NO se lanza al mar a nadar, sino observen sus patas dobladas sobre la tabla por el temor al que está expuesto en el mar. Pero Pianezzi dice que su mascota “se está acostumbrando al agua”,…. si si como no. Sería interesante que este entrenador haga surfismo en la cordillera de los andes y encima calato…
ব্লগ টেকনোলজিয়ায় [স্প্যানিশ ভাষায়] ব্লগার লিখেছেন:
nos preguntamos que sentirá la protagonista de esta nota, solo podemos decir que se le ve mas echada en la tabla (como algunos principiantes) que como todo un surf y solo atina a caerse de la tabla que a correr la ola.
ইন্টেরিওরইসিমো ডে ভারদাদ [স্প্যানিশ ভাষায়] এর ব্লগারের লেখায় একই বিষয় প্রতিধ্বনিত হয়েছে:
(refiriéndose al perro NdE) Creo que la amistad del ser humano con los animales es lo que debemos cultivar y enseñar a los nuestros y creo que el entrenador de San Bartolo Domingo Pianezzi, ha desarrollado una gran amistad con su mascota ala cual enseño a meterse ala playa con el y subirse a la tabla, como una muestra de lo que el compañerismo logra es impresionante, … pero ahora que en las noticias sale con la novedad de la alpaca Pisco se convertiria en su nuevo alumno de surf, creo que ya lo esta realizando solo para tener publicidad porque no me parece adecuado que este animal de un habitat diferente al de la costa tenga que habituarse al mar ser trasquilado para evitar el calor de la costa, ya se lo imaginan?
ফেসবুকে, পিসকো নামক আলপাকার সার্ফিং করা নিয়ে দুটি দল তৈরি হয়েছে, পিসকো দা সার্ফিং আলপাকা দলটি আলপাকার সার্ফিং এবং দু:সাহসী কাজের পক্ষে? আমি বলতে পারি এটা প্রাণীদের উপর অত্যাচার [স্প্যানিশ ভাষায়]। এল কোমারসিওর দ্বিতীয় প্রবন্ধের এক প্রশ্নের উপর এক জরিপ চালানো হয়েছে: প্রশ্নটি হচ্ছে “আপনি আলপাকার সার্ফিং এর পক্ষে না বিপক্ষে”? প্রকাশের সময় ৪৩ শতাংশ ব্যক্তি এর পক্ষে এবং ৫৭ শতাংশ এর বিপক্ষে ছিল।